ইএমটিএস কি

ইএমটিএস এর পূর্ণরুপ?

ইএমটিএস এর পূর্ণরুপ হল ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম বা ইএমটিএস।

ইএমটিএস
ইএমটিএস

ইএমটিএস কি?

বাংলাদেশ ডাক বিভাগের ইলেক্ট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম বা ইএমটিএস এর মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে, দ্রুত ও কম খরচে টাকা পাঠানো যায়।

এর সাহায্যে এক মিনিটের মধ্যে ৫০ হাজার টাকা পর্যন্ত টাকা পাঠানো যায়। দেশের প্রায় সকল ডাকঘরে ইএমটিএস সেবা পাওয়া যায়। 
Next Post Previous Post