Wifi access point কি | ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট এবং ওয়াই-ফাই হটস্পটের মধ্যে পার্থক্য

ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট বা WAP কম্পিউটার নেটওয়ার্কিং-এ এমন একটি অ্যাক্সেস পয়েন্ট যা একটি নেটওয়ার্কিং হার্ডওয়্যার ডিভাইস যা অন্যান্য ওয়াই-ফাই ডিভাইসগুলোকে একটি তারযুক্ত নেটওয়ার্কের সাথে সংযোগ করতে সাহায্য করে।
ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট
ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট

ইহা একটি স্বতন্ত্র ডিভাইস হিসাবে, অ্যাকসেস পয়েন্টের একটি রাউটারের সাথে একটি তারযুক্ত সংযোগ থাকতে পারে, তবে একটি বেতার রাউটারে, এটি রাউটারের একটি অবিচ্ছেদ্য উপাদানও হতে পারে।

ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট এবং ওয়াই-ফাই হটস্পটের মধ্যে পার্থক্য?

ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট এবং ওয়াই-ফাই হটস্পট সম্পূর্ণ আলাদা দুটি জিনিস যদিও আপাত দৃষ্টিতে এ দুটি একই জিনিস বলে মনে হয়। ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট হল একটি হার্ডওয়্যার ডিভাইস, যাকে সাধারণতভাবে রাউটার বলা হয়। 

বর্তমানে অনেক ডিভাইসগুলোতে বিল্ট-ইনভাবে রাউটারের সুবিধা পাওয়া যায়। অর্থাৎ এরা যেমন পৃথকভাবে রাউটারের সাথে সংযুক্ত হতে পারে তেমনি আবার এদের নিজেরাও এক একটি রাউটার হিসেবে ব্যবহৃত হতে পারে। 

ওয়াই-ফাই হটস্পট হল একটি নির্দিষ্ট ফিজিক্যাল এড্রেস লোকেশন যে অংশের মধ্যে ক্যাবল লাইন দিয়ে যুক্ত রাউটারের মাধ্যমে প্রাপ্ত নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করা যাবে।

অর্থাৎ রাউটার নিজেই একটি হটস্পট তৈরি করে যার আওতার মধ্যে থাকা সকল ওয়াই-ফাই এনবল ডিভাইসগুলো নেটওয়ার্ক বা ইন্টারনেট এক্সেস পেতে পারে। 

হটস্পটের সাথে ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্টের আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্টের প্রয়োজন পড়বে তখনই যখন তারযুক্ত ডিভাইসের নেটওয়ার্কে (ওয়াই-ফাই) সুবিধাসমৃদ্ধ ডিভাইসে শেয়ার করার প্রয়োজন পড়ে।

কিন্তু যদি এমন হয় যে ওয়াই-ফাই ডিভাইস গুলো তারবিহীন নেটওয়ার্কেও (ওয়াই-ফাই) সুবিধাসমৃদ্ধ ডিভাইসে শেয়ার করার প্রয়োজন পড়ে। কিন্তু যদি এমন হয় যে ওয়াই-ফাই ডিভাইসগুলো তারবিহীন কোন ইন্টারনেট নেটওয়ার্কের সাথে সংযুক্ত রয়েছে। 

যেমনঃ মোবাইল নেটওয়ার্ক সেক্ষেত্রে ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্টের সহায়তা ছাড়াই এই ডিভাইসগুলো আরও অন্যান্য ওয়াই-ফাই সাপোর্টেড ডিভাইসগুলোর নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে। 

এক্ষেত্রে ঐ ডিভাইসটি নিজেই রাউটারের ন্যায় কাজ করে ওয়াই ফাই হটস্পট তৈরি করে এবং বিভিন্ন ওয়াই ফাই ডিভাইস ঐ হটস্পটে সংযুক্ত হতে পারে। এটিকে Portable hotspot tethering বলে। 

যে কেউ তার মোবাইলও এরকম মোবাইল হটস্পট তৈরি করতে পারে এবং নিজের বাড়িতে খুব সহজেই ওয়াই-ফাই নেটওয়ার্ক সেটআপ করতে পারে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন