ওয়াইম্যাক্স এর পূর্ণরুপ কি?
ওয়াইম্যাক্স এর পূর্ণরুপ হল (WiMAX) ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকসেস (Worldwide Interoperability for Microwave Access)।ওয়াইম্যাক্স কি?
ওয়াইম্যাক্স (WiMAX) প্রযুক্তি হল বর্তমান সময়ের সর্বাধুনিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রটোকল সার্ভিস। যা তারবিহীন ব্যবস্থায় ১০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট সুবিধা প্রদান করে থাকে।।ওয়াইম্যাক্স এর পূর্ণ অর্থ হল (Worldwide Interoperability for Micro wave Access)। ইহা প্রচলিত DSL (Digital Subscriber Line) প্রযুক্তি এবং তারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সুবিধা প্রদান করে।
ওয়াইম্যাক্স |
ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করে ডেটা আদান-প্রদান করা ছাড়াও VOIP (Voice over internet protocol) এর মাধ্যমে পৃথিবীর যে কোন দেশে কম খরচে কথা বলা যায়।
ওয়াইম্যাক্স এর মাধ্যমে অনেক বেশি ব্যবহারকারী বহুদূর এলাকা পর্যন্ত উচ্চগতিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পেয়ে থাকে। প্রত্যন্ত অঞ্চলে যেখানে সাধারণত ব্রডব্যান্ড সেবার কথা কল্পনাও করা যায় না। সেখানে বিনা তারে ওয়াইম্যাক্সের মাধ্যমে ব্রডব্যান্ড সেবা দেখা যায়।
বিশেষ করে উঁচু-নিচু পাহাড়ি অঞ্চল কিংবা ক্যাবল স্থাপনের জন্য দুর্গম এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেবার জন্য ওয়াইম্যাক্স হচ্ছে সর্বোকৃষ্ট প্রযুক্তি। MAN (Metropoliton Area Network) টাইপের নেটওয়ার্কে ওয়াইম্যাক্স প্রযুক্তি বেশি ব্যবহার করা হয়।
ওয়াইম্যাক্স কত প্রকার?
ওয়াইম্যাক্স দুই প্রকারঃ- ফিক্স ওয়াইম্যাক্স
- মোবাইল ওয়াইম্যাক্স
ফিক্সড ওয়াইম্যাক্স কি?
যে ওয়াইম্যাক্স ব্যবস্থায় ৮০২.১৬-২০০৪ ('৮০২.১৬ডি') ও ওএফডিএম 'ফিজিক্যাল লেয়ার' ব্যবহার করে তৈরি করা হয় তাকে ফিক্সড ওয়াইম্যাক্স বলে।ফিক্সড ওয়াইম্যাক্স ব্যবস্থায় আন্ত বেজ স্টেশনের মধ্যে হ্যান্ড অফের কোন ধরনের সুবিধা রাখা হয়নি। তাই ফিক্সড ওয়াইম্যাক্সের মধ্যে মোবিলিটির কোন সুবিধা নেই।
মোবাইল ওয়াইম্যাক্স কি?
৮০২.১৬ই-২০০৫ ও ওএফডিএমএ প্রযুক্তি নিয়ে মোবাইল ওয়াইম্যাক্স গঠিত হয়েছিল। মোবাইল ওয়াইম্যাক্স ফিক্সড ওয়াইম্যাক্সের সকল ধরনের সুবিধা প্রদান করে থাকে।উপরন্তু এটি মোবিলিটি বা এক স্থান থেকে আরেক স্থানে মোটরগাড়ীর গতিতে ভ্রমণের সময় অবিচ্ছিন্ন সংযোগের সুবিধা প্রদান করে থাকে।
ওয়াইম্যাক্স এর ইতিহাস কি?
ওয়াইম্যাক্স হচ্ছে দ্রুতগতির যোগাযোগ প্রযুক্তি। যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে প্রচলিত ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন এবং ওয়্যারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে ওয়্যারলেস ইন্টারনেট ব্যবহারের সুবিধা প্রদান করে।ওয়াইম্যাক্স নামটি ২০০১ সালে জুন মাসের বাস্তবায়ন করার উদ্দেশ্যে ওয়াইম্যাক্স ফোরাম প্রতিষ্ঠিত হয়। এর ডেটা ট্রান্সফার রেট ৮০ Mbps থেকে 1 Gbps পর্যন্ত হতে পারে।
তাছাড়া ২০০১ সালে ফোরামের ভাষ্যমতে ওয়াইম্যাক্স হল শেষ মাইল পর্যন্ত তারহীন ব্রডব্যান্ড নেটওয়ার্কের ব্যবস্থা। যা প্রচলিত ক্যাবল বা ডিএসএল এর একটি বিকল্প প্রযুক্তি।
ওয়াইম্যাক্স প্রযুক্তির কয়টি অংশ থাকে?
ওয়াইম্যাক্স প্রযুক্তির দুইটি অংশ থাকেঃ- বেজ স্টেশন
- ওয়াইম্যাক্স রিসিভার
বেজ স্টেশন কি?
ইহা ইনডোর ও আউটডোর টাওয়ার নিয়ে বেজ স্টেশন গঠিত হয়। বেজ স্টেশনগুলো একটি ওয়াইম্যাক্সের হাবের সাথে যুক্ত থেকে নেটওয়ার্ক তৈরি করে এবং ইন্টারনেট সার্ভিস দেয়।ওয়াইম্যাক্স রিসিভার কি?
ওয়াইম্যাক্স রিসিভারের সঙ্গে একটি এন্টেনা থাকে। এবং একে কম্পিউটারের সাথে সংযুক্ত করে দিতে হয়। এটির ওয়ারলেস নেটওয়ার্ক কভারেজ এরিয়া ১০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে।খুব অল্পসংখ্যক টাওয়ার স্থাপন করে বহু দূর পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলেও এর মাধ্যমে ইন্টারনেটে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
ওয়াইম্যাক্স এর বৈশিষ্ট্য?
- ওয়াইম্যাক্স ২.০ - ৬৬ ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এর ফ্রিকুয়েন্সি রেঞ্জ ২ GHz থেকে ১১ GHz পর্যন্ত Non Line of Sight এর জন্য ১০ GHz থেকে ৬৬ GHz পর্যন্ত Line of Sight এর জন্য ব্যবহার করা হয়।
- ডেটা স্থানান্তরের গতি ৮০ Mbps থেকে ১ Gbps পর্যন্ত হয়।
- কার্যক্ষমতা ১০ থেকে ৬০ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।
- শক্তিশালী এনক্রিপশন থাকায় ডেটা নিরাপত্তা বেশি থাকে।
- Time Division Duplexing (TDD) এবং Frequency Division Duplexing (FDD) সমর্থন করে।
- ওয়াইম্যাক্স এর একটি মাত্র IEEE স্ট্যান্ডার্ড রয়েছে। তা হল (802.16)।
- প্রতিটি বেস স্টেশনের কভারেজ এরিয়া ৩০ মাইল বা ৫০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে।
- WMAN (Wireless MAN) এবং WWAN (Wireless WAN) তৈরিতে এটি ব্যবহার করা হয়।
- ওয়াইম্যাক্স নেটওয়ার্কের ব্যান্ডউইথ 30 Mbps থেকে 75 Mbps হয়।
ওয়াইম্যাক্সের মাধ্যমে প্রাপ্ত সার্ভিসসমূহ?
ওয়াইম্যাক্সের মাধ্যমে যেসব সেবা পাওয়া যায়। তাহলঃ- ওয়াইফাই এর হটস্পট
- মোবাইল টেলিফোন সার্ভিস এবং মোবাইল ডেটা টিভি
- মোবাইল ইমার্জেন্সি রেসপন্স সার্ভিস এবং ফাইবার অপটিক ক্যাবলের বিকল্প পন্থা হিসেবে ব্যবহার করা যায়।
- ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপিটিভি)।
- ভয়েচ ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি)।
ওয়াইম্যাক্স এর ব্যবহার?
ল্যান্ড টেলিফোন, স্যাটেলাইট টেলিভিশনের ব্যাকআপ/রিডানডেন্ট/বাইপাস লাইন হিসাবে ওয়াইম্যাক্সের ব্যবহার করা হয়। ক্ষুদ্র ক্ষুদ্র WMAN (Wireless MAN) কে একত্র করে এবং WWAN (Wireless WAN) এ পরিণত করতে ওয়াইম্যাক্স এর ব্যবহার রয়েছে।বিশেষ করে উচ্চগতির তারবিহীন ইন্টারনেটে ব্রন্ডব্যান্ড সংযোগ পেতে ওয়াইম্যাক্সের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ওয়াইম্যাক্স এর সুবিধা?
- প্রত্যন্ত অঞ্চলে সেবা পাওয়া যায়।
- এই নেটওয়ার্ক বাস্তবায়ন অনেক দ্রুত সময়ে করা সম্ভব।
- তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাকসেস করা যায়।
- একক একটি বেজ স্টেশনের মাধ্যমে হাজার হাজার ব্যবহারকারীকে ইন্টারনেট সেবা প্রদান করা যায়।
- অন্যান্য নেটওয়ার্কের তুলনায় খরচ হয়।
- স্থির ডিভাইসের ক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট ১ Gbps পর্যন্ত হতে পারে।
- বহনযোগ্য ডিভাইসে সংযোগ প্রদান করা যায়।
- নিরাপদ ইন্টারনেট সংযোগ সুবিধা প্রদান করা যায়।
- দ্রতগতির ইন্টারনেট সুবিধার পাশাপাশি ডেটা ট্রান্সফারিং, টেলিফোন সার্ভিস, ভিডিও স্ট্রিমিং ইত্যাদি সুবিধা প্রদান করে থাকে।
- ওয়াইম্যাক্সের মাধ্যমে ওয়াই ফাই হটস্পটে ইন্টারনেট সেবা দেয়া যায়।
- প্রতিটি বেস স্টেশন একই সাথে শতাধিক ব্যবহারকারীকে সেবা প্রদান করতে পারে।
ওয়াইম্যাক্স এর অসুবিধা?
- বেশি বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়।
- অন্যান্য ওয়্যারলেস যন্ত্রপাতিতে বাধার সৃষ্টি করে।
- বাস্তবায়ন ও পরিচালনা খুব ব্যয়বহুল।
- অনেক ব্যবহারকারী একই সময়ে ইন্টারনেট অ্যাকসেসের চেষ্টা করলে মারাত্মক ট্রাফিকের সমস্যা দেখা দেয়।
- এবং ব্যান্ডউইথ কমে যায়।
- ডেটা রেট অত্যন্ত ধীরগতি।
- এ নেটওয়ার্ক ব্যবহারের জন্য কতৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয়।
- অধিক দূরত্বে সংযোগ দেওয়া জন্য লাইন অফ সাইট এর প্রয়োজন হয়।
- খারাপ আবহাওয়া যেমন ঝড় বৃষ্টির কারণে এর সিগন্যালে বিঘ্ন ঘটতে পারে।
- টাওয়ারের কাছে ডেটা ট্রান্সফার রেট বেশি হলেও কভারেজ সীমানা প্রান্তে গতি কমে প্রায় ১০ Mbps হয়।