লোকাল এরিয়া নেটওয়ার্ক কি | Lan এর সুবিধা অসুবিধা

 LAN এর পূর্ণরূপ কি?

LAN এর পূর্ণরূপ হল লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network) বা LAN।

লোকাল এরিয়া নেটওয়ার্ক কি?

একটি নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাসে একটি ভবনের মাঝে অবস্থিত বিভিন্ন কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ককে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়৷ ল্যান এর এক্ষেত্রে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে কম্পিউটারগুলোকে থাকতে হবে৷ 
Lan
Lan

আর এ নেটওয়ার্ক স্থাপন এবলোকাল এরিয়া নেটওয়ার্ক। Lan এর সুবিধা অসুবিধাং রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজসাধ্য ও ব্যয়বহুল নয়৷

ল্যান নেটওয়ার্ক এর গুরুত্ব (Significance of LAN Network) কি কি?

  • সম্পদ বণ্টন
  • ইমেইল পরিবহণ
  • ফাইল ট্র্যান্সফার
  • সফটওয়্যার এর ব্যবহার

সম্পদ বণ্টন

এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা অনেক ধরণের তথ্য বা সম্পদ যেমনঃ ফাইল, প্রোগ্রাম, প্রিন্টার ইত্যাদি এই নেটওয়ার্কে থাকা সব ব্যবহারকারিরা ভাগাভাগি করে ব্যবহার করতে পারি।

ইমেইল পরিবহণ

আমরা একটি ল্যান নেটওয়ার্ক এর অন্তর্গত সমস্ত কম্পিউটারে চিঠিপত্র কিংবা ডকুমেন্টস ইমেইল এর দ্বারা পাঠাতে পারি।

ফাইল ট্র্যান্সফার

এই নেটওয়ার্ক বা LAN এর মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সহজে ফাইল ট্র্যান্সফার করতে পারি।

তথ্যের রক্ষনাবেক্ষণ

এই LAN নেটওয়ার্কে তথ্য আদান প্রদান সুরক্ষিত বা নিরাপত্তার সাথে হয়ে থাকে। এই নেটওয়ার্ক এ তথ্য নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যখন Workstation এর সাথে ব্যাকআপ রাখা হয়। 

এই নেটওয়ার্কের তথ্য ও সফটওয়্যার গুলো একটি নির্দিষ্ট কেন্দ্রিও কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়।

সফটওয়্যার এর ব্যবহার

এই নেটওয়ার্কের সফটওয়্যার গুলো একইসাথে একাধিক ব্যবহারকারি ব্যবহার করতে পারে।

লোকাল এরিয়া নেটওয়ার্ক এর বৈশিষ্ট্য?

  • সীমিত দূরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ৷
  • শ্রেণি সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়৷
  • এর ডেটা স্থানান্তরের হার সাধারণত 10 Mbps থেকে 1000 Mbps হয়।
  • এ নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজ ও খরচ কম৷
  • ব্যবহার করা সহজ৷
  • এ নেটওয়ার্কে কম্পিউটারসমূহ তার বা তারবিহীন সংযোগ প্রদান করা যায়৷

ল্যান এর সুবিধা ( Advantage of LAN ) কি কি?

  • ইহা একটি সস্তা ট্রান্সমিশন মিডিয়া।
  • ইহা কম ব্যায়বহুল হয়।
  • এই নেটওয়ার্ক এর মাধ্যমে আমরা রিসোর্স (Resource) কিংবা বিভিন্ন যন্ত্রাংশ ভাগাভাগি করে ব্যবহার করতে পারি।
  • ইউজার কাজ করা ফাইল কিংবা ডাটা কেন্দ্র সার্ভার এ সেভ করতে পারে, ব্যবহারকারিরা নিজের ইচ্ছেমতো কেন্দ্র সার্ভার থেকে সেভ করা ফাইল সহজে আক্সেস করতে পারে।
  • LAN এ উচ্চ ডেটা ট্রান্সমিশন হার ব্যবহার করা হয়ে থাকে।
  • সকল নেটওয়ার্ক ব্যবহারকারিদের ডাটা সার্ভার কম্পিউটারের হার্ড ডিস্ক এ সেভ করা থাকে।
  • এই নেটওয়ার্ক এ ডেটা Transmission এর গতি খুব ভাল হয়।

ল্যান এর অসুবিধা (Disadvantage of LAN) কি কি?

  • এই নেটওয়ার্ক খুব বেশি দূরে তথ্য পরিবহণ করতে পারে না ।
  • এই নেটওয়ার্কের তথ্যর নিরাপত্তা অনেক কম হয়।
  • এই নেটওয়ার্ক এ ক্যাবল বা তারের মধ্যে কিছু হলে কিংবা ত্রুটি থাকলে নেটওয়ার্ক এর ওই অংশ কাজ করা বন্ধ করে দেয়।
  • LAN সফ্টওয়্যার নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি মেইনফ্রেমে একটি মেমরি এলাকা প্রয়োজন হয়।
  • ইহা ব্যবহারকারীর প্রোগ্রামের জন্য উপলব্ধ মেমরি স্থান হ্রাস করে।
  • কোন কেন্দ্রিও ব্যাকআপ সিস্টেম না থাকাই তথ্য হারানোর সম্ভাবনা বেশি থাকে।
  • তথ্যর গোপনিয়তা কম থাকে।
  • ইউজার বা বাবহারকারিদের মধ্যে বিশেষ কিছু তথ্য ব্যবহারে বিধিনিষেধ আরোপ করার জন্য বিশেষ কিছু নিরাপত্তা নেই।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন