হকি কি | হকি খেলার মাঠ | হকি খেলার নিয়ম
যতদূর
জানা যায় খ্রিস্টপূর্ব দুই হাজার বছর আগে পারস্য দেশে হকি খেলার মতো এক
প্রকার খেলা প্রচলিত ছিল৷ পরে পারস্য থেকে গ্রীসে ও গ্রীস থেকে রোমে
প্রচলিত হয়৷ ঐতিহাসিকরা আড়াই হাজার বছর পূর্বে গ্রীসের এক খেলার সাথে আজকের
এই হকি খেলার সাদৃশ্য দেখতে পান৷
হকি স্টিক |
পরে ফ্রান্সের লোকেরা হকেট (Hocket) নামে
খেলা শুরু করেন৷ হকেট
একটি ফরাসি শব্দ যার অর্থ মেষ পালকের লাঠি৷ এর অনেক পরে ইংল্যান্ডের
লোকেরা ফ্রান্সের কাছ থেকে এ খেলা শিখে হকে (Hoque) নাম দিয়ে খেলতে শুরু
করে৷ ইংরেজি উচ্চারণ অনুযায়ী পরবর্তী সময়ে এ খেলা হকি নামে সারা বিশ্বে
ছড়িয়ে পড়ে৷
হকি খেলার আইনকানুন?
দল
১৬ জন খেলোয়াড় নিয়ে একটি দল গঠিত হয়৷ ১১ জন খেলা করে এবং বাকি ৫ জন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকে৷আক্রমণকারী
খেলার সময় যে দলের খেলোয়াড়েরা গোল করার জন্য চেষ্টারত থাকে তাদেরকে আক্রমণকারী বলে৷রক্ষণদল
খেলার সময় যে দল গোলরক্ষা করার জন্য টেষ্টারত থাকে সে দলকে রক্ষণদল বলে৷সেন্টার পাস
মাঠের কেন্দ্রে বল বসিয়ে যে কোন দিকে বল পুশ বা হিট করাকে সেন্টার পাস বলে৷ অর্থাৎ এই পাসের মাধ্যমে খেলা হয়৷বল খেলা
স্টিক দ্বারা বলকে থামিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া দিক পরিবর্তন বা বলের গতি আনয়ন করাকে বুঝায়৷প্লেইং ডিস্ট্যান্স
যে দূরত্বে থেকে একজন খেলোয়াড় বলের নিকট পৌঁছে খেলার চেষ্টা করতে পারবে৷ট্যাকেল
বিপক্ষ দলের খেলোয়াড়ের নিয়ন্ত্রণ থেকে বল ছিনিয়ে নেওয়ার কৌশলকে ট্যাকল বলে৷গোল বল মারা
সার্কেলের ভিতর থেকে আক্রমণকারী দলের খেলোয়াড় বলকে গোলপোস্টের ভিতরে মারার চেষ্টা করা বুঝায়৷অপরাধ
এমন কাজ করা যার আইন ভঙ্গের জন্য আম্পায়ার শাস্তি প্রদান করেন।স্ট্রাক
স্টিকের সাহায্যে এগিয়ে নিয়ে যাওয়া আঘাত করা বা সরিয়ে দেওয়ার পদ্ধতিকে স্ট্রোক বলে৷পেনাল্টি স্ট্রোক
পেনাল্টি স্পট থেকে পুশ, ক্লিক বা স্কুপ করে গোলা করার চেষ্টাকে পেনাল্টি স্ট্রোক বলে৷ডেঞ্জারাস প্লে
ডেঞ্জারাস প্লে হচ্ছে এমন এক কৌশল যা খেলোয়াড়দের জন্য বিপজ্জনক৷মিস কন্ডাক্ট
সময় নষ্ট করা, ইচ্ছাকৃতভাবে অপরাধ করা, খেলার মধ্যে খারাপ আচরণ করা, অধিনায়কের কথা না শোনা ইত্যাদি মিস কন্ডাক্টের আওতায় পড়ে৷খেলার মাঠ
হকি খেলার মাঠ হবে আয়তাকার ক্ষেত্র যার দৈর্ঘ্য ১০০ গজ এবং প্রস্থ ৬০ গজ৷ দৈর্ঘ্যের রেখাকে পার্শ্বরেখা ও প্রস্থের রেখাকে পিছনের রেখা এবং গোলের মধ্যের রেখাকে গোলারেখা বলে৷ দাগগুলো ৩ ইঞ্চি চওড়া হবে৷শ্যুটিং সার্কেল
খুঁটি থেকে উভয়দিকে ১৬ গজ ব্যাসার্ধ নিয়ে খুঁটি বরাবর দাগ টানতে হবে৷ পরে মাঝের ৪ গজ সোজা রেখা দ্বারা সংযুক্ত করতে হবে৷ একেই শ্যুটিং সার্কেল বলে৷আর
এই সার্কেলরর ৫ মিটার বাইরে দিয়ে আরেকটি অনুরূপ দাগ দিতে হবে৷ তবে দাগগুলো
ডট ডট চিহ্নিত হবে৷ আর এ দাগ খেলোয়াড় দাঁড়ানোর জন্য ব্যবহৃত হয়৷
মধ্যরেখা ও ২৫ গজ রেখা
মাঠের দৈর্ঘ্যের ঠিক মাছখানে প্রস্থ বরাবর একটি রেখা টানতে হবে তাকে মধ্যরেখা বলে৷আর এই মধ্যরেখা ও পিছনের রেখার মাঝখানে আরেকটি রেখা টানতে হবে যাকে ২৫ গজ রেখা বলে৷
গোলপোস্ট
দুই পোস্টের ভিতরের দূরত্ব হবে ৪ গজ মাটি থেকে ক্রসবারের নিচ পর্যন্ত উচ্চতা হবে ৭ ফুট৷ গোলপোস্টের ও ক্রসবারের রং হবে সাদা৷বল
বল যে কোন শক্ত পদার্থের তৈরি হবে৷ বলের রং হবে সাদা৷ তবে দুই দলের সম্মতিতে অন্য রঙের বল দিয়েও খেলা যায়৷হকি স্টিক
স্টিক সোজা ও মাথায় অংশ বাঁকা থাকবে। স্টিকের বাম পার্শ্ব চ্যাপ্টা ও ডান পার্শ্ব মসৃণ ও গোলাকৃতি হবে৷স্টিকের বাঁকা অংশ ৪'' এর বেশি হবে না৷ ২' ব্যাসের একটি রিং স্টিকের ভিতর দিয়ে চলে এলে স্টিকটি বৈধ বলে বিবেচিত হবে৷
গোলাকিপার
গোলকিপার অন্য খেলোয়াড়দের থেকে ভিন্ন রঙের পোশাক পরবে এবং শরীরের উপরের অংশ রক্ষার জন্য প্রটেক্টর ব্যবহার করবে৷ লেগ গার্ড কিকার ও হ্যান্ড প্রটেক্টরও ব্যবহার করতে পারবে৷খেলার সময়
প্রতি অর্ধে খেলার সময় ৩৫ মিনিট মাঝে বিরতি ৫ থেকে ১০ মিনিট অর্থাৎ ৩৫ + ৩৫ = ৭০ মিনিট বিরতিসহ ৭৫ মিনিট৷পেনাল্টি কর্নার
- রক্ষণদলের কোন খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে সার্কেলের ভিতর অপরাধ করলে
- নিশ্চিত গোল বাঁচানোর জন্য অনিচ্ছাকৃতভাবে সার্কেলের ভিতর অপরাধ করলে
- গোলাকিপার বারবার নিয়মভঙ্গ করলে বিপক্ষ দলকে পেনাল্টি কর্নার দেওয়া হয়৷
- গোললাইন থেকে মাঠের দিকে ৭ গজ স্থান থেকে পেনাল্টি কর্নার মারতে হয়ে৷
হকি খেলার কলাকৌশল?
স্টিক ধরা
বাম হাত দিয়ে স্টিকের মাথা ধরতে হবে ডান হাত স্টিকের মাঝামাঝিতে হালকাভাবে ধরতে হবে৷ ডান পা সামনে ও বাম পা পিছনে থাকবে৷স্টিক ডানে বামে যে দিকে ঘুরানো হোক না কেন বাম হাতের কব্জি শুধু ঘুরাতে হবে৷ ডান হাত শুধু সাপোর্ট হিসেবে থাকবে৷
বল থামানো
বলের লাইন বরাবর স্টিকের মাথা নিতে হবে৷ স্টিকের চ্যাপ্টা অংশ দিয়ে বল থামাতে হবে৷ এক পা সামনে ও আরেক পা পিছনে থাকবে৷ফ্লিক
যখন একটি স্থির বা গড়ানো বল পুশ করা হয় এবং বলটি হাঁটু পর্যন্ত উপরে ওঠে তখন তাকে ফ্লিক বলে৷স্কুপ
একটি স্থির গতিহীন বলের খানিকটা নিচে স্টিক রেখে উপরের দিকে চালনার সাহায্যে বল শূন্য অর্থাৎ মাথার উপরে উঠানোকে স্কুপ বলে৷বল ড্রিবলিং
বল সামনে থাকবে৷ স্টিক ডানে বামে ঘুরিয়ে বলকে সামনের দিকে নিতে হবে৷ মাঝে মাঝে একটু দূরে ঠেলা দিয়েও ড্রিবলিং করা যায়৷ স্টিকের চ্যাপ্টা অংশ দিয়েই বল সামনে নিতে হবে৷ হাতের ভিতর স্টিক শুধু ঘুরবে৷হিট
দুই পা সমান্তরাল রেখে দাঁড়াতে হবে৷ বল দেড় ফুট থেকে ২ ফুট সামনে থাকবে৷ স্টিক কাঁধ বরাবর তুলে বলের মাঝখানে জোরা আঘাত করতে হবে৷ আর এই জোরে আঘাত করাকেই হিট বলে৷পুশ
বলের সাথে স্টিক লাগিয়ে কোন শব্দ না করে প্রয়োজনীয় গতি প্রয়োগের মাধ্যমে বলটি মাঠ থেকে গড়িয়ে দেওয়াকে পুশ বলে৷হকি খেলায় কয়জন রেফারি থাকে?
হকি খেলায় সাধারণত ২ জন আম্পায়ার থাকেন।