man কি | man এর বৈশিষ্ট্য

MAN এর পূর্ণরূপ কি?

MAN এর পূর্ণরূপ হল মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network)।

MAN কি?

কোন শহরের বিভিন্ন এলাকার মধ্যে বিস্তৃত কম্পিউটারসমূহের মধ্যে স্থাপিত নেটওয়ার্কই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা (MAN)।

MAN কাকে বলে?

সাধারণত একটি নির্দিষ্ট অঞ্চল অথবা শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে MAN বলা হয়। অর্থাৎ একাধিক LAN নেটওয়ার্কের সমন্বয়েও MAN নেটওয়ার্ক তৈরি হয়ে থাকে। আর এই ধরনের নেটওয়ার্কের মাধ্যম হিসাবে মডেম, টেলিফোন লাইন ও অন্যান্য যন্ত্রপাতির প্রয়োজন হয়। 
man
man

সাধারণত কোন ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগের জন্য এই ধরনের নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয়। তবে ১০ কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্কটি অনেক ভাল কাজ করে।

MAN এর বৈশিষ্ট্য?

  • MAN এর বিস্তৃতি ১০ থেকে ৩০ কি. মি. পর্যন্ত হতে পারে।
  • MAN সাধারণত LAN এর চাইতে দ্রুত গতির হয়।
  • MAN এর ডেটা ট্রান্সফারের হার সাধারণত 10Mbps থেকে 10Gbps।
  • ইহা ব্যবহার করে ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা ও অফিসের মধ্যে যোগাযোগ করা যায়।
  • MAN নেটওয়ার্কের ব্যবহার করা ডিভাইসগুলো হল মাইক্রোওয়েভ এন্টেনা, রাউটার, সুইচ ইত্যাদি।
  • MAN এর খরচ তুলনামূলকভাবে কম।
  • MAN এর মালিকানা সাধারণত কোন সংগঠনের হয়ে থাকে।
  • বেশি পরিমাণে তথ্য আদান প্রদান করা যায় MAN এর মাধ্যমে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন