বায়োমেট্রিক্স কি | বায়োমেট্রিক্স এর সুবিধা ও অসুবিধা

ধরা যাক একটি বড় প্রতিষ্ঠানের গেটে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লাগানো আছে৷ প্রতিষ্ঠানটিতে কারা কারা ঢুকতে পারবে আগে থেকেই তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কম্পিউটারে বিশেষ নিরাপত্তা সফটওয়্যারের ডেটাবেজে সংরক্ষিত করে রাখা আছে৷

গেটে আগত প্রবেশকারী তার আঙুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের বিশেষ স্থানে চাপ দেবে৷ ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয়ে তা কম্পিউটারে যাবে এবং কম্পিউটারে রক্ষিত ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলিয়ে দেখবে৷ 

বায়োমেট্রিক্স
বায়োমেট্রিক্স

আর যদি মিল পায় তাহলে ওকে সিগন্যাল আসবে এবং কম্পিউটারের সাথে ইন্টারফেস করা গেটটি খুলে যাবে৷ আর যদি না মিলে তাহলে গেট বন্ধ থাকবে৷ এখানে ফিঙ্গারপ্রিন্ট হল একটি রায়োলজিক্যাল ডেটা৷

ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ হল ইউনিক আইডেনটিটি৷ একজনের আঙুলের ছাপের সাথে আরেকজনের আঙুলের ছাপ মিলবে না৷ এখানে আঙুলের ছাপকে ব্যবহার করে কম্পিউটার সফটওয়্যার নির্ভর যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তা হল বায়োমেট্রিক্স পদ্ধতি৷ 

গ্রিক শব্দ (life) ও metric (to measure) থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স (Biometrics)৷ বায়োমেট্রিক্স হল বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান ও প্রযুক্তি৷ 

তথ্য প্রযুক্তিতে বায়োমেট্রিক্স সেই প্রযুক্তি যা মানুষের দেহের বৈশিষ্ট্য (যেমনঃ ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা এবং আইরিস কন্ঠস্বর চেহারা এবং হাতের মাপ ইত্যাদি) মেপে এবং বিশ্লেষণ করা বৈধতা নির্ণয় করে৷ 

কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহৃত হয়৷ আর এ পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষণ করে রাখা হয়। 

এবং পরবর্তীতে এসব ডেটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়৷ ডেটা মিল পেলে বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতি প্রাপ্ত হয়৷

বায়োমেট্রিক্স পদ্ধতি যেভাবে কাজ করে?

বায়োমেট্রিক্স পদ্ধতি সাধারণত নিচের চারটি ধাপে কাজ করেঃ
  • ক্যাপচার (Capture)
  • এক্সট্রাকশন (Extration)
  • কমপারিজন (Comparison)
  • ম্যাচিং (Matching) 

ক্যাপচার (Capture)

শরীরবৃত্তীয় বা বা আচরণগত যেকোন অদ্বিতীয় বৈশিষ্ট্যকে শুরুতেই স্যাম্পল হিসেবে গ্রহণ করা৷

এক্সট্রাকশন (Extration)

গ্রহণকৃত স্যাম্পলটিকে বিশ্লেষণ করা এবং টেম্পলেট তৈরি করে তা ডেটাবেজ হিসেবে সংরক্ষণ৷

কমপারিজন (Comparison)

নতুন প্রাপ্ত টেম্পলেটকে ডেটাবেজে সংরক্ষিত টেম্পলেটের সাথে তুলনা করা৷

ম্যাচিং (Matching)

নতুন স্যাম্পল থেকে এক্সট্রাক্টকৃত ডেটা সংরক্ষিত টেম্পলেটের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কি হচ্ছে না তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রদান৷

বায়োমেট্রিক্স সিস্টেমের উপাদান?

একটি বায়োমেট্রিক্স সিস্টেম সাধারণভাবে নিম্নোক্ত তিনটি উপাদান ব্যবহৃত হয়ে থাকেঃ
  • সেন্সর (Sensor)
  • কম্পিউটার (Computer)
  • সফটওয়্যার (Software)

সেন্সর (Sensor)

অদ্বিতীয় যে কোন বৈশিষ্ট্যে শনাক্ত করার জন্য সেন্সর ব্যবহৃত হয়ে থাকে৷

কম্পিউটার (Computer)

বিভিন্ন বায়োমেট্রিক্স তথ্য গঠন এবং সংরক্ষণের জন্য কম্পিউটার ব্যবহার করা হয়৷

সফটওয়্যার (Software)

বিভিন্ন শরীরবৃত্তীয় তথ্যসমূহ বিশ্লেষণ তথ্যসমূহকে গ্রাফ বা কোডে পরিণত করা এবং নিউমেরিক ডেটাসমূহের মধ্যে সঠিক তুলনা পরিচালনা করতে প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করা হয়৷

বায়োমেট্রিক্স কত প্রকার?

দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বায়োমেট্রিক্স পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারেঃ

দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতিঃ


মুখ (Face)

মুখ বা চেহারার বৈশিষ্ট্য বিশ্লেষণ করা৷ 

ফিঙ্গারপ্রিন্ট (Fingerpirnt)

প্রত্যেকের আলাদা একক বৈশিষ্ট্যপূর্ণ হাতের ছাপ বিশ্লেষণ করা৷

হ্যান্ড জিওমেটরি (Hand Geometry)

হাতের গঠন এবং আঙুলের দৈর্ঘ্যের মাপ বিশ্লেষণ করা৷

আইরিশ স্ক্যানিং (চোখের অক্ষিগোলক)

চোখের মণির চারিপার্শ্বে বেষ্টিত রঙিন বলয় বিশ্লেষণ করা৷

ফেইস রিকগনিশন (মুখমন্ডলের অবয়ব)

চোখের পেছনের অক্ষিপটের মাপ বিশ্লেষণ করা৷ 

সিগনেচার ভেরিফিকেশন (হাতে করা স্বাক্ষর যাচাইকরণ)

হাত এবং কব্জির শিরার প্যাটার্ন বিশ্লেষণ করা।

ডিএনএ

কোষের মধ্যে অবস্থিত ডিএনএ বিশ্লেষণ করে ডিএনএ প্রোফাইলিং তৈরি করা৷

আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতিঃ


কন্ঠস্বর (Voice)

প্রত্যেকের কন্ঠের ধ্বনির বৈশিষ্ট্য, সুরের উচ্চতা, সুরের মূর্ছনা, স্পন্দনের দ্রুততা ইত্যাদি বিশ্লেষণ করা৷

সিগনেচার (Signature)

হাতের দস্তখত বিশ্লেষণ করা।

টাইপিং কি স্ট্রোক (Typing Keystroke)

নির্দিষ্ট কোন পাসওয়ার্ড যা টাইপ করে এন্ট্রি করা হয় এবং বিশ্লেষণ করা৷

বায়োমেট্রিক্স এর ব্যবহার?

বর্তমানে নিরাপত্তার কাজে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে৷ এ প্রযুক্তি সাধারণত দু'ধরনের কাজে ব্যবহৃত হয়ঃ
  • কোন ব্যক্তিকে শনাক্তকরণের কাজে
  • সত্যতা যাচাই কাজে

ব্যক্তি শনাক্তকরণের কাজে

ব্যক্তি শনাক্তকরণ কাজে প্রচলিত সনাতনী পদ্ধতিতে ভোটার আইডি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি টোকেন নির্ভর করে এবং ইউজার নেম পাসওয়ার্ড বা পিন নম্বর ইত্যাদি জ্ঞানভিত্তিক পদ্ধতি ব্যবহার করা হয়।

এতে জালয়াতির সুযোগ থাকে৷ তাই বর্তমানে মানুষের নিজস্ব একক কোন বৈশিষ্ট্যের আলোকে অর্থাৎ বায়োমেট্রিক্স পদ্ধতিতে শনাক্তকরণের কাজ করা হয়৷ এটব অনেক বেশি নিরাপদ ও গ্রহণযোগ্য৷

সত্যতা যাচাই কাজে

এ পদ্ধতিতে কম্পিউটারে রক্ষিত বায়োমেট্রিক্স ডেটার তুলনা করে ভেরিফিকেশন করা হয়৷

বিভিন্ন ক্ষেত্রে বায়োমেট্রিক্স ব্যবহার?


বিচারিক বিভাগ

  • দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে বিকৃত, খন্ডিত বা বেওয়ারিশ মৃতদেহ শনাক্তকরণে৷
  • বিভিন্ন অপরাধের পর ফেরারী অপরাধী শনাক্তকরণে৷
  • হারিয়ে যাওয়া শিশুর পরিচয় নিশ্চিতকরণে পিতৃত্ব বা মাতৃত্ব নির্ণয়ের পরিক্ষণে৷ 
  • বায়োমেট্রিক জন্ম সার্টিফিকেট প্রদানে৷

সরকারি বিভাগ

  • স্মার্ট NID (জাতীয় পরিচয়পত্র) কার্ড মেশিন রিডেবল ও বায়োমেট্রিক্স পাসপোর্ট তৈরি। 
  • ড্রাইভিং লাইসেন্স তৈরি ও ভোটার নিবন্ধনে।
  • বৈদেশিক ভ্রমণের সময় দেশের সীমান্ত অতিক্রমণে৷

শিক্ষা প্রতিষ্ঠান

  • ছাত্র ছাত্রী বা শিক্ষকদের উপস্থিতি যাচাইয়ে৷
  • শিক্ষা প্রতিষ্ঠানে অযাচিত ব্যক্তির অনুপ্রবেশ রোধে৷
  • শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে৷

অফিস আদালত

  • অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত ও সময়মতো উপস্থিতি যাচাইয়ে৷
  • অযাচিত বা প্রতিষ্ঠানের জন্য স্বরূপ এমন কোন ব্যক্তির অনুপ্রবেশ নিয়ন্ত্রণে৷
  • ওভারটাইম আছে এমন অফিসে কর্মচারীদের বেতন ভাতার হিসেব মেইনটেইন সহ অফিসে কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে৷

বাণিজ্যিক বিভাগ

  • এটিএম ও ইন্টারনেট ব্যাংকিং এ৷
  • প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও কম্পিউটার লগ ইন নিয়ন্ত্রণ।
  • মোবাইল কমার্স ও ই কমার্স সার্ভিস নিরাপদ সেবা পেতে৷

বায়োমেট্রিক্সের সুবিধা?

  • যন্ত্রনির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থা হওয়ায় এতে পক্ষপাতিত্ব ঘটার কোন সুযোগ থাকে না৷ 
  • যার ফলে এর নিখুঁত নিরাপত্তা পাওয়া সম্ভব৷
  • প্রাথমিক খরচ বেশি হলেও সার্বিকভাবে খরচ কম৷
  • বায়োমেট্রিক্স পদ্ধতির নিরাপত্তাজনিত কীগুলো ব্যক্তির শারীরবৃত্তীয় অংশ হওয়ায় তা স্থানান্তরযোগ্য নয়। 
  • এবং এ কারণে এই প্রযুক্তি ব্যবহার করলে যে কোন ক্ষেত্রে উচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়৷
  • একে জাল না নকল করা প্রায় অসম্ভব৷

বায়োমেট্রিক্সের অসুবিধা?

  • শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের ওপর নির্ভরশীল বিধায় এতে ব্যবহৃত শারীরিক বৈশিষ্ট্যগুলো অভ্যন্তরীণ বা বাহ্যিক কোন সাময়িক বা স্থায়ী পরিবর্তন শনাক্তকরণের কাজটি ধীর বা অসফল করে তুলতে পারে৷
  • ইন্সটলেশন খরচ বেশি৷
  • এটি পরিচালনার জন্য দক্ষ লোকের প্রয়োজন হয়৷

বায়োইনফরমেটিক্স এর জনক কে?

বায়োইনফরমেটিক্স এর জনক হল মারগারেট ওকলি ডেহফ।
Next Post Previous Post