রাউটার কি | রাউটার এর প্রকারভেদ

এটি একটি বুদ্ধিমান ইন্টানেটওয়ার্ক কানেকটিভিটি ডিভাইস যা লজিক্যাল ও ফিজিক্যাল এড্রেস ব্যবহার করে দুই বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টের মধ্যে ডেটা আদান প্রদানের ব্যবস্থা করে৷
রাউটার
রাউটার

রাউটারের উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট (ডেটার সমষ্টি) পৌঁছে দেয়৷ রাউটার বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমনঃ ইথারনেট, টোকেন, রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে৷

রাউটার কত প্রকার?

রাউটার বিভিন্ন প্রকারের হয়ঃ
  • Pocket router
  • Broadband router
  • Internet provider broad router
  • Wireless router  
  • Core router 
  • Edge router 

Pocket router কি?

ইহা হল (protable wifi router)। আর এই ধরনের রাউটারগুলো হল খুবই ছোট হয়। আপনি পকেটে এই রাউটারগুলো ব্যবহার করতে পারেন। পকেট রাউটারে ইন্টারনেট কানেকশন প্রদান করার জন্য সিমকার্ড ব্যবহার করা হয়। 

আর আপনি যে কোম্পানির রাউটার কিনবেন ঠিক সেই কোম্পানির সিমকার্ড পকেট রাউটারে লাগানো থাকবে।  

Broadband router কি?

এই রাউটারগুলোতে দুটি তার থেকে অধিক পরিমাণে মোবাইল ও ল্যাপটপে সংযোগ প্রদান করে থাকে। তাছাড়া এই broadband রাউটার গুলো উচ্চ গতির ইন্টারনেট সংযোগে স্থাপন করে থাকে। এই রাউটারগুলো ব্যবহারের ফলে খু্ব দ্রুত ইন্টারনেট ব্যবহার করা যায়।

Internet provider broad router কি?

এই ধরনের রাউটার Internet Service Provider বা ISP এর পরস্পরকে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়।

Wireless router কি?

broadband রাউটারের চেয়ে wireless রাউটার সবচেয়ে বেশি ব্যবহার হতে দেখা যায়। আর এই রাউটারের মাধ্যমে কম্পিউটার কিংবা মোবাইলের কোন তার ছাড়াই ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়। 

এই wireless রাউটার ব্যবহারের জন্য আপনাকে একটি এরিয়াতে থাকতে হবে। আর রাউটারের এরিয়ার ভেতরে থাকলে ইন্টারনেট সংযোগ ব্যবহার করা যাবে। 

তবে রাউটারগুলোতে পাসওয়ার্ডের সিস্টেম রয়েছে। আপনি পাসওয়ার্ড ব্যবহার করেও চালাতে পারেন। আবার পাসওয়ার্ড না ব্যবহার করেও সহজে চালাতে পারেন।

Core router কি?

core router খুবই শক্তিশালী একটি রাউটার। আর এই রাউটারগুলো আলাদাভাবে একাধিক রাউটারগুলোকে সংযোগ দিয়ে থাকে। 

Edge router কি?

এই রাউটারগুলোকে বিভিন্ন ইন্টারনেট সার্ভিসের সঙ্গে রাখা হয়। ইহা internet protocol এর bgb এর ISP এর সাথে কনফিগার করে থাকে।  

রাউটার কিভাবে কাজ করে?

রাউটার একই প্রােটোকলবিশিষ্ট দুই বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারে৷ 

একই ধরনের ছোট আকারের ভিন্ন ভিন্ন গঠনের একাধিক LAN সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তুলতে বা LAN এর সাথে WAN একত্রে যুক্ত করতে রাউটার ব্যবহার করা হয়৷ 

রাউটার NAT (Network Address Translation) ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে৷ একটি নেটওয়ার্ক থেকে পাওয়া ডেটা সংকেত রাউটার সবচেয়ে কম দূরত্বের পথ  ব্যবহার করে অন্য নেটওয়ার্কের নির্দিষ্ট ডিভাইস পাঠাতে পারে৷ 

কোন একটি ডেটা প্যাকেটকে কোন পথ দিয়ে পাঠানো সবচেয়ে সুবিধাজনক রাউটার সে সিদ্ধান্ত নিতে পারে৷ এজন্য একে একটি অতি বুদ্ধিমান ব্রিজ বলা যেতে পারে৷ 

নেটওয়ার্কে কোন পথ যদি অধিক ডেটার চাপে ব্যস্ত থাকে তাহলে রাউটার সেই জায়গা পরিহার করে অন্য পথ দিয়ে ডেটা পাঠাতে পারে৷

রাউটার ব্যবহারের নিয়ম?

রাউটার প্রথমবার সংযুক্ত করার জন্য ওয়্যারলেস নেটওয়ার্কের নাম পরিবর্তন করে নেওয়া উচিত। এর পাশাপাশি নেটওয়ার্কের পাসওয়ার্ডও ব্যবহার করা উচিত।

পাসওয়ার্ড দেওয়া না থাকলে যে কেউই আপনার রাউটারে সংযুক্ত হতে পারবে। ব্যক্তিগত ব্যবহারের জন্য এমন অবস্থা কখনোই রাখা উচিত হবে না।

রাউটারের সুবিধা?

  • ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়৷
  • ডেটা ফিল্টারিং সম্ভব হয়৷
  • বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট টোকেন রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে৷
  • একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে সম্প্রসারিত করতে পারে৷

রাউটারের অসুবিধা?

  • রাউটারের দাম বেশি৷
  • রাউটার একই প্রোটোকল নেটওয়ার্ক ছাড়া সংযুক্ত হতে পারে না৷
  • কনফিগারেশন তুলনামূলক জটিল৷
  • রাউটার ধীরগতিতে ডেটা প্রেরণ করে৷  
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন