ভয়েস সার্চ কি | ভয়েস সার্চ করার নিয়ম

ভয়েস সার্চ কি?

ভয়েস সার্চ হল ভয়েস ব্যবহার করে পাঠকের প্রয়োজন অনুযায়ী তথ্য বের করার মাধ্যম। 
ভয়েস সার্চ
ভয়েস সার্চ

ভয়েস সার্চ এর কাজ কি?

গুগল সার্চ ইঞ্জিনে কোন কিওয়ার্ড অথবা মুখে উচ্চারণ করা শব্দ ব্যবহার করে সার্চ করার সময় সার্চ বারে মাইক্রোফোনের মতো একটি ছোট আইকন দেখা যায়।

আর এতে ক্লিক করে কোন শব্দ কিংবা কিওয়ার্ড উচ্চারণ করলে সার্চ ইঞ্জিন গুগল সেই শব্দ কিংবা কিওয়ার্ড অনুযায়ী বিভিন্ন ওয়েবসাইটের আর্টিকল পাঠকের সামনে তুলে ধরে।

ভিঙ্গো, গুগল মোবাইল অ্যাপ ভয়েসের এগুলো মূলত স্পিচ রিকগনিশন প্রোগ্রাম অনুযায়ী কাজ করে থাকে। ভয়েস সার্চ হল স্পিচ রিকগনিশন প্রযুক্তি। 

যা প্রধানত সার্চ অ্যালগরিদমের সময় সার্চ অপশনে টেক্সটের ব্যবহারের পরিবর্তে উচ্চারণের ওপর নির্ভর করে পাঠকদের আর্টিকল বের করতে সহায়তা করে। এছাড়াও এ সেবাটি ওয়েব এনাবলড ডিভাইস ব্যবহারকারীরা পেতে পারেন।

ভয়েস সার্চ করার নিয়ম?

কি-বোর্ডে ভয়েস টাইপিং চালু করতে প্লে স্টোর থেকে 'জিবোর্ড' অ্যাপসটি ডাউনলোড করে নিন। এবার সেখান থেকে আপনার প্রয়োজনীয় ভাষাটি নির্বাচন করে নিন। 

এরপর মাইক্রোফোন চালু করে কথা বলুন। ভয়েস সার্চের ক্ষেত্রে গুগল অ্যাপ চালু করে ভয়েস সেটিংস মেনুতে আপনার প্রয়োজনীয় ভাষাটি ঠিক করে নিন।
Next Post Previous Post