ডেটা কি?
Data শব্দটি ল্যাটিন শব্দ Datum এর বহুবচন৷ Datum অর্থ হচ্ছে তথ্যের উপাদান (an item of information)৷ তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত৷
প্রক্রিয়াকরণ করে তথ্যে পরিণত করার জন্য কম্পিউটারে ডেটা ইনপুট করা হয়৷ কম্পিউটার মূলত ডেটাকে প্রসেস করে তথ্যে (ইনফরমেশন) রূপান্তরিত করে৷
ডাটা |
যেমনঃ কোন একটি প্রতিষ্ঠানের কর্মীদের পে-রোল তৈরি করার জন্য তাদের নাম, পদবি, কোড নং, মূল বেতন ইত্যাদি হল ডেটা৷ ডেটা বিভিন্ন ভাষার প্রতীক, যেমনঃ অ, ক, A, B, f, ১, ৩ ইত্যাদি অথবা কোন ছবি বা অন্য যেকোন কিছু হতে পারে৷
আর এ প্রতীকগুলোকে কম্পিউটারে বুঝার উপযোগী করার জন্য কম্পিউটারের ভাষায় বা মেশিন কোডে রূপান্তরের ব্যবস্থা থাকে৷
ইনফরমেশন কি?
সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল যে ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বা ইনফরমেশন বলে৷ তথ্য বিভিন্ন ধরনের হতে পারে৷ইনফরমেশন |
যেমনঃ নম্বরভিত্তিক ফলাফল, ব্যবসায়িক রিপোর্ট, বৈজ্ঞানিক গবেষণার ফলাফল ইত্যাদি৷ ডেটা একটি একক ধারণা এবং তথ্য সমন্বিত ধারণা৷
ডেটা ও ইনফরমেশন এর মধ্যে পার্থক্য?
ডেটা বা উপাত্ত
- তথ্যের ক্ষুদ্রতম একককে ডেটা বলা হয়৷
- ডেটা হচ্ছে একক ধারণা।
- সকল ডেটাই তথ্য নয়৷
- এটি প্রসেসেন পূর্বের অবহ৷
- ডেটা সরাসরি ব্যবহার করা যায় না৷
- ডেটা দ্বারা যে কোন বিষয়ে পুরোপুরি ভাবার্থ প্রকাশ পায় না।
- একজন ছাত্রের নাম, রোল, ঠিকানা নম্বর হচ্ছে ডেটা৷
- ডেটা সাধারণত সাজানো থাকে না৷
ইনফরমেশন বা তথ্য
- ডেটার প্রক্রিয়াকরণ করে অর্থবহ ফলাফলকে তথ্য বলা হয়৷
- তথ্য হচ্ছে সমন্বিত ধারণা৷
- সকল তথ্যই ডেটা৷
- এটি প্রসেসর পরের অবস্থা৷
- তথ্য সরাসরি ব্যবহার করা যায়৷
- তথ্য দ্বারা যে কোন বিষয়ের ভাব প্রকাশ পায় যা সকলে বুঝতে পারে৷
- ছাত্রদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি ফলাফল হচ্ছে তথ্য৷
- তথ্য সব সময় সাজানো থাকে৷
ডেটা কত প্রকার ও কি কি?
ডেটা প্রধানত তিন প্রকারঃ- নিউমেরিক ডেটা
- বুলিয়ান ডেটা এবং
- নন নিউমেরিক ডেটা
নিউমেরিক ডেটা
নিউমেরিক অর্থ হচ্ছে অঙ্ক৷ অঙ্ক দিয়ে তৈরি হয় সংখ্যা৷ যে সকল ডেটা দ্বারা কোন পরিমাণ বা সংখ্যা বুঝানো হয় তাই নিউমেরিক ডেটা৷ পরিমাণ দুই রকম হতে পারে৷ যথা পূর্ণ এবং ভগ্নাংশ৷ তাই নিউমেরিক ডেটাও দুই প্রকারঃ- পূর্ণ নিউমেরিক ডেটা
- ভগ্নাংশ নিউমেরিক ডেটা
বুলিয়ান ডেটা কি?
বুলিয়ান ডেটার দুইটি রূপ থাকে৷ যথা সত্য এবং মিথ্যা৷ সাধারণত কোন নির্দিষ্ট অবস্থার সত্য বা মিথ্যা অবস্থা বুঝবার জন্য বুলিয়ান ডেটা ব্যবহার করা হয়৷নন নিউমেরিক ডেটা কি?
বুলিয়ান ডেটা ও নিউমেরিক ডেটা ব্যতীত অন্য যেসব ডেটা আছে তাদের নন নিউমেরিক ডেটা বলে৷ যেমনঃ কোন ইমেজ, শব্দ, অক্ষর, বাক্য, কোন কিছুর নাম ইত্যাদি অনেক কিছুই হতে পারে৷নন নিউমেরিক ডেটাগুলোকে আবার প্রধান তিন শ্রেণিতে ভাগ করা হয়ঃ
- ক্যারেক্টার
- স্ট্রিং
- অবজেক্ট
ক্যারেক্টার
যেকোন অক্ষর প্রতীক ক্যারেক্টার টাইপের ডেটার উদাহরণ৷ যেমনঃ A, ক, খ, b ইত্যাদি বিভিন্ন ক্যারেক্টার টাইপের ডেটার উদাহরণ৷স্ট্রিং
স্ট্রিং এর ধারণা একটু ব্যাপক৷ একাধিক ক্যারেক্টারের সমন্বয়ে স্ট্রিং গঠিত হতে পারে৷ যেমনঃ Book একটা স্ট্রিং৷ আবার অণু, কিরণ, সৈয়দপুর নামগুলোও এক একটি স্ট্রিং৷অবজেক্ট
আক্ষরিক অর্থে অবজেক্ট মানে হচ্ছে বস্তু৷ তবে অবজেক্ট ডেটা টাইপটি সামষ্টিক অর্থে ব্যবহৃক হয়৷ এখানে অবজেক্ট হতে পারে অনেক কিছু৷ যেমন অংশ৷আবার কোন ইনফরমেশন সিস্টেমের একটি সামগ্রিক পদ্ধতিও অবজেক্ট হতে পারে৷ আধুনিক ইনফরমেশন সিস্টেম অবজেক্ট একটি গুরুত্বপূর্ণ ডেটা টাইপ৷