বাংলাদেশের প্রথম দিকের ই-সেবাসমূহের মধ্যে ই-পুর্জি অন্যতম। দেশের ১৫টি চিনিকলের সকল আখ চাষি এখন এসএমএসের মাধ্যমে পূর্জি তথ্য পাচ্ছে। পূর্জি হল চিনিকলসমূহে কখন আখ সরবরাহ করতে হবে সে জন্য আওতাধীন আখচাষীদের দেওয়া একটি অনুমতিপত্র।
ই-পুর্জি |
ফলে এসএমএসের মাধ্যমে আখ চাষিরা তাৎক্ষণিকভাবে পূর্জির তথ্য পাচ্ছে বলে এখন হয়রানি বা বিড়ম্বনার অবসান হয়েছে। তাছাড়া সময়মতো আখের সরবরাহ নিশ্চিত হওয়ায় চিনিকলের উৎপাদনও অনেক বেড়েছে।