Erp এর পূর্ণরূপ কি | Erp কিভাবে কাজ করে

Erp এর পূর্ণরূপ কি?

ERP এর পূর্ণরূপ হল Enterprise resource planning বা (ERP)। 
Erp
Erp

ERP কাকে বলে?

এটি হল এক ধরনের ডাটাবেজ সফটওয়্যার (Logically) যা একটা বড় কোম্পানি বা প্রতিষ্ঠানের বেশির ভাগ প্রসেস এবং অপারেশনকে শুধুমাত্র একটা সফটওয়ারে চালিত করে৷ এটি একটি সমন্বিত সফটওয়ারের রূপ। যা একটি কোম্পানি মোটামুটি সব চাহিদা পূরণ করে৷

বড় ধরনের কর্পোরেট প্রতিষ্ঠানের সমগ্র বাহ্যিক এবং অভ্যন্তরীণ তথ্য ব্যবস্থাপনাকে সমন্বয়কারী প্রতিষ্ঠানের ফিন্যান্স/এ্যাকাউন্টিং ম্যানুফ্যাকচারিং সেলস এবং সার্ভিস কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়বলি৷ 

একটি সমন্বিত সফটওয়্যার এপ্লিকেশনের দ্বারা ERP সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এ কার্যক্রমগুলো সম্পন্ন করে থাকে৷ ERP সিস্টেম বিভিন্ন ধরনের হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক কনফিগারেশনে রান করতে পারে৷ এটি সাধারণত তথ্যের ভান্ডার হিসেবে একটি ডেটাবেজকে নিয়ন্ত্রণ করে থাকে৷

Erp এর কাজ কি?

ইআরপি সফটওয়্যারের প্যাকেজগুলো এক একটি পার্ট এ বিভক্ত থাকে, যাদেরকে মডিউল (Module) বলা হয়৷ এক্ষেত্রে একটি মডিউল এর তথ্যের সাথে অঙ্গীভূতভাবে সংযুক্ত থাকে৷ এখানে এক মডিউল আর তথ্য অন্য মডিউল এর সাথে শেয়ার করে এবং মডিউল টু মডিউল ডেটা ফ্লো ঘটে৷ 

যার ফলে ডেটা ডুপ্লিকেশন হয় না৷ ডেটা থেকে ডেটার লিংক থাকায় কোন একটি ডেটাকে কেন্দ্র করে এর সাথে সংযুক্ত অন্য ডেটার তথ্য সহজে পাওয়া যায়৷
Next Post Previous Post