এলগল কি

এলগল এর সংক্ষিপ্ত রূপ হল অ্যালগরিদম ল্যাঙ্গুয়েজ। ১৯৫৮ সালে সব কম্পিউটারে ব্যবহারযোগ্য সর্বজনীন ভাষা উদ্ভাবনের চেষ্টার ফলে ইউরোপে এ ভাষার উদ্ভব হয়।

এলগল
এলগল

এটি মূলত ফোরর্ট্রান ল্যাঙ্গুয়েজের বিভিন্ন সমস্যা উত্তরণের জন্য তৈরি হয়। ইউরোপিয়ান এবং আমেরিকান কম্পিউটার বিজ্ঞানীদের একটি কমিটি সম্মিলিতভাবে এটি তৈরি করে। এতে তিনটি সুনির্দিষ্ট সিনট্যাক্স ছিল।

সিনট্যাক্স তিনটি হলঃ রেফারেন্স সিনট্যাক্স, পাবলিকেশন্স সিনট্যাক্স এবং ইমপ্লিমেন্টেশন সিনট্যাক্স। প্রধান বৈজ্ঞানিক ও প্রকৌশলগত সমস্যা সমাধানের জন্য এটি আমেরিকা এবং ইউরোপের গবেষক কম্পিউটার বিজ্ঞানী ব্যবহার করতো।
Next Post Previous Post