Erp এর পূর্ণরূপ কি?
ERP এর পূর্ণরূপ হল Enterprise resource planning বা (ERP)।Erp |
ERP কাকে বলে?
এটি হল এক ধরনের ডাটাবেজ সফটওয়্যার (Logically) যা একটা বড় কোম্পানি বা প্রতিষ্ঠানের বেশির ভাগ প্রসেস এবং অপারেশনকে শুধুমাত্র একটা সফটওয়ারে চালিত করে৷ এটি একটি সমন্বিত সফটওয়ারের রূপ। যা একটি কোম্পানি মোটামুটি সব চাহিদা পূরণ করে৷বড় ধরনের কর্পোরেট প্রতিষ্ঠানের সমগ্র বাহ্যিক এবং অভ্যন্তরীণ তথ্য ব্যবস্থাপনাকে সমন্বয়কারী প্রতিষ্ঠানের ফিন্যান্স/এ্যাকাউন্টিং ম্যানুফ্যাকচারিং সেলস এবং সার্ভিস কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়বলি৷
একটি সমন্বিত সফটওয়্যার এপ্লিকেশনের দ্বারা ERP সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এ কার্যক্রমগুলো সম্পন্ন করে থাকে৷ ERP সিস্টেম বিভিন্ন ধরনের হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক কনফিগারেশনে রান করতে পারে৷ এটি সাধারণত তথ্যের ভান্ডার হিসেবে একটি ডেটাবেজকে নিয়ন্ত্রণ করে থাকে৷
Erp এর কাজ কি?
ইআরপি সফটওয়্যারের প্যাকেজগুলো এক একটি পার্ট এ বিভক্ত থাকে, যাদেরকে মডিউল (Module) বলা হয়৷ এক্ষেত্রে একটি মডিউল এর তথ্যের সাথে অঙ্গীভূতভাবে সংযুক্ত থাকে৷ এখানে এক মডিউল আর তথ্য অন্য মডিউল এর সাথে শেয়ার করে এবং মডিউল টু মডিউল ডেটা ফ্লো ঘটে৷যার ফলে ডেটা ডুপ্লিকেশন হয় না৷ ডেটা থেকে ডেটার লিংক থাকায় কোন একটি ডেটাকে কেন্দ্র করে এর সাথে সংযুক্ত অন্য ডেটার তথ্য সহজে পাওয়া যায়৷