প্লেইন কার্বন স্টীলের সাথে প্রধানত ক্রোমিয়াম এবং অনেক সময় কিছুটা নিকেল যুক্ত করে যে অ্যালয় স্টীল সমূহ তৈরি করা হয়ে থাকে সেগুলােকে স্টেইনলেস স্টিলসবলে। এ সকল স্টীলে সামান্য থেকে ৩৫% পর্যন্ত ক্রোমিয়াম থাকতে পারে।
স্টেইনলেস স্টিল |
তাই এসব স্টীল অত্যন্ত ক্ষয় ও মরিচারােধী হয়। অতি সামান্য অক্সিডেশনের প্রভাবে এর উপরিতলে ক্রোমিয়াম কিংবা নিকেল অক্সাইডের অতীব হালকা স্বচ্ছ আস্তরণ অত্যন্ত সফলতার সাথে দীর্ঘদিন পরবর্তী ক্ষয় ও মরিচা প্রতিরােধ করে। উক্ত অক্সাইডস্তর ধাতুর বর্ণ কিংবা সৌন্দর্য নষ্ট করে না।
মরিচা কিভাবে প্রতিরোধ করা যায়?
পানি ও বায়ুর হাত থেকে লোহাকে রক্ষা করতে পারলে লোহায় মরিচা ধরে না। নানাভাবে মরিচা প্রতিরোধ করা যায়ঃ- লোহার উপর ফেরোসোফেরিক অক্সাইডের পাতলা প্রলেপ দেওয়া হয়।
- লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করা হলে লোহার উপর ফেরোসোফেরিক অক্সাইডের প্রলেপ পড়ে।
- লোহার উপর রং ও বার্নিশের প্রলেপ দেওয়া হয়।
- টিন প্লেটিং করা হয়। অর্থাৎ লোহাকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে টিনের প্রলেপ দেওয়া হয়।
- লোহাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
- লোহার উপর গ্যালভানাইজিং করা হয়। গ্যালভানাইজিং অর্থ লোহার উপর জিংকের প্রলেপ দেওয়া হয়।
- লোহার উপর ইলেকট্রোপ্লেটিং করা হয়। অর্থাৎ লোহাকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে Ni, Cr ইত্যাদি ধাতুর প্রলেপ দেওয়া হয়।