এনএফসি কি | এনএফসি এর কাজ কি

এনএফসি মানে কি?

এনএফসির মানে হল নিয়ার ফিল্ড কমিউনিকেশন (Near Feild Communication)।

এনএফসি কি?

নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি হল এমন এক সেট স্ট্যান্ডার্ড যা রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি ৪ থেকে ১০ সেন্টিমিটার বা পরস্পরের সংস্পর্শে থাকা দুটি ডিভাইসের মধ্যে তারবিহীন উপায়ে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হতে পারে। 
এনএফসি
এনএফসি

ইহা ব্লুটুথের চেয়ে দ্রুতগতিসম্পন্ন এবং এতে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (REID) প্রযুক্তি ব্যবহৃত হয়ে থাকে।

এনএফসি ডিভাইস কত প্রকার?

NFC ডিভাইস প্রধানত দুই প্রকারঃ
  • সক্রিয় বা Active এনএফসি ডিভাইস
  • প্যাসিভ বা Passive এনএফসি ডিভাইস

Active NFC ডিভাইস কি?

সক্রিয় এনএফসি ডিভাইস বলতে সেই ডিভাইস গুলোকে বুঝানো হয়। যে গুলো ডেটা পাঠাতে ও গ্রহণ করতে পারে এবং এর মাধ্যমে ডিভাইস গুলো একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। 

তাছাড়া সক্রিয় NFC ডিভাইসের কাজ করার জন্য একটি শক্তির উৎস প্রয়োজন হয়। এবং এগুলোর তথ্য বা ডেটা প্রক্রিয়া করার ক্ষমতা থাকে।

উদাহরণস্বরূপ বলা যায় স্মার্টফোন হল একটি সক্রিয় এনএফসি ডিভাইসের সবচেয়ে সেরা উদাহরণ। এছাড়াও পাবলিক ট্রান্সপোর্ট কার্ড রিডার ও টাচ পেমেন্ট টার্মিনালগুলোও এনএফসি প্রযুক্তির দুর্দান্ত উদাহরণ।

প্যাসিভ বা Passive এনএফসি ডিভাইস কি?

প্যাসিভ এনএফসি ডিভাইস বলতে সেই ডিভাইস গুলোকে বুঝায়। যে গুলো ডিভাইস শুধুমাত্র অন্যান্য এনএফসি ডিভাইসের মধ্যে তথ্য পাঠাতে পারে। তাদের অপারেশন পরিচালনার জন্য বাহ্যিক কোন শক্তির প্রয়োজন হয় না। 

এই এনএফসি ডিভাইসগুলোর তথ্য প্রক্রিয়া করার ক্ষমতা নেই। এই এনএফসি ডিভাইসগুলো অন্যান্য প্যাসিভ উপাদানগুলোর সাথে সংযোগ করতে পারে না। 

উদাহরণস্বরূপ বলা যায় এগুলো ট্যাগ এবং অন্যান্য ছোট ট্রান্সমিটারে বেশি ব্যবহার করা হয়। যা দেয়ালে বা বিজ্ঞাপনে ইন্টারেক্টিভ সাইন হিসেবে ব্যবহার করা হয়।

Nfc কিভাবে কাজ করে?

এটি হল এমন একটি প্রযুক্তি। যা ব্লুটুথ, ওয়াইফাই ও অন্যান্য বেতার সংকেতের মতো, এনএফসিও রেডিও তরঙ্গের মাধ্যমে তার ডেটা বা তথ্য পাঠায়। এছাড়াও ইহা কম দূরত্বের মধ্যে যোগাযোগ করতে পারে। 

কম দূরত্ব মানে ৪ সেন্টিমিটার বা ৫ সেন্টিমিটার দূরত্ব বা একদম একসাথে লেগে থেকে। যখন এই প্রযুক্তি ব্যবহার করে দুইটি ডিভাইজের মধ্যে যোগাযোগ করা হয়। 

