ইনফ্রারেড কি | ইনফ্রারেড এর সুবিধা ও অসুবিধা

ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 300 গিগাহার্জ (GHz) হতে 430 টেরাহার্জ (THz) পর্যন্ত বিস্তৃত ব্যান্ডের ফ্রিকোয়েন্সিকে ইনফ্রারেড বলে।

ইনফ্রারেড এর ইতিহাস?

উইলিয়াম হার্সেল ১৮০০ শতাব্দীতে ইনফ্রারেড তরঙ্গ আবিষ্কার করেন। ধারণা করা যায় ইলেক্ট্রনিক ইনফরমেশন সিস্টেমের পরবর্তী প্রজন্ম ইনফ্রারেড পদ্ধতিতে তথ্য আদান প্রদানের সাথে ব্যাপকভাবে সম্পৃক্ত হবে।
ইনফ্রারেড
ইনফ্রারেড

বিশেষ করে বাসা বাড়ি, শ্রেণিকক্ষ, কর্মক্ষেত্র এমনকি বড় পরিসরে ইনফ্রারেড মাধ্যমটি বিশেষভাবে কার্যকর হবে। ইতিমধ্যে টেলিভিশন, ভিসিআর, সিডি প্লেয়ার ইত্যাদি দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে ইনফারেট প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। 

যা ব্যক্তিগত কম্পিউটার থেকে শুরু করে রাস্তার ট্রাফিক সংকেত, গৃহ সামগ্রী, এমনকি খেলাতেও ব্যবহার করা হচ্ছে। ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেক্ট্রাম এ ইনফ্রারেড তরঙ্গের অবস্থান মাইক্রোওয়েভ ও দৃশ্যমান আলোর মাঝামাঝি।

এ পদ্ধতিতে যোগাযোগ ব্যবস্থায় একটি LED (light emitting diode) ইনফ্রারেড signal কে ট্রান্সমিট করে। যা পরিণত হয় অদৃশ্য আলোতে। গ্রাহক প্রান্তে একটি ফটো ডায়েট অদৃশ্য আলোর উপস্থিতি নিশ্চিত করে এবং মুল ডেটাতে অর্থাৎ প্রেরক কর্তৃক প্রেরিত ডেটা পরিণত করে।

ইনফ্রারেড এর বৈশিষ্ট্য?

  • দৃশ্যমান আলোর চেয়ে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য (700nm-1mm) বিশিষ্ট। (300GHZ - 400 THz) ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
  • তার মাধ্যম হতে এর ডেটা চলাচল গতি কমায়।
  • ইনফ্রারেড যোগাযোগ ব্যবস্থা IrDA (Infrared Data Association) কর্তৃক নিয়ন্ত্রিত। 

ইনফ্রারেড এর ব্যবহার?

  • ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহৃত হয় এমন কিছু সাধারণ ক্ষেত্রে হলঃ কার লকিং সিস্টেম, কম্পিউটারের আনুষঙ্গিক যন্ত্রাংশ যেমন মাউস, কিবোর্ড, প্রিন্টার ইত্যাদি।
  • গৃহসামগ্রী যেমনঃ জানালা, দরজা, পর্দা, লাইট, বিছানা, টেলিভিশন, এয়ারকন্ডিশন ইত্যাদির কার্যক্রম নিয়ন্ত্রণ করতে।
  •  হেডফোন, টেলিফোন, বিভিন্ন রিমোট কন্ট্রোল খেলনা সামগ্রী ইত্যাদি। 

ইনফ্রারেড এর সুবিধা?

  • ডেটা ট্রান্সমিশনে স্বল্প বিদ্যুৎ প্রয়োজন হয়।
  • উচ্চ নিরাপত্তায় ডেটা ট্রান্সমিশন।
  • পৃথক কোন হার্ডওয়ারের প্রয়োজন হয় না অর্থাৎ কোন একটি পণ্যের IC (Integrated Circuit) এর সাথে যুক্ত (Incorporated) থাকে।
  • যেকোন ডিভাইসের সাথে ইন্টিগ্রেটেড অবস্থায় কাজ করতে পারে।

ইনফ্রারেড এর অসুবিধা?

  • অধিক দূরত্বে ডেটা ট্রান্সমিট করা সম্ভব নয়।
  • সরাসরি সূর্যলোক, বর্ষা, কুয়াশা, ধুলাবালির দূষণ ইত্যাদি ডেটা ট্রান্সমিশনে বিঘ্ন ঘটায়।
  • দেয়াল বা শক্ত বস্তুকে ভেদ করে চলাচল করতে পারে না। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন