রিপিটার এর কাজ | রিপিটার এর সুবিধা ও অসুবিধা
রিপিটার এর অর্থ কি?
রিপিটার এর অর্থ হল বৈদ্যুতিকভাবে প্রেরিত বার্তার স্বয়ংক্রিয় পুনঃপ্রচার বা পরিবর্ধনের জন্য একটি ডিভাইস।
রিপিটার কি?
রিপিটার হল তথ্য যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত এক ধরনের বিশেষ ডিভাইস। যা কম্পিউটার নেটওয়ার্কে ক্যাবলের মাধ্যমে যুক্ত কম্পিউটারটি যদি দূরে হয়। তাহলে এর মধ্য দিয়ে প্রবাহিত ডেটা সিগন্যাল দুর্বল হয়ে যায়। এ দুর্বল সংকেতকে সবল করা।![]() |
রিপিটার |
এবং গন্তব্যস্থানের দিকে প্রেরণ করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়।
রিপিটার কাকে বলে?
নেটওয়ার্কের অর্ন্তভূক্ত কম্পিউটারগুলোর দুরত্ব বেশি হলে ক্যাবলের ভিতর দিয়ে প্রবাহিত সিগন্যাল বেশ দুর্বল হয়ে পড়ে। আর একারণে প্রবাহিত সিগনালকে পুনরায় শক্তিশালী করার জন্য ও আরও দুরত্বে প্রেরণের জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে রিপিটার বলে।
১৮৫ মিটার দূরত্ব অতিক্রম করার আগেই আপনি একটি রিপিটার ব্যবহার করে। সেই সিগন্যালকে এমপ্লিফাই করে দিলে সেটি আরও ১৮৫ মিটার অতিক্রম করতে পারবেন। আর এটি কাজ করে ওএসআই মডেল এর ফিজিক্যাল লেয়ারে সাথে।
রিপিটার এর কাজ কি?
- রিপিটারের কাজ হল সিগন্যালকে পুনরায় শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়।
- সিগনালকে আরও দুরত্বে প্রেরণের জন্য রিপিটার কাজ করে।
রিপিটারের সুবিধা?
- নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়।
- নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি না করে ডাটা অ্যামপ্লিফাই বা শক্তিশালী করে সামনের দিকে প্রেরণ করা যায়।
রিপিটারের অসুবিধা?
- ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা রয়েছে।
- সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে।