Nibble কাকে বলে

এক বাইটের অর্ধেককে নিবল বলা হয়। নিবল মূলত হেক্সাডেসিমাল সংখ্যাকে কম্পিউটারের অভ্যন্তরে ব্যবহারে কার্যকর ভূমিকা পালন করে থাকে।
নিবল
নিবল

এর কারণ হল বাইনারির চারটি বিটকে একত্রে গ্রুপ করলে সেই গ্রুপটিকে একটি হেক্সাডেসিমাল সংখ্যা দ্বারা উপস্থাপন করা সম্ভব। আর হেক্সাডেসিমালের এই চার বিটের কোডকে প্রকাশের জন্য মূলত নিবেলের উপস্থাপন করা হয়ে থাকে। 
Next Post Previous Post