FORTRAN এর পূর্ণরুপ কি?
ইংরেজি FORTRAN শব্দটির পূর্ণরুপ (Formula Translation)।ফোরট্রান |
ফোরট্রান কি?
গাণিতিক উপায়ে বৈজ্ঞানিক ও প্রকৌশলগত সমস্যা সমাধানের জন্য এ ভাষা খুবই উপযোগী। ১৯৫৭ সালে আইবিএম কোম্পানি এ ভাষা চালু করে। বর্তমানে এ ভাষার প্রচলন কমে এসেছে।অনেক পুরনো হলেও ফোরট্রানের প্রয়োজনীয়তা শেষ হয়নি। সাধারণ ব্যবহারকারীর চেয়ে সুপার কম্পিউটার ও হাই পারফর্মেন্স কম্পিউটিং এ ফোরট্রান ব্যবহার করা হয়।
কলেজ ইউনিভার্সিটি পুরনো শিক্ষকদের মুখেই ফোরট্রানের নাম শোনা যায়, কেননা এখন সি/সি++, জাভা, পাইথন ইত্যাদিতে প্রযুক্তি ভরপুর।
ফোরট্রান কিন্তু হাই ভেভেল ল্যাংগুয়েজ, পুরনো বলেই অ্যাসেম্বলির মতো লো লেভেল নয়। ১৯৫৩ সালে জন ডব্লিউ বেকুস (John W. Backus) IBM 704 মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহার করার জন্য এ ভাষাটি তৈরি করেন।