প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি

বিভিন্ন সময়ে বিভিন্ন উচ্চস্তরের প্রোগ্রাম ভাষা চালু হয়েছে এবং দিন দিন এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এগুলোর কোনটি বর্তমানে চালু আছে, কোনটি বা বিলুপ্ত হয়েছে। আবার কোনটির ব্যবহার নেই বললেই চলে।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

বর্তমান সময়ে প্রচলিত কয়েকটি উচ্চ স্তরের ভাষা হচ্ছে ভিজুয়্যাল বেসিক, কোবল, ফোরট্রান, প্যাস্কেল, সি, সি++, জাভা ইত্যাদি।

কয়েকটি জনপ্রিয় উচ্চস্তরের প্রোগ্রাম ভাষা?


ভাষার নামঃ FORTRAN

  • বছরঃ ১৯৫৭
  • উদ্ভাবকঃ আইবিএম
  • প্রয়োগক্ষেত্রঃ বিজ্ঞান/প্রকৌশল

ভাষার নামঃ LISP

  • বছরঃ ১৯৫৯
  • উদ্ভাবকঃ এম আইটি, যুক্তরাষ্ট্র
  • প্রয়োগক্ষেত্রঃ কৃত্রিম বুদ্ধিমত্তা

ভাষার নামঃ APL

  • বছরঃ ১৯৬০
  • উদ্ভাবকঃ আইবিএম
  • প্রয়োগক্ষেত্রঃ বিজ্ঞান/প্রকৌশল

ভাষার নামঃ ALGOL

  • বছরঃ ১৯৫৮
  • উদ্ভাবকঃ ইন্টারন্যাশনাল গ্রুপ
  • প্রয়োগক্ষেত্রঃ বিজ্ঞান/প্রকৌশল

ভাষার নামঃ COBOL

  • বছরঃ ১৯৬১
  • উদ্ভাবকঃ ইউএস সামরিক বিভাগ
  • প্রয়োগক্ষেত্রঃ বিজ্ঞান/প্রকৌশল

ভাষার নামঃ BASIC

  • বছরঃ ১৯৬৪
  • উদ্ভাবকঃ ডার্টমথ কলেজ
  • প্রয়োগক্ষেত্রঃ প্রকৌশল/বিজ্ঞান/ব্যবসায়/শিক্ষা

ভাষার নামঃ PASCAl

  • বছরঃ ১৯৭০
  • উদ্ভাবকঃ ফেডারেল ইন্সটিটিউট অব টেকনোলজি, সুইজারল্যান্ড
  • প্রয়োগক্ষেত্রঃ সাধারণ

ভাষার নামঃ ADA

  • বছরঃ ১৯৭৫
  • উদ্ভাবকঃ ইউএস সামরিক বিভাগ
  • প্রয়োগক্ষেত্রঃ সাধারণ

ভাষার নামঃ C

  • বছরঃ ১৯৭৩
  • উদ্ভাবকঃ বেল ল্যাবরেটরি
  • প্রয়োগক্ষেত্রঃ সাধারণ
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন