রোবট আসিমো কি

আসিমো হল একটি মানবসদৃশ রোবোট৷ জাপানের মটর নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা ২০০০ সালে সর্বপ্রথম এটি নির্মাণ করে৷ আসিমো নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল মানুষের মতো তৈরি করে মানুষকে সাহায্য করা। 

রোবট আসিমো
রোবট আসিমো

আসিমোর ইংরেজি প্রতিলিপি হচ্ছে Asimo যার পূর্ণরূপ হচ্ছে (Advanced step in innovative mobility)।মানুষের মতো দেখতে এই রোবোটটির উচ্চতা ৪ ফিট ৩ ইঞ্চি ও ওজন হচ্ছে ১১৯ পাউন্ড৷ আসিমো প্রতি ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে দৌঁড়াতে পারে৷
Next Post Previous Post