ফিঙ্গারপ্রিন্ট রিডার কি | ফিঙ্গারপ্রিন্ট রিডার কিভাবে কাজ করে

বর্তমানে আঙুলের ছাপ নিয়ে নিরাপত্তা ব্যবস্থা একটি জনপ্রিয় বায়োমেট্রিক সিস্টেম৷ যে বায়োমেট্রিক্স ডিভাইসে মানুষের আঙুলের ছাপ ইনপুট হিসেবে গ্রহণ করার পর তা পূর্ব সংরক্ষিত আঙুলের ছাপের টেম্পলেটের সাথে ম্যাচ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয় তাকে ফিঙ্গারপ্রিন্ট রিডার বলে৷ 
ফিঙ্গারপ্রিন্ট রিডার
ফিঙ্গারপ্রিন্ট রিডার

ফিঙ্গারপ্রিন্ট রিডার কিভাবে কাজ করে?

এ পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট অপটিক্যাল স্ক্যানারের মাধ্যমে আঙুলের ছাপের ইমেজ নেয়া হয়৷ ইনপুটকৃত ইমেজের অর্থাৎ আঙুলের ছাপের বিশেষ কিছু একক বৈশিষ্ট্যকে ফিল্টার করা হয় এবং এনক্রিপ্টেড বায়োমেট্রিক্স কী হিসেবে সংরক্ষণ করা হয়৷

ফিঙ্গারপ্রিন্টের ইমেজকে সংরক্ষণ না করে সংখ্যার সিরিজ বাইনারি কোডকে ভেরিফিকেশনের জন্য সংরক্ষণ করা হয়৷ ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমের এলগরিদম এ বাইনারি কোডকে ইমেজে পুনঃরূপান্তর করতে পারে না৷ 

আর তাই কেউ ফিঙ্গারপ্রিন্টকে নকল করতে পারে না৷ বায়োমেট্রিক্স ডিভাইস যেমনঃ ফিঙ্গার স্ক্যানারে থাকে একটি রিডার অথবা স্ক্যানিং ডিভাইস এবং সফটওয়্যার যা স্ক্যান করা তথ্যকে ডিজিটাল ফর্মে রূপান্তর করে এবং ম্যাচিং পয়েন্টেগুলো তুলনা করে৷ 

বায়োমেট্রিক্স ডিভাইসগুলোর মধ্যে বিশ্বজুড়ে ফিঙ্গারপ্রিন্ট রিডারেরজনপ্রিয়তা সর্বাধিক৷ তুলনামূলকভাবে কম দামি, নিরাপত্তা ব্যবস্থা সৃষ্টি এবং প্রচুর ডেটা রাখতে পারে বলে আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ও অন্যান্যদের প্রবেশ ও বের হবার জন্য ফিঙ্গারপ্রিন্ট রিডারগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়৷ 

অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি এ পদ্ধতিতে প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদান, প্রকৃত কর্মীদেরকে শনাক্তকরণ, হাজিরার ডেটা সংরক্ষণ এবং তাদের পেরোল সিস্টেম বাস্তবায়নেও ভূমিকা রাখছে৷

ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্সের সুবিধা?

  • সঠিকতা (অ্যাকিউরিসি) অত্যন্ত উচ্চমানের হয়৷
  • সবচেয়ে সস্তা, উন্নত ও সহজলভ্য বায়োমেট্রিক্স ডিভাইস৷
  • সহজে ব্যবহারযোগ্য এবং এর ডেটাবেজ মেইনটেইনে অল্প মেমোরির প্রয়োজন হয়ে থাকে৷

ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্সের অসুবিধা?

  • হাতের আঙুলে ময়লা বা দাগ প্রভৃতি লাগার কারণে বায়োমেট্রিক্স ডিভাইসে সঠিক ফলাফল পেতে দেরি হতে পারে বা অকৃতকার্য হতে পারে৷ 
  • যেমনঃ শ্রমিকরা যেহেতু সবসময় হাতের কাজ করে তাই তাদের জন্য ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স সমস্যার সৃষ্টি করে৷
  • বয়স বৃদ্ধি পেলে হাতের আঙুলের ছাপ পরিবর্তত হয় বিধায় বিশেষ করে শিশুদের জন্য এই প্রযুক্তি কার্যকর নয়৷

ফিঙ্গারপ্রিন্ট বিডারের ব্যবহার?

  • বিভিন্ন অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কল কারখানা প্রভৃতি স্থানে উপস্থিতি নির্ণয়ে সর্বাধিকভাবে ব্যবহৃত হয়৷
  • মোবাইল, ল্যাপটপ প্রভৃতি ডিভাইসে প্রবেশের ক্ষেত্রে বায়োমেট্রিক্স নিরাপত্তা হিসেবে ব্যবহৃত হয়৷
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন