মধ্যম স্তরের ভাষা কি?
কম্পিউটার দিয়ে আরো বেশি কাজ করানোর জন্য মধ্যম স্তরের ভাষার উদ্ভব হয়। এ ভাষার সাহায্যে নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায়।মধ্যম স্তরের ভাষা |
মধ্যম স্তরের ভাষা হলো এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা যেকোন ধরনের কম্পিউটারে নির্বাহ করা সম্ভব। যেমনঃ C, C++, FORTH, PASCAL, Macro-assemble, Java ইত্যাদি।
১৯৬০ সালের দিকে এ ভাষার উদ্ভব হয়। নিম্নস্তরের ভাষা প্রোগ্রামারদের বোঝা কঠিন ছিল বলে মধ্যমস্তরের ভাষা ব্যবহৃত হয় মধ্যম স্তরের ভাষা ব্যবহৃত হয়।
মধ্যম স্তরের ভাষার সুবিধা?
- এ ভাষায় লিখিত প্রোগ্রাম বোঝা প্রোগ্রামারদের কাছে সহজসাধ্য। যেকোন ধরনের কম্পিউটার নির্বাহ করা সম্ভব।
- ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।
- একবার লিখিত প্রোগ্রাম পরবর্তীতে পরিবর্তন করা সহজ। ভুল সংশোধন করা সম্ভব।
মধ্যম স্তরের ভাষার অসুবিধা?
- অনুবাদক প্রোগ্রাম এর প্রয়োজন হয়।
- উচ্চতর ভাষার তুলনায় এ ভাষা কঠিন।
- এ ভাষা মেশিন সরাসরি বুঝতে পারে না।