আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত বৃদ্ধিবৃত্তিক বিজ্ঞানের ক্ষেত্রগুলোর মধ্যে বর্তমানে সবচাইতে জনপ্রিয় হল এক্সপার্ট সিস্টেম৷ এক্সপার্ট সিস্টেম হল একটি প্যাকেজ সফটওয়্যার যা সুসংগঠিত তথ্য ব্যবহার করে কম্পিউটারকে কোন বিষয়ে দক্ষ বা বিশেষজ্ঞ করে তোলে৷
এক্সপার্ট সিস্টেম |
এক্সপার্ট সিস্টেম হল একধরনের সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি যা নির্দিষ্ট বিষয়ে মানুষের ন্যায় কৃত্রিম দক্ষতা নিয়ে তৈরি৷ উচ্চ ক্ষমতাসম্পন্ন অনেকগুলো মাইক্রোপ্রসেসর ও চিপ ব্যবহার করে প্রোগ্রামিংয়ের মাধ্যমে কম্পিউটারে কৃত্রিম বৃদ্ধিমত্তা সৃষ্টি করা হয়৷
ব্যবহারকারীরা এ সিস্টেম থেকে প্রশ্ন করে উত্তর জানতে পারেন৷ যেমন ডাক্তাররা চিকিৎসা সংক্রান্ত জটিল সমস্যার কখা ক্যাডুলাস এবং মাইসিন নামক এক্সপার্ট সিস্টেম থেকে প্রশ্ন করে জেনে নিতে পারে৷
কম্পিউটার ডিজাইনাররা R1 নামক এক্সপার্ট সিস্টেমকে প্রশ্ন করে সাহায্যে নিতে পারে এক্সপার্ট সিস্টেমে কারিগরকে সাহায্যে করতে পারে জটিল যন্ত্র সারিয়ে তুলতে যুদ্ধের কৌশল শিক্ষা দিতে পারে সামরিক অফিসারকে৷
কম্পিউটার যতই দ্রুত হবে এক্সপার্ট সিস্টেমও তত বেশি এক্সপার্ট হতে পারবে৷ এক্সপার্ট সিস্টেম গঠনে সহায়কারী উপাদানগুলো হল নলেজ বেজ এবং সফটওয়্যার রিসোর্স৷
এক্সপার্ট সিস্টেমের বৈশিষ্ট্য?
- এক্সপার্ট সিস্টেম একটি সফটওয়্যার যা কোন সমস্যার সমাধান প্রদান করার উদ্যোগ গ্রহণ করে থাকে৷
- এটি এক বা একাধিক মানুষের দক্ষতার সমতুল্য হলেও মানুষের সমগ্র বৃদ্ধিবৃত্তি বা জ্ঞানের বিকল্প হতে পারে না৷
- এক্সপার্ট সিস্টেমগুলো সাধারণত নির্দিষ্ট সমস্যার সমাধানভিত্তিক হয়ে থাকে৷
- প্রথাগত এপ্লিকেশন হলেও এটি কৃত্রিম বৃদ্ধিমত্তার একটব অংশ৷
- এক্সপার্ট সিস্টেম দক্ষ হলেও তা মানুষ নিয়ন্ত্রণাধীন৷
এক্সপার্ট সিস্টেমের সুবিধাসমূহ?
- একজন এক্সপার্টের ওপর নির্ভশীলতাকে হ্রাস করে৷
- হারিয়ে যাবার আগেই বিশেষজ্ঞের জ্ঞান ও দক্ষতাকে করায়ত্ত করে৷
- পুনঃপুন ঘটে এরূপ সিদ্ধান্ত প্রক্রিয়া ও কাজগুলোর জন্য সঙ্গতিপূর্ণ উত্তর সরবরাহ করে৷
- অনভিজ্ঞদেরকে বৈজ্ঞানিকভাবে সমর্থনযোগ্য সমাপ্তিতে পৌঁছার সুযোগ দেয়৷
- অর্গানাইজেশনগুলোকে তাদের সিদ্ধান্ত গ্রহণের যুক্তিকে সুস্পষ্ট করতে উৎসাহিত করে৷
- মানুষের মতো কখনই প্রশ্ন জিজ্ঞেস করতে ভুল যায় না৷ ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে পারে৷
- একটব মাল্টি ইউজার এক্সপার্ট সিস্টেম একই সময়ে বহুসংখ্যক ব্যবহারকারীর কাজগুলো করতে পারে৷
এক্সপার্ট সিস্টেমের অসুবিধাসমূহ?
- কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ধরনের সাধারণ জ্ঞানের প্রয়োজন পড়ে অনেক সময়েই তার ঘাটতি থাকে৷
- অস্বাভাবিক পরিস্থিতিতে মানব বিশেষজ্ঞদের মতো সৃষ্টিশীল সাড়া প্রদান করতে পারে না৷
- ডোমেইন এক্সপার্টগণ সবসময় তাদের যুক্তি ও কারণগুলোকে ব্যাখ্যা করতে পারে না৷
- নলেজ বেজে ক্রটির উদ্ভব ঘটতে পারে এবং তা ভুল সিদ্ধান্ত গ্রহণে নেতৃত্ব দিতে পারে৷
- নলেজ বেজকে পরিবর্তন না করা পর্যন্ত পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না৷