হ্যান্ড জিওমেট্রি কি | হ্যান্ড জিওমেট্রি বায়োমেট্রিক্স যেভাবে কাজ করে

মানুষের হাতের আকৃতি ও জ্যামিতিক গঠনে ভিন্নতা রয়েছে৷ যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে মানুষের হাতের জ্যামিতিক আকার ও গঠন বিশ্লেষণ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয় তাকে হ্যান্ড  জিওমেট্রিক সিস্টেম বলে৷
হ্যান্ড জিওমেট্রি
হ্যান্ড জিওমেট্রি

হ্যান্ড জিওমেট্রি রিডারের সাহায্যে হাতের বিভিন্ন বৈশিষ্ট্যের ডেটা কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষণ করা হয়৷ পরবর্তীতে আবার হ্যান্ড জিওমেট্রি রিডারের সাহায্যে হাতের বিভিন্ন বৈশিষ্ট্যের ডেটা ইনপুট নিয়ে আগের ডেটার সাথে মিলিয়ে শনাক্তকরণ করা হয়৷

হ্যান্ড জিওমেট্রি বায়োমেট্রিক্স যেভাবে কাজ করে?

হ্যান্ড জিওমেট্রি বায়োমেট্রিক্স ডিভাইসের সাধারণ কনসেপ্ট হল এটি একজন মানুষের হাতের দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব এবং এর সারফেস এরিয়াকে ক্যাপচার করে৷ 

এই ডেটাগুলো ক্যাপচার করার জন্য এই ডিভাইসে একটি চার্জ কাপল্ড ডিভাইস বা সিসিডি ক্যামেরা ব্যবহার করে হাতের তালুর পৃষ্ঠটির একটি সেলুলয়েড ইমেজ গ্রহণ করা হয়৷ 

এটি হাতের উপরের পৃষ্ঠের এবং এর একটি সাইড ইমেজ গ্রহণ করে৷ এই সেলুলয়েড ইমেজ থেকে হাতটির আঙুলগুলোর দৈর্ঘ্য আঙুলের গাঁটগুলোর মধ্যেকার দূরত্ব হাতের তালু এবং আঙুলগুলোর উচ্চতা এবং পুরুত্ব প্রভৃতি ডেটা পরিমাপ করে৷ অতঃপর একে নিউমেরিক ডেটায় রূপান্তরিত করা হয়৷ 

আর এই নিউমেরিক ডেটাকে পূর্বে কোডিং করে রাখা উক্ত ব্যক্তিটির হ্যান্ড জিওমেট্রির টেম্পলেটের সাথে ম্যাচ করিয়ে ব্যক্তিটিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়৷

হ্যান্ড জিওমেট্রি বায়োমেট্রিক্সের সুবিধা?

  • বিশেষ হার্ডওয়্যার ব্যবহৃত হয় বিধায় একে যে কোন সিস্টেম বা ডিভাইসের সাথে সমন্বয় করা সম্ভব৷
  • ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে এখানে যে ডেটাকে প্রসেস করা হয় তার পরিমাণ কম হওয়ার এটি সহজেই স্মার্টকার্ডে ব্যবহৃত হতে পারে৷

হ্যান্ড জিওমেট্রি বায়োমেট্রিক্সের অসুবিধা?

  • অত্যন্ত ব্যয়বহুল প্রযুক্তি৷
  • বেশি মেমোরির প্রয়োজন৷
  • বাত আন্ত্রান্ত ব্যক্তির জন্য এই পদ্ধতি কার্যকর নয়৷

হ্যান্ড জিওমেট্রি ব্যবহার?

  • বিভিন্ন দেশের এয়ারপোর্টের ইমিগ্রেশন সিস্টেম অথেনটিকেশনে ব্যবহৃত হয়ে থাকে৷
  • বিভিন্ন পার্সোনাল আইডেন্টিফিকেশন কার্ড বা পার্সোনাল নম্বর জেনারেশনে যেখানে একাধিক বায়োমেট্রিক সিস্টেম সমন্বিত হয় সেসব ক্ষেত্রে হ্যান্ড জিওমেট্রি সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে৷
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন