নেটওয়ার্ক ব্রিজ কি | ব্রিজ কত প্রকার
ব্রিজ কি?
ব্রিজ হল তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা এক ধরনের বিশেষ নেটওয়ার্ক ডিভাইস।নেটওয়ার্ক ব্রিজ |
ব্রিজ কাকে বলে?
একাধিক LAN এর ভেতর সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা নেটওয়ার্ক ডিভাইসকে ব্রিজ বলে।
ব্রিজ কত প্রকার?
এ ডিভাইস একাধিক ল্যানের ভেতর সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয়। ব্রিজকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়ঃ- লোকাল ব্রিজ
- রিমোট ব্রিজ
- ওয়্যারলেস ব্রিজ
লোকাল ব্রিজ কি?
এটি সরাসরি LAN সাথে সংযুক্ত থাকে।রিমোট ব্রিজ কি?
রিমোট ব্রিজ হল এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস বিশেষ। যা দুটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অবস্থানের দুটি LAN সেগমেন্টকে সংযুক্ত করে থাকে।আরও পড়ুনঃ স্মার্ট হোম কি | স্মার্ট হোম এর সুবিধা