সিপিইউ কি | সি পি ইউ এর কাজ কি

CPU এর পূর্ণরূপ কি?

CPU এর পূর্ণরূপ হল (Central Processing Unit)। বাংলা ভাষায় সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 

একে বাংলাতে কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিট বলা হয়ে থাকে। CPU এর আরও বেশ কয়েকটি নাম রয়েছে যেমনঃ Central processor, Main processor ইত্যাদি।

CPU কি?

কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সেন্টাল প্রসেসিং ইউনিট যা কম্পিউটারের মস্তিষ্কস্বরুপ। মাইক্রো কস্পিটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট হিসেবে মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়।

সিপিইউ হল কম্পিউটারের প্রধান চালিকা শক্তি। সিপিইউ বা মাইক্রোপ্রসেসর যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ, হিসাব-নিকাশ ও নিয়ন্ত্রণের কাজ করে। কম্পিউটারের ইনপুট ডিভাইসসমূহ নির্দেশ ও ডেটা গ্রহণ করে এবং তা সিপিইউতে পাঠায়। 
সিপিইউ
সিপিইউ

সিপিইউ প্রাপ্ত ডেটার ভিক্তিতে নির্দেশ অনুসারে সিদ্ধান্ত নিয়ে ফলাফল প্রস্তুত করে এবং তা আউটপুট ডিভাইসসমূহে পাঠায়। এটি ইনপুট ডিভাইস ও মেমোরি ইউনিট থেকে ডাটা ও নির্দেশ গুলোকে গ্রহণ করে।

এবং সেগুলোকে প্রসেস করে আমাদেরকে আউটপুট প্রদান করে। আর ইহা দেখতে অনেকটা বর্গাকার আকৃতির হয়। যার নিচে অনেকগুলো ছোটো পিন অথবা বৃত্তাকার ধাতব সংযোজকের উপস্থিত থাকে। 

আর এই সংযোজক গুলোর মাধ্যমেই CPU ডাটা ও নির্দেশ গুলোকে ইনপুট ও আউটপুট করে থাকে। সাধারণত CPU মাদারবোর্ডে একটি CPU Socket এর ওপর উপস্থিত থাকে।

CPU কিভাবে কাজ করে?

CPU এর কাজ করার পদ্ধতিটি অনেকটা আমাদের মস্তিষ্কের মতেই হয়ে থাকে। আমাদের মস্তিস্কে যেমনঃ ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন অংশ রয়েছে ঠিক সেই রকমই সিপিইউতেও ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন অংশ রয়েছে। সিপিইউ এর মোট তিনটি অংশ রয়েছে। এগুলো হলঃ 
  • গাণিতিক যুক্তি অংশ ALU (Arithmetic Logical Unit)
  • নিয়ন্ত্রণ অংশ CU (Control Unit), ও 
  • মেমোরি (Memory)

গাণিতিক যুক্তি অংশ ALU (Arithmetic Logical Unit)

গাণিতিক যুক্তি অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এ অংশে গাণিতিক ও যুক্তিমূলক কাজ করে থাকে। গাণিতিক যুক্তি অংশে রেজিস্টার থেকে ডেটা গ্রহণ করে যুক্তিমূলক অংশে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে। নিয়ন্ত্রণ অংশ হতে নিয়ন্ত্রণ সংকেত গ্রহণের মাধ্যমে যুক্তিমূলক কাজ শুরু করে। 

গাণিতিক যুক্তি কত প্রকার?

গাণিতিক যুক্তি অংশের কাজ তিন ভাগে বিভক্তঃ

গাণিতিক কাজ

সাধারণভাবে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করা গাণিতিক কাজের অন্তর্ভুক্ত। 

যুক্তিমূলক কাজ

বিভিন্ন ধরনের লজিক গেইট যেমনঃ AND, OR, NOT, NAND, XOR ইত্যাদি গেইটসমূহের মাধ্যমে সম্পাদিত কাজসমূহের যুক্তিমূলক কাজের অন্তর্ভুক্ত। 

উপাত্ত সঞ্চালন

রেজিস্টারে সকল কাজ সম্পাদনের পর উক্ত রেজিস্টারটি খালি বা শূন্য অবস্থায় রুপান্তর করার প্রক্রিয়াকে উপাত্ত সঞ্চালন হিসেবে অভিহিত করা হয়। 

নিয়ন্ত্রণ অংশ CU (Control Unit)

কম্পিউটারের প্রধান প্রধান সাংগঠনিক উপাদানের মধ্যে পারস্পরিক যোগাযোগ নিয়ন্ত্রণ করে থাকে। ইনপুট যন্ত্রাংশের মাধ্যমে প্রাপ্ত সব ধরনের কার্যবলি সম্পাদনের জন্যে কম্পিউটারের নিয়ন্ত্রণ অংশ ব্যবহৃত হয়। 

সাধারণ তথ্যসমূহ অংশে প্রক্রিয়াজাত হয়ে গাণিতিক যুক্তি অংশের মাধ্যমে গাণিতিক কার্যবলি সম্পাদন করে থাকে।

নিয়ন্ত্রণ অংশ কত প্রকার?

নিয়ন্ত্রণ অংশের কাজকে পাঁচভাগে ভাগ করা যায়ঃ
  • প্রধান মেমরি থেকে একটির পর একটি ইনস্ট্রাকশন আহরণ।
  • গাণিতিক যুক্তি অংশকে ইনস্ট্রাকশনানুসারে যোগ, বিয়োগ ইত্যাদি প্রক্রিয়া সম্পাদন করার নির্দেশ প্রদান।
  • গাণিতিক যুক্তি অংশের গণনার ফলাফল প্রধান মেমোরিতে পাঠানো। 
  • ইনপুট ও সহায়ক স্মৃতির প্রোগ্রাম প্রধান মেমোরিতে আনা।
  • প্রধান মেমোরিতে রাখা গণনার ফলাফল আউটপুট পাঠানো।

মেমোরি (Memory)

যে মেমোরির সাথে গাণিতিক যুক্তি অংশের প্রত্যক্ষ অ্যাকসেস থাকে তাকে প্রধান মেমোরি বলা হয়। অত্যন্ত দ্রুতগতিতে গণনা করতে সক্ষম গাণিতিক যুক্তি অংশের সাথে প্রধান স্মৃতি অংশ সংযোগ থাকার কারণে প্রধান মেমোরি অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন হয়ে থাকে। 

যেসব ডেটা ও নির্দেশ সবসময় প্রয়োজন শুধু তাদেরকে প্রধান মেমোরিতে রাখা হয়। আর অন্য ডেটা ও নির্দেশ সহায়ক মেমোরিতে থাকে। শুধুমাত্র কাজ করার সব মেমোরি থেকে এনে কাজ করে আবার সহায়ক মেমোরিতে রাখা হয়।

মেমরির কাজ?

কেন্দ্রীয়করণ ইউনিটের প্রধান স্মৃতি অংশ চার ধরনের কাজের জন্য ব্যবহৃত হয়ঃ
  • ইনপুট আকারে আগত ডেটা ও নির্দেশ প্রদান স্মৃতি অংশের ইনপুট মওজুদ এলাকায় প্রক্রিয়াকরণ শুরু না হওয়া পর্যন্ত জমা থাকে। 
  • প্রধান স্মৃতি অংশে প্রক্রিয়াকরণের কাজ চলাকালীন অন্তর্বর্তী ফলাফল এখানে জমা হতে থাকে।
  • চূড়ান্ত ফলাফল আউটপুট ডিভাইসের না পাঠানো পর্যন্ত প্রধান অংশে জমা থাকে।
  • প্রধান স্মৃতি অংশের প্রোগ্রাম মওজুদ এলাকায় প্রক্রিয়াকরণ সংক্রান্ত নির্ধারণ করে। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন