হাব কি | হাব কত প্রকার ও কি কি

HUB এর পূর্ণরুপ কি? 

হাবের পূর্ণরুপ হল Hetzel Union Building (HUB)।

হাব কি?

হাব হল নেটওয়ার্কের ডিভাইসসমূহের জন্য একটি সাধারণ কানেকশন পয়েন্ট। LAN এর সিগমেন্টগুলো কানেক্ট করার জন্য সাধারণভাবে হাব ব্যবহৃত হয়। হাবের মধ্যে অনেকগুলো পোর্ট থাকে। 
হাব
হাব

ডেটা প্যাকেট একটি পোর্টে আসলে এটি অন্য পোর্টে কপি হয় যাতে LAN এর সব সেগমেন্ট সব প্যাকেটসমূহ দেখতে পারে। স্টার টপোলজির ক্ষেত্রে হাব হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। 

হাবের দাম তুলনামূলকভাবে কম। এটি OSI মডেলে ফিজিক্যাল লেয়ারে কাজ করে এবং এটিকে একটি অবুদ্ধিমান ডিভাইস হিসেবে অভিহিত করা হয়।

হাব কত ও কি কি?

কার্যকারিতার দিক থেকে হাব প্রধানত দুই প্রকারঃ
  • সক্রিয় হাব (Active Hub)
  • নিষ্ক্রিয় হাব (Passive Hub) 

সক্রিয় হাব কি?

সক্রিয় হাব তার কাছে আসা সংকেতকে আদান প্রদানে সহায়তা করার জন্য পাশাপাশি বিবর্ধিত করতে পারে। এজন্য পাওয়ার সাপ্লাই ইউনিট ব্যবহার করার প্রয়োজন হয়। এ কারণে সক্রিয় হাবকে দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটারও বলা হয়ে থাকে। 

কোন কোন সক্রিয় হাব মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত ব্রডকাস্ট করতে পারে। আর তাই এধরনের হাবকে (Intelligent Hub) বলে।
 

নিষ্ক্রিয় হাব কি? 

নিষ্ক্রিয় হাব তার কাছে আসা সংকেতকে শুধুমাত্র আদান-প্রদানে সহায়তা করে অর্থাৎ ব্রডকাস্ট কাজ করতে পারে। কিন্তু বিবর্তিত করতে পারে না। এজন্য পাওয়ার সাপ্লাই ইউনিট ব্যবহার করার প্রয়োজন হয় না।

উপরের দুই প্রকার হাব ছাড়াও আরও এক ধরনের হাব আছে সেটা হলঃ

  • ইন্টেলিজেন্ট হাব বা বুদ্ধিমান হাব

ইন্টেলিজেন্ট হাব বা বুদ্ধিমান হাব কি?

ইনটেলিজেন্ট হাব বিভিন্ন ধরনের সিগন্যাল প্রসেসিং ও প্রয়োজনে ফিল্টারিং করতে পারে। এছাড়াও বিভিন্ন সিগন্যাল পরীক্ষা করে সেই সিগন্যালকে নির্দিষ্ট গন্তব্যে কম্পিউটারের নিকট পাঠিয়ে দিতে পারে। যার ফলে একটি সিগন্যাল সব ধরনের কম্পিউটারে যায় না ও নেটওয়ার্কে অযথা ট্রাফিক তৈরি করে না।

হাবের কাজ কি?

স্বল্প দূরত্বে অবস্থিত একাধিক কম্পিউটারের মধ্যে তার দিয়ে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে যে যন্ত্রটি প্রয়োজন হয় সেটি হল হাব। একে সাধারণভাবে কনসেনট্রেটর বলা হয়। 

এটি এমন একটি ডিভাইস যেখানে বিভিন্ন কম্পিউটার এবং পেরিফেরাল যেমনঃ প্রিন্টার থেকে আসা তারগুলো একসাথে যুক্ত হয়। স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। 

একটি হাব শুধু কতগুলো ডিভাইসকে একত্রে সংযুক্ত করতে পারে। কিন্তু টার্গেট ডিভাইসের ঠিকানা নির্ধারণ করতে পারে না বা ডেটা ফিল্টারিং করতে পারে না। 

আর এজন্য হাব তার কাছে আসা যেকোন সংকেতকে কোন পরিবর্তন ছাড়াই ব্রডকাস্ট করে, অর্থাৎ এর সাথে যুক্ত সকল ডিভাইসেই সংকেত প্রেরণ করে। 

এক্ষেত্রে সংকেতটি যে ডিভাইসের জন্য পাঠানো হয়েছে সেই ডিভাইসটিই শুধু সংকেত গ্রহণ করে বাকি ডিভাইসগুলো সংকেত গ্রহণ করা থেকে বিরত থাকে। হাব সাধারণত ৪ পোর্ট, ৮ পোর্ট বা ১৬ পোর্ট বিশিষ্ট হয়ে থাকে। 

হাবের সুবিধা? 

  • নেটওয়ার্কের পরিধি বাড়াতে পারে।
  • বিভিন্ন ধরনের মিডিয়ামকে সংযুক্ত করতে পারে। 
  • একই ধরনের অন্যান্য ডিভাইসের তুলনায় দাম কম।
  • হাব বিভিন্ন ধরনের তার মাধ্যমকে সংযুক্ত করতে পারে। 

হাবের অসুবিধা? 

  • নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়। 
  • ডেটা ফিল্টারিং সম্ভব হয় না। 
  • ডেটা আদান-প্রদানে বাধার সম্ভাবনা থাকে। 
  • পোর্ট সংখ্যা কম থাকে।
  • সংকেত শুধুমাত্র টার্গেট পোর্টে না গিয়ে সকল পোর্টে যায়।
  • হাবে ডেটা সংঘর্ষ বা কলিশনের সম্ভাবনা থাকে। 
  • একাধিক নেটওয়ার্ক যুক্ত করতে পারে না। 

হাব ব্যবহার করার নিয়ম?

হাব ব্যবহারের সময় বিশেষ যে বিষয়গুলাের দিকে নজর রাখা প্রয়োজন তাহলোঃ
  • একটি নেটওয়ার্ক সম্প্রসারণ করার জন্য সর্বোচ্চ কয়টি হাব ব্যবহার করতে পারা যায় তার একটি সীমা আছে। এটি নির্ভর করে টপােলজির উপর। 
  • বেশিরভাগ নেটওয়ার্কের ক্ষেত্রে সর্বোচ্চ চারটি হাব ব্যবহারের সুযােগ আছে।
  • ভাল পারফরম্যান্সের জন্য একটি হাবকে আরেকটির হাবের সাথে সংযুক্ত না করে। 
  • কোন সার্ভার নেটওয়ার্ক এডাপ্টারের সাথে সংযুক্ত করতে হবে।
  • একটি ডেটা সিগন্যালকে যত বেশি হাবের মধ্য দিয়ে যেতে হবে তত সেই সিগন্যালকে দূর্বল হয়ে যাবে। 
  • আর সে কারণে বেশি হাব থাকা মানে নেটওয়ার্কের গতি তুলনামূলক কমে যাওয়া।
  • হাবের সাথে যুক্ত হওয়া প্রতিটি সংযােগ লেবেল যুক্ত করতে হবে। 
  • সেই সাথে লেবেলে স্পষ্টভাবে লিখেতে হবে যে উক্ত ক্যাবলটি কোন স্টেশন থেকে এসেছে। যার ফলে ট্রাবলটিং সুবিধা হবে।

কনসেনট্রেটর কি?

কনসেনট্রেটর হল এমন একটি ডিভাইস যেখানে কম্পিউটার এবং অন্যান্য পেরিফেরাল থেকে আসা তারগুলো সংযুক্ত হয়। 

হাব যেহেতু বিভিন্ন কম্পিউটার এবং পেরিফেরালকে যেমনঃ প্রিন্টার, স্ক্যানার ইত্যাদিকে কেন্দ্রীয়ভাবে সংযুক্ত করে তাই একে কনসেনট্রেটর বলা হয়। স্টার টপোলজিতে হাব কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। 

হাবের ব্যবহার?

বর্তমানে হাবের ব্যবহার নেই বললেই চলে। নিচে সীমিত ক্ষেত্রগুলোতে হাবের ব্যবহার সাশ্রয়ী ও কার্যকর হতে পারে। নেটওয়ার্কে কার্যক্রম মনিটর করতে। মনিটর, স্ক্যানার প্রভৃতি পেরিফেরালসকে নেটওয়ার্কের মাধ্যমে সকল জন্য ব্যবহারের সুবিধা দিতে। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন