ব্রডব্যান্ড কি | ব্রডব্যান্ড ইন্টারনেট কত প্রকার

উচ্চগতিসম্পন্ন ডেটা স্থানান্তর প্রক্রিয়ায় ব্রডব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে৷ ব্রডব্যান্ডে বিস্তৃত ব্যান্ডউইথ এবং অধিক তথ্য বহনের ক্ষমতা থাকে৷ এ ব্যান্ডের গতি 1 mbps (মেগাবিট/সেকেন্ড) বা এর চেয়ে বেশি হয়ে থাকে।
ব্রডব্যান্ড
ব্রডব্যান্ড

সাধারণত ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বা ডিএসএল, রেডিওলিঙ্ক, অপটিক্যাল ফাইবার মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা স্থানান্তরে এ ব্যান্ড ব্যবহার করা হয়৷ 

ডেটা কমিউনিকেশন স্পিডের তারতম্যের ফলে বিভিন্ন ব্যান্ডের উদ্ভব হয়৷ আর এসব ব্যান্ড আবার বিভিন্ন গতিসম্পন্ন বিভিন্ন প্রযুক্তিতে ডেটা স্থানান্তরে ব্যবহার হয়৷ 

ব্রডব্যান্ড ইন্টারনেট কি?

ব্রডব্যান্ড ইন্টারনেট হল উচ্চগতির ইন্টারনেট কানেকশন৷ ব্যবহারকারীর অবস্থা, মূল্য, এটি টেলিফোন নাকি ওয়্যারলেস মিডিয়া কার সাথে সংযুক্ত এসব ফ্যাক্টরের উপর ভিত্তি করে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন কয়েক রকম হতে পারে৷ 

ব্রডব্যান্ড ইন্টারনেট কত প্রকার?

ব্রডব্যান্ড ইন্টারনেট পাঁচ প্রকারঃ
  • ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন (DSL)
  • ক্যাবল মডেম (Ceble Modem)
  • ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন (BPL)
  • ওয়্যারলেস (Wireless)
  • স্যাটেলাইট (Satellite)

ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন কি?

এটি একটি তারভিত্তিক ট্রান্সমিশন প্রযুক্তি যা ট্র্যাডিশনাল টেলিফোন লাইনের ভেতর দিয়ে দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে৷ এর ব্যান্ডউইথ ১০ কেবিপিএস থেকে মিলিয়ন এমবিপিএস পর্যন্ত হতে পারে৷ 

সাধারণত ☎ এর লাইন আছে এমন বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে ডিএসএল ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করা হয়৷ এর ডেটা ট্রান্সফার স্পিড উৎস থেকে গন্তব্যের দূরত্বের উপর নির্ভর করে থাকে৷

ক্যাবল মডেম কি?

ডিশ কানেকশন দেয়া কো-অক্সিয়াল ক্যাবলের মাধ্যমে ব্রডব্যান্ড কানেকশন দেয়াকে ক্যাবল মডেম ব্রডব্যান্ড কানেকশন বলা হয়৷ সাধারণত ক্যাবল টিভি অপারেটরগণ এ ধরনের কানেকশন প্রোভাইড করে থাকেন৷

ফাইবার কি?

অপটিক্যাল ফাইবার ক্যাবল ব্যবহার করে দেয়া ইন্টারনেট কানেকশনকে ব্রডব্যান্ড ফাইবার কানেকশন বলে৷ অপটিক্যাল ফাইবার ক্যাবলের মধ্য দিয়ে ডেটা আলোর গতিতে চলাচল করে বিধায় সাধারণ ডিএসএল বা ক্যাবল মডেম কানেকশনের তুলনায় এই ব্রডব্যান্ড কানেকশনে ১০ থেকে ১০০ এমবিপিএস বেশি গতিতে ডেটা স্থানান্তর হয়ে থাকে৷ এটি অত্যন্ত ব্যয়বহুল একটি সার্ভিস৷

ব্রডব্যান্ড ওভার পাওয়ারলাইন কি?

হাই বা লো ভোল্টেজ বৈদ্যুতিক কানেকশনের মধ্য দিয়ে ব্রডব্যান্ড কানেকশন প্রদান করার সিস্টেমকে ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন বা BPL বলা হয়ে থাকে৷ এধরনের কানেকশন খুবই উপযোগী কেননা সর্বত্রই বৈদ্যুতিক লাইন পাওয়া যায়৷

তাই এর মাধ্যমে ব্রডব্যান্ডের জন্য নতুন কোন কানেকশন বা মাধ্যমে ইনস্টল না করেই সহজে ইন্টারনেট কানেকশন প্রদান করা যায়৷

ওয়্যারলেস কি?

তারবিহীন ব্রডব্যান্ড কানেকশনকে ওয়্যারলেস ব্রডব্যান্ড বলা হয়৷ এক্ষেত্রে সার্ভিস প্রোভাইডার এবং ব্যবহারকারীর মধ্যে রেডিওলিংকের মাধ্যমে ডেটা স্থানান্তররিত হয়ে থাকে৷

ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেকশন ফিক্সড বা মোবাইল উভয় রকমই হতে পারে৷ সাধারণত রিমোট এরিয়া এবং ঘনবসতিপূর্ণ অঞ্চলে এ কানেকশন বেশি ব্যবহৃত হয়ে থাকে৷

স্যাটেলাইট কি?

পৃথিবীরপৃষ্ঠের উপর ভূ-কক্ষপথে স্থাপিত স্যাটেলাইট যেভাবে টেলিফোনে এবং টেলিভিশন সার্ভিসের জন্য ডেটালিংক প্রদান করে ঠিক একইভাবে এটি ব্রডব্যান্ড কানেকশনের জন্যও লিংক প্রদান করে৷ এটি ওয়্যারলেস কানেকশনের বিকল্প একটি রূপ হিসেবে চিহ্নিত৷

যে সকল অঞ্চলে ফিজিক্যাল কানেকশন স্থাপন করা দুরূহ সেসব অঞ্চলে স্যাটেলাইট ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়ে থাকে৷

মোবাইল ব্রডব্যান্ড কি?

তারবিহীন মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তি একসেস করা হয়ে থাকে 3G/4G এবং এলাটিই (LTE) সক্রিয় স্মার্টফোন বা মোবাইল সিম সংযুক্ত মডেমের মাধ্যমে৷ এর স্পিড নির্ভর করে ডেটা ক্যারিয়ার ও ব্যবহারকারীর দূরত্বের উপর৷ 

সবচেয়ে দ্রুতগতির তারবিহীন প্রযুক্তি LTE ইন্টারনেট ব্রাউজিং বা ডাউনলোডিং/আপলোডিং এর ক্ষেত্রে সর্বোচ্চ 150Mbps পর্যন্ত স্পিড প্রদান করতে সক্ষম৷

ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের সুবিধা কি কি?

  • এ কানেকশনের সাহায্যে ইন্টারনেট থেকে ছবি, ভিডিও প্রভৃতি দ্রুত ডাউনলোড করা যায়৷ 
  • অনলাইন গেমিং কেবলমাত্র ব্রডব্যান্ড কানেকশন দ্বারাই সম্ভব হয়৷
  •  এর মাধ্যমে সর্বদা ইন্টারনেটে সংযুক্ত থাকা যায় বিধায় এটি খুইব সুবিধাজনক৷
  • ব্রডব্যান্ড ইন্টারনেটে আনলিমিটেড একসেস পাওয়া যায়৷
  • এর মাধ্যমে স্বল্পমূল্যের টেলিফোন বা ভিডিও ফোনের সেবা যেমন ভিওআইপি সেবা পাওয়া যায়৷
  • ব্রডব্যান্ড কানেকশন যে মাধ্যমে দিয়ে প্রদান করা হয় এটি সেই মাধ্যমের অন্যান্য ডেটা সার্ভিসকে প্রভাবিত করে না৷ 
  • ক্যাবল মডেম কানেকশন দিয়ে একই সাথে টিভি'র অনুষ্ঠান দেখা ও ইন্টারনেট ব্রাউজিং নির্বিঘ্নে করা যাবে৷
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন