সাইবার থেফট কি | সাইবার থেফট কত প্রকার ও কি কি

সাইবার থেফট কি?

অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য কিংবা অন্যান্য অবৈধ ব্যবহারের জন্য কম্পিউটার ব্যবহার করে ব্যবসায়িক এবং অথবা ব্যক্তিগত তথ্যাদি চুরি করাই হল সাইবার থেফট।

সাইবার থেফট
সাইবার থেফট

সাইবার থেফট কত প্রকার ও কি কি?

সাইবার থেফট দুই ধরনের হয়। এগুলো হলঃ
  • ডেটা থেফট (Data Theft)
  • আইডেন্টিটি থেফট (Identify Theft)
Next Post Previous Post