অপটিক্যাল ফাইবার কি | অপটিক্যাল ফাইবার কত প্রকার

অপটিক্যাল ফাইবার হল উচ্চগতিসম্পন্ন এক ধরণের তথ্য আদান প্রদানের মাধ্যম। যা মূলত কাঁচ বা প্লাস্টিকের তৈরি আলোর মাধ্যমে ডাটা ট্রান্সমিশনের কাজে ব্যবহার হয়।

অপটিক্যাল ফাইবারের গঠন?

অপটিক্যাল ফাইবারের তারগুলো অসংখ্য সূক্ষ্ম মানুষের চুলের মতো পাতলা ফাইবার দ্বারা গঠিত হয। অপটিক্যাল ফাইবার কেবল এ মূলত তিনটি স্তর রয়েছে। যার সব থেকে ভেতরের অংশটিকে কোর (Core) বলে।
অপটিক্যাল ফাইবার
অপটিক্যাল ফাইবার

আসলে Core হল একটি সূক্ষ্ম সুতোর মতো অংশ যার মধ্যে দিয়ে তথ্য, আলোক তরঙ্গের আকারে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়। আর এর ঠিক বাইরের স্তরটিকে ক্ল্যাডিং(Cladding) বলে। 

এটি সিলিকার একটি স্বচ্ছ স্তর, যার প্রতিসরণ সূচক Core এর চেয়ে বেশি হয়। ক্ল্যাডিং ও কোরের মধ্য দিয়ে যাওয়া আলোকে কেবেল এর বাইরে বেড়োতে বাধা দেয়। 

এর সব থেকে বাইরে তারের সুরক্ষার জন্য শেষে একটি শক্তিশালী প্লাস্টিকের আবরণ দেওয়া থাকে। এর পুরো গঠনটিকে সুরক্ষিত রাখার জন্য Plastic Jacket এর আবরন দেয়।

অপটিক্যাল ফাইবার কত প্রকার ও কি?

অপটিক্যাল ফাইবার বর্তমান সময়ে বহুল প্রচলিত একটি ফাইবার। তাই এর ব্যবহারের উপর, প্রতিসরাঙ্ক এর উপর ও আলোর প্রচারের পদ্ধতির উপর নির্ভর করে অপটিক্যাল ফাইবারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। 

ব্যবহারের উপর নির্ভর করে অপটিক্যাল ফাইবারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছেঃ
  • প্লাস্টিক অপটিক্যাল ফাইবার
  • গ্লাস অপটিক্যাল ফাইবার

প্লাস্টিক অপটিক্যাল ফাইবার কি?

ডাটা সংক্রমের উদ্দ্যেশ্যে উচ্চমানের প্লাস্টিক ব্যবহার করে যে অপটিক্যাল ফাইবার তৈরি করা হয় তাকে প্লাস্টিক অপটিক্যাল ফাইবার বলে।

গ্লাস অপটিক্যাল ফাইবার কি?

ডাটা ট্রান্সমিশনের উদ্দেশ্যে উচ্চমানের গ্লাস ব্যবহার করে যে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় তাকে গ্লাস অপটিক্যাল ফাইবার বলে। প্রতিসরণাঙ্ক এর উপর নির্ভর করে অপটিক্যাল ফাইবারকে দুই ভাগে ভাগ করা হয়েছেঃ
  •  Step Index Fibre
  •  Graded Index Fibre

Step Index Firbre কি?

রিফ্লেক্সান ও ইনডেক্স ফাইল এবং সিংগেল ইন্ডেক্স ইইউনিফর্ম এর সমন্বয়ে এটি গঠিত হয়।

Graded Index Fibre কি?

অপটিক্যাল ফাইবারের এই স্তরে রেডিক্যালের সংখ্যা হ্রাস পাওয়ার সাথে সাথে রিফ্লেক্সান ইন্ডেক্স হ্রাস পেতে থাকে। আর তাই আলোর প্রচারের পদ্ধতির উপর নির্ভর করে অপটিক্যাল ফাইবারকে দুইভাগে ব্যবহার করা হয়ঃ
  •  Single mode fibre
  •  Multimode fibre

Single mode fibre কি?

যে অপটিক্যাল ফাইবারে লেজার লাইটকে ব্যবহার করা হয় তাকে Single mode fibre বলে।

Multimode fibre কি?

একের অধিক লাইট যে স্ত্রী ডাটা ট্রান্সমিটার ক্ষেত্রে ব্যবহার করা হয় multimode fibre বলে। 

অপটিক্যাল ফাইবার জয়েন্ট মেশিনের দাম?

অপটিক্যাল ফাইবারের নিরাপত্তা ,বহনযোগ্যতা ও ব্যবহারের উপযোগিতার উপর নির্ভর করে অপটিক্যাল ফাইবার আজকাল সব ধরণের কাজে ছোট হউক বা বড় হউক ডাটা ট্রান্সমিটারের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

কিন্ত আপনি যদি আপনার প্রয়োজনের ক্ষেত্রে এই অপটিক্যাল ফাইবার জয়েন্ট মেশিন কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে থেকে এর দাম সম্পর্কে ধারণা থাকতে হবে। চলুন জেনে নেওয়া যাক অপটিক্যাল ফাইবারের দাম সম্পর্কেঃ
  • Splicer Machine dvp ৭৬০ lightweight ৫০০ গ্রাম, Altitude UsB এর দাম হল ৯৯,০০০ টাকা।
  • Shinho X-900 Fiber Splicer Auto-Adaptive Machine এর দাম হল ১২৫,০০০ টাকা।
  • AC-Net F-90X Optical Fiber Splicer Machine এর দাম হল ১১৪,০০০ টাকা।
  • AC NET F ৯০ X OPTICAL FIBRE SPLICER MACHINE এর দাম হল ১১৮,০০০ টাকা। 
  • Fiber Cleaver FC-6S Optical Splicer Mahine এর দাম হল ১২,০০০ টাকা।
  • Inno View3 Touch Screen Fusion Splicer Machine এর দাম হল ২২০,০০০ টাকা।
  • Optical Fiber Cleaver for AI-8C / AI-9 Cutter এর দাম হল ১১,৫০০ টাকা।
  • AI-8C FTTH Fiber Optic Splicing Machine এর দাম হল ৯২,০০০ টাকা।
  • AC-Net F-90X Splicer Machine এর দাম হল ১১৫,০০০ টাকা।
  • AI-9 Optical Fiber Fusion Splicer Machine দাম হল ৯৫,০০০ টাকা।
  • Electrode for Signal Fire Ai-7C / Ai-8C / Ai-9 দাম হল ৬,০০০ টাকা।
  • Fully Automatic DVP-760 Light Weight Splicer Machine এর দাম হল ১০০,৫০০ টাকা।

অপটিক্যাল ফাইবার কোথায় অবস্থান করে থাকে?

অপটিক্যাল ফাইবার সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে।

অপটিক্যাল ফাইবার কিভাবে সংকেত প্রেরণ করে থাকে?

অপটিক্যাল ফাইবার আলোর মাধ্যমে সংকেত প্রেরণ করে থাকে।

অপটিক্যাল ফাইবার কিসের মাধ্যমে তথ্য প্রেরণ করে থাকে?

অপটিক্যাল ফাইবার সংকেতের মাধ্যমে তথ্য প্রেরণ করে থাকে।

অপটিক্যাল ফাইবার কোথায় বেশি ব্যবহার করা হয়?

অপটিক্যাল ফাইবার ইন্টারনেট সংযোগ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনের কাজে ব্যবহার করা হয়। 

অপটিক্যাল ফাইবার ও স্যাটেলাইটের মধ্যে পার্থক্য?

অপটিক্যাল ফাইবার

  • বিভিন্ন ধরণের প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে সিগন্যাল পেতে অপটিক্যাল ফাইবারে এই ধরণের কোন ঝামেলা পোহাতে হয় না।
  • একটি তারযুক্ত যোগাযোগ মাধ্যম হল অপটিক্যাল ফাইবার।
  • অপটিক্যাল ফাইবার বেশ গতিসম্পন্ন হয়। 
  • অপটিক্যাল ফাইবারে তথ্য প্রেরনের ক্ষেত্রে সংকেত বা আলোকে ব্যবহার করা হয়।
  • অপটিক্যাল ফাইবার সমুদ্র পৃষ্ঠে অবস্থান করে।

স্যাটেলাইট

  •  বিভিন্ন ধরণের প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে স্যাটেলাইটের সিগন্যাল পেতে বেশ ভোগান্তি হয়ে থাকে।
  • একটি বহুল পরিচিত তারবিহীন যোগাযোগ মাধ্যমে হল স্যাটেলাইট।
  • কিছুটা কম গতিসম্পন্ন হয়ে থাকে স্যাটেলাইট।
  • স্যাটেলাইটে তথ্যপ্রেরণের ক্ষেত্রে মাইক্রোওয়েভ তরঙ্গকে বেচে নেওয়া হয়।
  • স্যাটেলাইট পৃথিবী থেকে দূর মহাশূন্যের অবস্থান করে। 

অপটিক্যাল ফাইবারের ব্যবহার?

এর মাধ্যমে দ্রুত গতিতে তথ্য বা ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সম্ভব হয়েছে। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে ইন্টারনেটের মসৃণ অপারেশনে। মহাসাগরের মধ্যে বিছানো অপটিক্যাল ফাইবার তারগুলো সকল মহাদেশকে একত্রে সংযুক্ত করে থাকে। 

এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে, প্রতিরক্ষা ক্ষেত্রে, টেলিকম খাতে ও ক্যাবল টিভি ইত্যাদিতে অপটিক্যাল ফাইবার ক্যাবল ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবারের আরও কিছু ব্যবহারঃ
  •  যোগাযোগ
  •  সরল ব্যবহার 
  •  চিকিৎসা

যোগাযোগ

টেলিফোন ট্রান্সমিশন পদ্ধতিতে ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবার সাধারণত লাইট পালস এর আকারে সিগন্যাল প্রেরণ করে। আর এই প্রযুক্তি অনেকটা কোক্সিয়াল ক্যাবলের মতোই হয়।

তবে অপটিক্যাল ফাইবার এর মাধ্যমে এক যোগে হাজার হাজার কথোপকথন সহজে পরিচালনা করতে পারে।

সরল ব্যবহার

অপটিক্যাল ফাইবারের সহজতম প্রয়োগ হচ্ছে এমন জায়গায় আলো পৌঁছানো যেখানে অন্য কোন যন্ত্র পৌছাতে পারে না। 

চিকিৎসা

অপটিক্যাল ফাইবারের ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে নতুন দিক খুলে দিয়েছে। অপটিক্যাল ফাইবার অত্যন্ত পাতলা ও নমনীয় হওয়ায় রক্তনালী, ফুসফুস ও শরীরের অন্যান্য ফাঁপা অংশে প্রবেশের জন্য উপযুক্ত হয়।

অপটিক্যাল ফাইবারগুলো বেশ কয়েকটি যন্ত্রে ব্যবহার করা হয় যা ডাক্তারদের অস্ত্রোপচার না করেই শরীরের অভ্যন্তরীণ অংশগুলো দেখতে সাহায্য করে থাকে।

অপটিক্যাল ফাইবারের সুবিধা?

  • আলাের গতিতে ডেটা স্থানান্তরিত হয় ও অপেক্ষাকৃত দ্রুত গতি সম্পন্ন।
  • উচ্চ ব্যান্ডউইডথ সম্পন্ন হয়।
  • নির্ভুল ডেটা আদান-প্রদান করে থাকে।
  • পরিবেশের তাপ-চাপ ইত্যাদি দ্বারা তেমন প্রভাবিত হয় না।
  • আকারে ছােট, ওজন অত্যন্ত কম ও সহজে পরিবহনযােগ্য হয়।
  • বিদ্যুৎ চৌম্বক প্রভাব (Electro Magnetic Interference - EMI) বা ইএমআই (EMI) হতে মুক্ত হয়। 
  • কারণ হল অপটিক্যাল ফাইবার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না বিধায় চৌম্বক ক্ষেত্র তেমন কোন প্রভাব বিস্তার করতে পারে না।
  • সঠিকভাবে ডেটা স্থানান্তর কিংবা চলাচলের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থানে কোনা বাধা প্রদান করতে পারে না।
  • শক্তির ক্ষয় কম করে।
  • ডেটা সংরক্ষণের নিরাপত্তা এবং গােপনীয়তা বেশি হয়।
  • রিপিটার অনেক দুরে দুরে স্থাপন করতে হয় না।

অপটিক্যাল ফাইবারের অসুবিধা?

  • ফাইবার অপটিক ক্যাবল ইনস্টল করা বেশ কঠিন হয়।
  • একে প্রয়ােজনমতাে তেমন বাঁকানাে যায় না বলে ইনস্টলেশন করা বেশ কঠিন হয়ে পড়ে।
  • অন্যান্য ক্যাবলের চেয়ে এর দাম খুবই বেশি হয়।
  • অপটিক্যাল ফাইবার স্থাপন ও রক্ষণাবেক্ষণ করার জন্য দক্ষ এবং কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল প্রয়ােজন হয়।
  • ফাইবার অপটিক ক্যাবলকে সহজে স্লাইস কিংবা টুকরাে করা যায় না।
  • এর স্লাইসিংএর জন্য প্রয়োজন পড়ে ইলেকট্রিক ফিউশন বা কেমিক্যাল এপােক্সি।
পরিশেষে বলা যায় অপটিক্যাল ফাইবার বর্তমানে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছে। অদূর ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করতে পারি।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন