স্মার্ট হোম কি | স্মার্ট হোম এর সুবিধা

যে বাসস্থানে রিমোট কন্ট্রোল এবং প্রোগ্রামিং ডিভাইসের মাধ্যমে হিটিং, কুলিং, লাইটিং এবং সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়। সেই বাসস্থানকে স্মার্ট হোম বলে। স্মার্ট হোম হল একটি হোম অটোমোশন সিস্টেম।
স্মার্ট হোম
স্মার্ট হোম

স্মার্ট হোম বলতে কি বুঝায় ব্যাখ্যা কর?

ইন্টারনেট ও প্রযুক্তিনির্ভর, রিমোট কন্ট্রোলিং বাড়ি হল স্মার্ট হোম। যার মধ্যে নিন্মলিখিত বৈশিষ্ট্য গুলো থাকতে পারে। র্স্মাট হোম ধারণার সাথে তিনটি বৈশিষ্ট্য জড়িত থাকেঃ
  • দেখাশুনা (Monitoring) করা
  • কন্ট্রোল (control) করা
  • ইউজার ইন্টারফেস (User interface)

দেখাশুনা (Monitoring) করা

সেন্সর নেটওয়ার্কের মাধ্যমে বাসিন্দাদের আচরণের ডেটা সংগ্রহ করা যায়।

কন্ট্রোল (control) করা

দূরবর্তী স্থান হতে যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ডিভাইসের নিয়ন্ত্রণ করা।

ইউজার ইন্টারফেস (User interface)

হোম ডিসপ্লে, পিসি, ট্যাব, স্মার্ট হোম ইত্যাদি মাধ্যমে ক্লাউড ভিত্তি সেবা সহজে গ্রহণ করা যায়।

স্মার্ট হোম এর সুবিধা?

  • ঘরে বসেই ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করা যায়।
  • ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই যে কোন পণ্য ক্রয় করা যায়।
  • ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে বিভিন্ন জিনিস যেমনঃ চাবি, মানি ব্যাগ ইত্যাদি হারিয়ে গেলে সহজেই খুঁজে পাওয়া যায়।
  • বাসার বাইরে থাকাকালীন সময়ে কেউ ঘরের ভেতরে প্রবেশ করলে সিকিউরিটি অ্যালার্টের সাহায্যে মোবাইল ফোনে সহজেই জানা যাবে।
  • বাসার ভিতরের আবহাওয়া নিয়ন্ত্রণ করা যায়। 
  • বাসায় কোন ধরনের সমস্যা হলে যেমনঃ আগুন লাগলে হিট সেন্সরের মাধ্যমে তথ্য পাওয়া যায়।
  • অফিসের গুরুত্বপূর্ণ কাজগুলো ঘরে বসেই করা যায়।
  • রিমোট কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে লাইট, ফ্যান, দরজা, জানালা অন ও অফ করা যায়।
  • স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহার করে ঘরবাড়ি ও বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়।
  • টেলিমেডিসিন সুবিধা গ্রহণ করা যায়।

স্মার্ট হোম এর অসুবিধাসমূহ?

  • স্মার্ট হোম ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে থাকে।
  • স্মার্ট হোম অটোমেশন সিস্টেম হ্যাকারদের কাছ থেকে সুরক্ষা পাওয়া বড় উদ্বেগ এর একটি কারণ। 
  • আর হ্যাকাররা যদি কোনও স্মার্ট ডিভাইসে অনুপ্রবেশ করতে সক্ষম হয়। 
  • তবে তখন তারা লাইট বন্ধ করতে পারবে। অ্যালার্ম ও বন্ধ করতে পারবে। দরজা আনলক ও করতে পারবে।
  •  ব্যক্তিগত গোপনীয় এবং অফিসিয়াল ডেটা অনুলিপি করতে পারবে।
  • স্মার্ট হোমের অনেক ডিভাইস পেশাদারদের উপর নির্ভরশীল হয়ে থাকে।
  • স্মার্ট হোম সিস্টেমগুলো সাধারণ মানুষের পক্ষে জটিল। স্মার্ট হোমকে পরিচালনার জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়।
  • স্মার্ট হোম অনেক ব্যয়বহুল হয়ে থাকে। 

স্মার্ট হোমে ব্যবহৃত ডিভাইসগুলোর নাম কি কি?

স্মার্ট হোমে ব্যবহৃত ডিভাইসগুলোর নাম হলঃ এসি, লাইট, ফ্যান, টেলিভিশন, সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি। এগুলো রিমোট কন্ট্রোলিং ডিভাইস ব্যবহার করে নিয়ন্ত্রণ করা হয়। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে মানুষের মধ্যে স্মার্ট হোমের প্রতি আকর্ষণ বাড়ছে।

একটি স্মার্ট হোমে যে সমস্ত ডিভাইসগুলো থাকে?

  • ওয়াশিং মেশিন
  • রেফ্রিজারেটর
  • সুরক্ষা সিস্টেম
  • টোস্ট ওভেন
  • আলোকসজ্জার ডিভাইস
  • ড্রায়ার
  • উত্তাপ ও শীতাতাপ নিয়ন্ত্রন ইউনিট
  • অডিও ও ভিডিও বিনোদন সিস্টেম
  • ক্যামেরা ইত্যাদি। 

এছাড়াও ল্যাপটপ ও কম্পিউটার এবং অন্যান্য মোবাইল ডিভাইস বর্তমান আধুনিক যুগে মানুষের জীবনকে আরো সুখকর ও আরামদায়ক করার জন্য এই স্মার্ট হোমের উদ্ভব হয়। 

স্মার্ট হোমের বসবাসকরীদের সুন্দর ও উন্নত জীবন ধারনের জন্য বর্তমানে বিভিন্ন প্রকার নতুন নতুন ডিভাইসের উদ্ভব হচ্ছে। যদিও স্মার্ট হোমে এখনো সহজলভ্য হয়ে উঠেনি। কারণ হল এর ডিভাইস ও সিস্টেমগুলো অনেক ব্যয়বহুল হয়ে থাকে।

স্মার্ট হোম সিস্টেম শীর্ষ প্রযুক্তি নির্মাতা কে?

স্মার্ট হোম সিস্টেম শীর্ষ প্রযুক্তি নির্মাতা হলেন নিকোলা টেসলা। তিনিই প্রথম ১৮৯৮ সালে স্মার্ট হোম সিস্টেমের ধারণা দেন।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন