ই-পুর্জি কি

বাংলাদেশের প্রথম দিকের ই-সেবাসমূহের মধ্যে ই-পুর্জি অন্যতম। দেশের ১৫টি চিনিকলের সকল আখ চাষি এখন এসএমএসের মাধ্যমে পূর্জি তথ্য পাচ্ছে। পূর্জি হল চিনিকলসমূহে কখন আখ সরবরাহ করতে হবে সে জন্য আওতাধীন আখচাষীদের দেওয়া একটি অনুমতিপত্র।
ই-পুর্জি
ই-পুর্জি

ফলে এসএমএসের মাধ্যমে আখ চাষিরা তাৎক্ষণিকভাবে পূর্জির তথ্য পাচ্ছে বলে এখন হয়রানি বা বিড়ম্বনার অবসান হয়েছে। তাছাড়া সময়মতো আখের সরবরাহ নিশ্চিত হওয়ায় চিনিকলের উৎপাদনও অনেক বেড়েছে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন