সুডো (Pseudo) গ্রিক শব্দ। সুডো শব্দের অর্থ হচ্ছে ছদ্ম বা যা সত্য নয়। প্রোগ্রামাররা অনেক সময় প্রোগ্রামের জন্য যে কোড লেখা হবে তার একটি খসড়া টেক্সট ভার্সন তৈরি করেন, এটি দেখতে অনেকটা প্রোগ্রামিং কোডের মতো হলেও আসল কোড নয়।
সুডোকোড |
প্রোগ্রামের ধরণ ও কার্যাবলী তুলে ধরার জন্য কিছুসংখ্যক নির্দেশক বা স্টেটমেন্টের সমাহরকেই সুডোকোড বলা হয়। সুডোকোড কোন প্রোগ্রামের নিয়ম মেনে চলে না। সুডোকোড থেকে প্রথমে অ্যালগরিদম ও পরে প্রোগ্রাম রচনা করা সহজ হয়। একে অনেক সময় অ্যালগরিদমের র্বিকল্প বলা হয়।