তখন সেটি অনেক ফাস্ট হয়ে থাকে। এনএফসির ব্যবহারে অনেক কম ব্যাটারি ক্ষয় হয় ও এটি ব্যবহার করা খুব সহজ। আপনি যখনই কোন কমিউনিকেশ করেন তখন কোন এন্টেনার প্রয়োজন তো অবশ্যই পড়ে। 

সেটা রেডিও হোক কিংবা আপনার মোবাইল ফোন হোক আর স্যাটেলাইট হোক, সব কিছুতেই অ্যান্টেনা প্রয়োজন পড়ে। এজন্য এনএফসির অ্যান্টেনা আলাদা আলাদা ফোনে আলাদা আলাদা জায়গায় হয়ে থাকে। 

যেমনঃ কিছু কিছু স্যামসাং ফোনে এনএফসির অ্যান্টেনা থাকে ব্যাটারির নিচের নিকে। আবার কিছু ফোনে ফোনের পেছনের ঢাকনাতে এর অ্যান্টেনা থাকে। এখন প্রশ্ন হল এই অ্যান্টেনা আসলে করে টা কি? 

অ্যান্টেনা আসলে কিছু তথ্য পাঠাতে পারে ও কিছু তথ্য গ্রহণ করতে পারে। NFC নেয়ার ফিল্ড কমিউনিকেশন বেতার ডেটা ট্রানজিশনের জন্য একটি ভিন্ন স্ট্যান্ডার্ড অনুসরণ করে। 

এর মানে হল যে ডিভাইসগুলোকে একে অপরের সাথে কমিউনিকেশন করার জন্য নির্দিষ্ট কিছু স্পেসিফিকেশন মেনে চলতে হবে। NFC তে ব্যবহৃত প্রযুক্তি পুরানো RFID (রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) প্রযুক্তি থেকে উদ্ভূত। 

যা পূর্বে তথ্য বা ডেটা প্রেরণের জন্য ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ব্যবহার করত। এনএফসি প্যাসিভ কম্পোনেন্টে বৈদ্যুতিক কারেন্ট প্ররোচিত করতে ও ডেটা পাঠাতে ব্যবহার করা হয়। 

এটি মূলত দেখায় যে প্যাসিভ ডিভাইসটি চালানোর জন্য নিজস্ব কোন বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন হয় না। তারা শক্তি পায় যখন একটি সক্রিয় এনএফসি উপাদান তাদের মধ্য দিয়ে যায়।

কিংবা তাদের সীমার মধ্যে আসে, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে একটি ইলেক্ট্রোম্যাগনেটিক ক্ষেত্র তৈরি হয় যা শক্তি উৎপন্ন করে থাকে। কিন্তু দুঃখজনক বিষয় হল এই যে এনএফসি প্রযুক্তির সাহায্যে পর্যাপ্ত ইনডাক্টেন্স নেই। 

যা আপনার স্মার্টফোন চার্জ করতে পারে। এনএফসি প্রযুক্তিতে ডেটার ট্রান্সমিশন ফ্রিকোয়েন্সি 13.56 মেগাহার্টজ হয়। আর আপনি এটি 106, 212 কিংবা 424 হিসাবে প্রবেশ করতে পারেন। 

ইহা প্রতি সেকেন্ডে কিলোবিট গতিতে ডেটা পাঠাতে পারে। এটি ছোট ছোট ডেটা স্থানান্তরের জন্য যথেষ্ট। যেমনঃ যোগাযোগের বিবরণ পাঠানো, ছবি কিংবা সঙ্গীত, অথবা অর্থ প্রদানের জন্য। 

দুটি ডিভাইসের মধ্যে কোন ধরনের তথ্য আদান প্রদান করা হয় তা নির্ধারণ করার জন্য এনএফসি প্রযুক্তি তিনটি স্বতন্ত্র পদ্ধতিতে বিভক্তঃ
  • পিয়ার টু পিয়ার (যেমন ফাইল স্থানান্তরের জন্য)
  • Reader/writer (যেমনঃ NFC পোস্টারে ট্যাগ পড়তে)
  • কার্ড এমুলেশন (যেমনঃ পেমেন্টের জন্য)

পিয়ার টু পিয়ার

এটি সর্বাধিক ব্যবহৃত একটি মোড। এটি মূলত স্মার্টফোনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি দুটি NFC সক্ষম ডিভাইসের মধ্যে তথ্য বিনিময়ের জন্য সহায়তা প্রদান করে থাকে। 

আর এই মোডে উভয় ডিভাইস ডেটা পাঠানোর সময় সক্রিয় মোড ও ডেটা গ্রহণ করার সময় প্যাসিভ মোডে স্যুইচ করে থাকে।

Reader/writer

Reader/writer মোড হল একটি একমুখী ডেটা ট্রান্সমিশন মোড। আর এখানে সক্রিয় ডিভাইস যা আপনার স্মার্টফোনও হতে পারে। 

এবং সেখান থেকে তথ্য পড়ার জন্য অন্য একটি ডিভাইসের সাথে সংযোগ স্থাপন করে থাকে। এই মোডটি NFC বিজ্ঞাপন ট্যাগে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

কার্ড এমুলেশন

এটি অপারেশনের একটি চূড়ান্ত মোড। এখানে NFC ডিভাইসটি স্মার্ট কিংবা কন্টাক্টলেস ক্রেডিট কার্ড হিসাবে ব্যবহার করা যায় ও পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমে ট্যাপ করে খুব সহজেই পেমেন্ট করা যায়।

এনএফসি প্রযুক্তির ব্যবহার?

  • বিভিন্ন অফিসের কর্মচারীদের অ্যাকসেস কন্ট্রোল সক্ষম আইডি কার্ডে।
  • ডেবিট বা ক্রেডিট কার্ডে।
  • E-Health Card বা ইলেকট্রনিক হেলথ কার্ডে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংরক্ষণে।
  • বাস, ট্রেনের টোল প্লাজায় টোল পরিশোধ প্রভৃতিতে।

NFC এর সংক্ষিপ্ত বিবরণ?

goog_1241780110 সনি, নোকিয়া ও ফিলিপস দ্বারা এনএফসি তৈরি করা হয়েছে। যা বেশ কয়েকটি ফোরাম মনিটরকেও একত্রিত করেছে ও তারা এই এনএফসি মান নিয়ন্ত্রণ করে। NFC সবসময় কম শক্তি ও কম ফ্রিকোয়েন্সি পরিসরে কাজ করে থাকে।
  • ফ্রিকোয়েন্সি= 13.56 মেগাহার্টজ
  • পরিসীমা= 0 থেকে 10 CM
  • স্পেসিফিকেশন= ISO/IEC 14443 (যা স্মার্ট কার্ডের মধ্যে তথ্য বা ডেটা সংরক্ষণ করে থাকে) এবং ISO/IEC 18000-3 (যা স্মার্ট ডিভাইসের RFID ট্যাগে ব্যবহার করা হয়)।

NFC এর সুবিধা?

পেমেন্ট করার সময় অধিকাংশ ভোক্তাই সুবিধা চান। আজকের দিনে মানুষ স্বতঃস্ফূর্ততা বেশি পছন্দ করে থাকে। আর এক্ষেত্রে এনএফসি অনেক ভাল অপশন। এটি আপনার মোবাইল ডিভাইসটিকে মানিব্যাগের সাথে একত্রিত করতে সাহায্য করে। 

এই প্রক্রিয়ায় NFC একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে  কারণ এর মাধ্যমে পেমেন্ট করা যায় শুধুমাত্র একটি সহজ সংস্পর্শের মাধ্যমে। নিচে NFC এর সুবিধাগুলো হলঃ
  • বহুমুখিতা
  • রিয়েল টাইম আপডেট
  • উন্নত গ্রাহক সেবা

বহুমুখিতা

যে কোন পরিস্থিতিতে NFC ব্যবহার করা যায়। এনএফসি সব পরিস্থিতিতে মানিয়ে যায়। আপনি ব্যাংক কার্ড, মুভি পাস, রিওয়ার্ড সিস্টেম ইত্যাদি ট্রানজিট পাসের জন্য এনএফসি প্রযুক্তি ব্যবহারের বহুমুখিতা আছে।

রিয়েল টাইম আপডেট

NFC এর সাহায্যে অনেক জায়গা থেকে রিয়েল টাইম ডেটা আনা যায়। আর তাই অনেক কাজ সহজেই রক্ষণাবেক্ষণ করা যায়। এমনকি অনেক ক্ষেত্রে লোকের তেমন প্রয়োজন হয় না।

এনএফসি সক্ষম ক্রেডিট কার্ডগুলো ক্রেডিট কার্ডের চুম্বকীয় স্ট্রিপের চেয়ে বেশি নিরাপদ হয়। এতে লেনদেন প্রক্রিয়া করার জন্য একটি পিন প্রয়োজন। যা এটিকে আরও নিরাপদ করে তোলে।

উন্নত গ্রাহক সেবা

এনএফসির আবির্ভাবের সাথে অনেক কাজ স্বয়ংক্রিয় হয়ে যায়। যা কাস্টমার পরিষেবাকে ত্বরান্বিত করে থাকে। এটি সংস্থাগুলোকে আরও সময় দেয় যাতে তারা তাদের গ্রাহকদের আরও ভাল পরিমাণে পরিষেবা প্রদান করতে পারে।

NFC এর অসুবিধা?

  • কোম্পানির চুক্তির সমস্যা
  • নিরাপত্তা
  • ব্যয়বহুল
  • বাস্তবায়ন সমস্যা

কোম্পানির চুক্তির সমস্যা

এনএফসি বলছে যে এটি যে কোনও জায়গায় ও যে কোনও সময় ব্যবহার করা যেতে পারে। কিন্তু এটি পুরোপুরি ঠিক নয়। 

কারণ অনেক কোম্পানি আছে যারা এনএফসি ব্যবহার নিষিদ্ধ করে। তাই মাঝে মাঝে কোম্পানির চুক্তিতে সমস্যা দেখা দেয়।

নিরাপত্তা

যেহেতু এনএফসি সম্পূর্ণরূপে মোবাইল ফোনে একীভূত হয়েছে। আর তাই যদি কখনও হ্যাকারদের দ্বারা ফোন হ্যাক হয়। তাহলে তারা আপনার সব গোপনীয় তথ্য ফাঁস করতে পারে। অতএব এনএফসি নিরাপদ বলে বিবেচিত হয় না।

ব্যয়বহুল

এই প্রযুক্তি অন্য প্রযুক্তিগুলোর তুলনায় একটু বেশি ব্যয়বহুল হয়। ব্যবহুল হওয়ার কারণে অনেক প্রতিষ্ঠান এটিকে গ্রহণ করতে খুব বেশী পছন্দ করেন না।

বাস্তবায়ন সমস্যা

যেহেতু অনেক ডিভাইসে এনএফসি এর বৈশিষ্ট্য নেই। তাই এনএফসি সঠিকভাবে প্রয়োগ করা সহজ হয় না।

এনএফসির ভবিষ্যত?

এনএফসি ট্যাগগুলো আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এটি স্মার্ট ট্রান্সপোর্টেশন, এভিয়েশন ইন্ডাস্ট্রি, শিপিং ও ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে অটোমেশনের মতো প্রায় সব ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। 

আমাদের আধুনিক ডেটা কমিউনিকেশন ও লেনদেনের প্রক্রিয়ার সাথে এনএফসি প্রযুক্তিকে একীভূত করে। এটি আমাদের কাজকে আরও সুবিধাজনক করে তোলে। সময় সাশ্রয় করে, শক্তি, দক্ষতা বৃদ্ধি করে ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সাহায্য করে থাকে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন