কম্বিং চক্র কি

ইনডেক্স হুইলের একবার পূর্ণ ঘূর্ণনের ফলে কম্বিং মেশিনের একটি পূর্ণ চক্র সমাধা হয়৷ অর্থাৎ ইনডেক্স হুইলে বিভিন্ন অবস্থানের সাথে কম্বিং মেশিনের কার্যাবলি সম্পূর্ণ হয়৷ পর পর ঘূর্ণনের ফলে একবার কার্যবলি শেষ হয়ে পুনরায় কার্যাবলি শুরু হয় এভাবে কার্যাবলির পুনরাবৃত্তি ঘটাই কম্বিং চক্র৷
কম্বিং মেশিন
কম্বিং মেশিন

স্লাইভার ফিড হওয়া কম্ব করা এবং জোড়া লেগে পুনরায় স্লাইভারে পরিণত হওয়া এই প্রক্রিয়া মেশিনে পর্যায়ক্রমিকভাবে চলতে থাকে৷ উপরের বর্ণনা থেকে এটা সহজেই বলা যায় যে ইনডেক্স হুইলের বিভিন্ন অবস্থানের সাথে সাথে কম্বিং মেশিনের বিভিন্ন অংশের কার্যাবলি জড়িত৷

একবার হুইলের পূর্ণ ঘূর্ণনের সাথে সাথে একবার কম্বিং কার্য সমাধা হয়৷ নিম্নের কম্বিং চক্রের চিত্রের মাধ্যমে ইনডেক্স হুইলে কত ইনডেক্স নাম্বারে কোন অংশ কাজ করে তা দেখানো হলঃ

সিলিন্ডার কম্ব দ্বারা কম্বিং

সিলিন্ডার কম্ব দ্বারা কম্বিং ই কম্বিং চক্রের প্রথম কাজ৷ সাধারণত ইনডেক্স নাম্বার ২৭  থেকে ৩৮ পর্যন্ত সময় সিলিন্ডার কম্ব কাজ  করে৷ ইনডেক্স নম্বর ২৭ এ সিলিন্ডার কম্ব নিপারের কাছাকাছি আসে। 

এবং ল্যাপ শীটের সম্মুখ অংশে প্রবেশ করে কম্বিং কাজ শুরু করে এবং ইনডেক্স নাম্বার ৩৮ পর্যন্ত কম্বিং কাজ সমাপ্ত করে৷ সেটিং এর উপর কম্বিং এর কার্যকালীন সময় নির্ভর করে না৷

নিপারের কার্যকালীন সময়

ইনডেক্স নাম্বার ৮ এ নিপারসমূহ খুলতে শুরু করে এবং ২৭ এ বন্ধ হয়ে যায়৷ তবে নিপারের কার্যাবলি এমনভাবে নির্দিষ্ট করা হয় যাতে সিলিন্ডার কম্ব যখন কার্য শুরু করে তখন নিপার বন্ধ হয়ে যায়৷ ২৭ থেকে ৮ পর্যন্ত নিপার সম্পূর্ণ বন্ধ থাকে অর্থাৎ তখন কোন কাঁচামাল ফিডিং হয় না৷

ফিড রোলারের কার্যকালীন সময়

ইনডেক্স হুইলের তিনটি পয়েন্টে সময় নির্দিষ্ট করা হয়৷ র‌্যাচেটকে পল দ্বারা ৪,৫ অথবা ৬ দাঁত ঘুরানো হয়৷ যার ফলে ফিড রোলাও ঠিক ততটুকু অংশ ঘোরায় এবং ইনডেক্স নাম্বার ০,৩ অথবা ৬ এ আঁশসমূহ ফিডিং শুরু করে৷

প্রতিটি ক্ষেত্রেই ইনডেক্স নাম্বার ১৫ এ ফিডিং বন্ধ হয়ে যায়৷ মিলি ল্যাপের ফিড হওয়া দৈর্ঘ্যের উপর নির্ভর করে নয়েলের পরিমাণও কমবেশি মও হয়ে থাকে৷

টপ কম্ব দ্বারা কম্বিং

ইনডেক্স নাম্বার ১৩ তে টপ কম্ব আঁশের গুচ্ছের মাধ্যমে প্রবেশ করে এবং ইনডেক্স নাম্বার ২৭ পর্যন্ত অবস্থান করে৷ টপ কম্ব প্রবেশের সাথে সাথে ডিটাচিং শুরু হয়। 

এবং সিলিন্ডার কম্ব নতুন ফিড তরা আঁশের গুচ্ছের মধ্যে প্রবেশ করে৷ সিলিন্ডার কম্ব ও নিপারের কার্যকালীন সময় কিছুটা পরিবর্তন ও রদবদল যায়৷

স্টীল ডিটাচিং রোলারের ঘূর্ণন গতি

স্টীল ডিটাচিং রোলার উল্টো দিকে অর্থাৎ পিছনের দিকে ঘোরা শুরু করে৷ ৩৯ নাম্বার থেকে ৮ নাম্বার পর্যন্ত পিছনের দিকে ঘুরে ২.৩৫" আঁশ পিছনে নিয়ে আসে এবং আঁশসমূহ পুনরায় সামনের দিকে আসে ও ২২ নাম্বার পর্যন্ত চলতে থাকে৷ 

৪.০৩" আঁশ সামনের দিকে অগ্রসর হওয়ার ফলে (৪.০৩" - ২.৩৫") = ১.৬৮" আঁশ ডেলিভারি হয়৷ ইনডেক্স নাম্বার ২২ থেকে ৩৯ পর্যন্ত ডিটাচিং রোলার স্থির থাকে৷

লেদার ডিটাচিং রোলারর রকিং গতি

ইনডেক্স নাম্বার ৩৬ থেকে ৫ পর্যন্ত নিপ বিন্দুর এই বিচ্যুতি ০.২৪ ( পিছনের দিকে) আবার সামনের দিকে ঘুরতে থাকে৷ 

তখন ইনডেক্স নাম্বার ১৬ পর্যন্ত ডিটাচিং রোলার + ০.২৫" পর্যন্ত বিচ্যুতি হয় যা ২৪ ইনডেক্স নাম্বার পর্যন্ত বলবৎ থাকে৷
আবার ২৪ থেকে ৩৬ পর্যন্ত স্থির অবস্থায় থাকা স্টীল ডিটাচিং রোলার এর বিচ্যুতব -০.২৪"৷

নিপারসমূহের সুইং মোশন

ইনডেক্স নাম্বার ২৭ থেকে ৩৬ পর্যন্ত নিপারসমূহ বন্ধ থাকে এবং ৩৪ নাম্বার এ আস্তে আস্তে খুলতে থাকেও সামনের ২০ নাম্বার পর্যন্ত চলতে থাকে৷ ২১থেকে ২৬ পর্যন্ত পুনরায় নিপারসমূহ বন্ধ হওয়া শুরু করে৷

ইনডেক্স নাম্বার ও কম্বিং কার্যাবলি?

ইনডেক্স নম্বর অনুযায়ী কম্বিং মেশিন নিম্নলিখিত কার্যাবলি সম্পন্ন করে যথাঃ

ইনডেক্স নম্বর

  • নিপার সম্পূর্ণ বন্ধ থাকে ফলে ফিডিংকৃত আঁশের গুচ্ছ নিপার দ্বারা ধরে রাখে৷
  • টপ কম্ব উপরে উঠে যায়৷
  • সিলিন্ডার কম্ব ফিডিংকৃত আঁশের গুচ্ছের মধ্যে আঁচড়ানোর কাজ শুরু করে৷ 
  • নিপার  আস্তে আস্তে পিছনে সরতে শুরু করে৷
  • লেদার ডিটাচিং রোলার নিপারের দিকে দুলতে আরম্ভ করে৷

ইনডেক্স নাম্বার ২৭ থেকে ৩৬

  • সিলিন্ডার কম্ব আঁশের গুচ্ছকে আঁচড়াতে থাকে৷
  • আঁশের গুচ্ছ থেকে খাটো আঁশ সিলিন্ডার কম্ব আলাদা করে৷ নিপার তখনো বন্ধ থাকে৷ 
  • তবে ইনডেক্স নাম্বার ৩৪ এর পর থেকে আস্তে আস্তে সামনে আসতে থাকে৷
  • ইনডেক্স নাম্বার ৩৮ পর্যন্ত সিলিন্ডার কম্বিং সমাপ্ত করে৷

ইনডেক্স নাম্বার ৩৬- ৩৮

কম্বিং করা আঁশের গুচ্ছসহ নিপার তার সামনরন দিকে এয়িয়ে যাওয়ার গতি অব্যাহত রাখে৷

ইনডেক্স নাম্বার ৩৯-০৫

  • নিপার তার সম্মুখের দিকে আগানোর গতি অব্যাহত রাখে৷
  • লেদার ডিটাচিং রোলার তার অবস্থান থেকে সম্পূর্ণ দূরে সরে যায়৷
  • স্টীল ডিটাচিং রোলার পিছনের দিকে সরে আসার কারণে আঁশের গুচ্ছ তার পৃষ্ঠে জড়িয়ে রাখে৷

ইনডেক্স নাম্বার ০৬-০৭

ফিড রোলার নতুন ল্যাপ ফিড করার জন্য সুরতে আরম্ভ করে৷
ল্যাপ এসে বন্ধ নিপারের সামনে জমা হয় যাতে নিপারসমূহের প্রান্তে খোলামাত্র ল্যাপের শীট সামনে এগোতে পারে৷

ইনডেক্স নাম্বার ০৮-১১

  • নিপার এখানেও তার সম্মুখ গতি বজায় রাখে এবং সেই খুলে যেতে শুরু করে৷
  • ফিডিং অব্যাহত থাকে৷ 
  • স্টীল ডিটাচিং রোলার সামনের দিকে ঘুরতে শুরু করে৷ কম্বিং হওয়া আঁশের গুচ্ছ ল্যাপ থেকে পৃথক হতে শুরু করে৷
  • লেদার ডিটাচিং রোলার সামনের দিকে দুলতে থাকে৷

ইনডেক্স নাম্বার ১২

ডিটাচিং রোলার কর্তৃক কম্বিং করা আঁশের গুচ্ছের মধ্যে সবচেয়ে লম্বা আঁশ উপস্থিত থাকে৷

ইনডেক্স নাম্বার ১৩- ১৯

  • ডিটাচিং রোলার মূল আঁশের গুচ্ছকে ছাড়তে শুরু করে৷
  • নিপার ও টপ কম্ব তাদের সম্মুখে আসার গতি বজায় রাখে৷
  • টপ কম্ব আঁশের গুচ্ছকে কম্বিং করা শুরু করে৷
  • ফিডিং প্রক্রিয়া চলতে থাকে৷
  • ডিটাচিং রোলারের ঘূর্ণনের ফলে  কম্বিং করা আঁশের গুচ্ছ ডিটাচিং রোলার গ্রিপিং করে সামনের দিকে টেনে নেয়৷

ইনডেক্স নাম্বার ২০

টপ কম্ব ও স্টীল ডিটাচিং রোলার যতটুকু কাছে আসার প্রয়োজন ঠিক ততটুকু কাছে চলে আসে৷ ফলে কম্বিং কলা লম্বা আঁশসমূহ ডিটাচিং রোলার সহজেই ধরে ফেলে৷ এই দূরত্ব সাধারণত ১/২ হয় থাকে৷

ইনডেক্স নাম্বার ২১ থেকে ২৬

  • টপ কম্ব আঁশের গুচ্ছের মধ্যে থেকে যায়৷ নিপারদ্বয় বন্ধ হওয়া শুরু করে৷
  • ল্যাপ শীটের ফিডিং বন্ধ হয়ে যায়৷
  • পূর্বের কম্ব করা আঁশ থেকে নতুন আঁশ আলাদা হয়ে যায়৷
  • ডিটাচিং রোলারের গতি কমে যায়৷
  • নতুন ফিড করা আঁশের গুচ্ছ সিলিন্ডার দ্বারা কম্বিং এর জন্য প্রস্তুত হয়৷
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন