মাদারবোর্ড কি | মাদারবোর্ডের বিভিন্ন অংশের নাম

মাদারবোর্ড হল প্রয়োজনীয় সকল যন্ত্রাংশের সংযোগস্থল। কম্পিউটার সিস্টেমের সকল উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে সবচেয়ে বড় সার্কিটবোর্ডের সাথে যুক্ত থাকে, তাকে মাদারবোর্ড বলে।

একে সিস্টেম বোর্ড (System Board) ও বলা হয়ে থাকে। মাদারবোর্ড মূলত একটি প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি (Printed Circuit Board) যাতে বিভিন্ন ধরনের কানেক্টর এবং এক্সপানশন পট থাকে।
মাদারবোর্ড
মাদারবোর্ড

মাদারবোর্ডের মাধ্যমে প্রসেসরের সাথে কম্পিউটারের অন্যান্য উপাদানসমূহ যেমনঃ মেমোরি ও স্টোরেজ, পাওয়ার সাপ্লাই ইউনিট, ভিডিও কার্ড, হার্ডডিস্ক ড্রাইভ, ডিভিডি ড্রাইভ, সাউন্ড কার্ডসহ অন্যান্য ইনপুট ও আউটপুট ডিভাইসসমূহ সংযুক্ত থাকে। 

মেমোরি লাগানোর জন্য যে স্লট থাকে তাকে DIMM (Single In-line Memory Module) DIMM (Dual In-line Memory Module) বলে। বাজারে Intel, ASUS, MSI, GIGABYTE ফক্সকন ইত্যাদি ব্রান্ডের মাদারবোর্ড পাওয়া যায়।

মাদারবোর্ড কত প্রকার ও কি কি?

মাদারবোর্ড তার গঠন এবং কাজের উপর নির্ভর করে মূলত ৫ প্রকারের হয়ে থাকে যেমনঃ
  • মাইক্রো এটিএক্স মাদারবোর্ড (Micro ATX Motherboard)
  • স্ট্যান্ডার্ড এটিএক্স মাদারবোর্ড (Standard ATX Motherboard)
  • মিনি আইটিএক্স মাদারবোর্ড (Mini ATX Motherboard)
  • পিকো আইটিএক্স মাদারবোর্ড (Pico ITX Motherboard)
  • ন্যানো আইটিএক্স মাদারবোর্ড (Nano ITX Motherboard)

মাদারবোর্ডের বিভিন্ন অংশ?

মাদারবোর্ডে সাধারণত যেসব অংশ থাকে সেগুলোর মধ্যে রয়েছেঃ
  • সিপিইউ সকেট
  • ডিআইএমএম (DIMM) মেমোরি স্লট
  • সুপার আইও চিপ
  • ২৪ পিন এটিএক্স পাওয়ার কানেক্টর
  • ফ্লপি ড্রাইভ কানেক্টর
  • সিপিইউ ফ্যান ও হিটসিঙ্ক মাউন্ট
  •  সিপিইউ ফ্যান কানেক্টর
  • পিএলসিসি সকেটের মধ্যে বায়োস ফ্ল্যাশ চিপ
  • সাউথব্রিজ (হিটসিঙ্কসহ)
  • সিমস ব্যাকআপ ব্যাটারি
  • ইন্ট্রিগ্রেটেড গ্রাফিক্স প্রসেসর
  • পিসিআই স্লট (এক্স ৩)
  • আইডিই কানেক্টর (এক্স ২)
  • সাটা কানেক্টর (এক্স ৪)
  • ইন্ট্রিগ্রেটেড অডিও কোডেক চিপ
  • ইন্ট্রিগ্রেটেড গিগাবাইট ইথারনেট চিপ
  • পিসিআই এক্সপ্রেস স্লট
  • ইন্ট্রিগ্রেটেড পেরিফেরালসমূহের কানেক্টর (পিএস/২ কিবোর্ড ও মাউস, সিরিয়াল পোর্ট, প্যারালাল পোর্ট, ভিজিএ, ফায়ারওয়্যার/আইইইইই ১৩৯৪এ, ইউএসবি এক্স ৪, ইথারনেট, অডিও এক্স ৬ ইত্যাদি)।
বর্তমানে মাদারবোর্ডগুলোতে বেশ কিছু মাল্টিমিডিয়া ও নেটওয়ার্কিং ডিভাইসসমূহ অন্তর্ভুক্ত থাকে। যেগুলোকে চাইলে সহজে ডিসাবল করে রাখা যায়। এগুলোর মধ্যে আছে যেমনঃ
  • ইন্ট্রিগ্রেটেড নেটওয়ার্ক কার্ড
  • ইন্ট্রিগ্রেটেড সাউন্ডকার্ড
  • ইন্ট্রিগ্রেটেড গ্রাফিক্স কার্ড
  • আপগ্রেডড হার্ডড্রাইভ কন্ট্রোলারসমূহ ইত্যাদি। 
এখানে যেসব অংশগুলোর কথা বলা হয়েছে। সেগুলো বিভিন্ন ব্রান্ডের বিভিন্ন মডেলের মাদারবোর্ডভেদে আলাদা আলাদা হতে পারে। তবে সম্মিলিতভাবে সাধারণত যেসব অংশগুলো দেখা যায়। সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন