ড.ই.এফ.কড (Dr. E. F. Codd) এর সুদীর্ঘ গবেষণার ফল ওরাকল। সি এবং জাভা ল্যাংগুয়েজ এর সমন্বয়ে ওরাকল ডেভেলপ করা হয়েছে। ওরাকল সিস্টেম ডেটাবেজ কারনেলের সঙ্গে কানেক্ট করতে নন প্রসিডিউরাল এসকিউএল বা স্ট্রাকচারড কুয়েরি ল্যাংগুয়েজ ব্যবহার করছে।
ওরাকল |
ওরাকল বর্তমান বিশ্বে নেটওয়ার্ক বেসড ডেটাবেজ প্রোগ্রাম হিসাবে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। যার ফলে ডেটাবেজ প্রোগ্রাম হিসেবে ওরাকল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ওরাকলের প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত মজবুত।
তাছাড়া এর সিকিউরিটি সিস্টেম বা নিরাপত্তা ব্যবস্থা খুবই শক্তিশালী। বর্তমানে ওরাকল ডেটাবেজ ডেভেলপারগণের নিকট একটি আদর্শ ডেটাবেজ প্রোগ্রাম হিসেবে বিবেচিত।
ওরাকল একটি রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (Relational database management System) সংক্ষেপে RDBMS প্রোগ্রাম। বিশ্বের রিলেশনাল ডেটাবেজ এখন স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়িয়েছে। RDBMS ডেটাবেজ প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
ড.ই.এফ.কড তার সুদীর্ঘ গবেষণার প্রস্তুতি হিসেবে RDBMS ১২টি রুল তৈরি করেছেন। এখন পর্যন্ত ওরাকল ডেটাবেস প্রোগ্রামে RDBMS এর সর্বাধিক রুলস প্রয়োগ করা যায়। RDBMS এর মূল বিষয়বস্তু হল ডেটাবেজের সকল ধরনের ডেটা একে অপরের সাথে পরস্পর সম্পর্কযুক্ত।