আসিমো হল একটি মানবসদৃশ রোবোট৷ জাপানের মটর নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা ২০০০ সালে সর্বপ্রথম এটি নির্মাণ করে৷ আসিমো নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল মানুষের মতো তৈরি করে মানুষকে সাহায্য করা।
রোবট আসিমো |
আসিমোর ইংরেজি প্রতিলিপি হচ্ছে Asimo যার পূর্ণরূপ হচ্ছে (Advanced step in innovative mobility)।মানুষের মতো দেখতে এই রোবোটটির উচ্চতা ৪ ফিট ৩ ইঞ্চি ও ওজন হচ্ছে ১১৯ পাউন্ড৷ আসিমো প্রতি ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে দৌঁড়াতে পারে৷