কনজুমার মানে কি?
কনজুমার মানে হল ভোক্তা, ক্রেতা, খরিদ্দার এবং ভোগকারী।কনজুমার |
কনজুমার কি?
কনজুমার হচ্ছেন এক বা একাধিক মানুষ। যারা কোন পণ্যের চূড়ান্ত ভোগ সম্পন্ন করে থাকেন। কনজুমার কোন একটি পণ্যের শেষ ব্যবহার নিশ্চিত করে।ভোক্তা একটি পণ্যের ব্যবহারের ফলে পরবর্তী পর্যায়ে সেই পণ্যের কোন ধরনের উন্নয়ন ঘটান না।
কনজুমার প্রোডাক্ট কি?
ব্যক্তিগত বা পারিবারিক ব্যবহারের জন্য যেসব পণ্য বা সেবা ব্যবহার কর হয় তাকে কনজুমার প্রোডাক্ট বলে। কনজুমার প্রোডাক্টকে চূড়ান্ত পণ্যও বলা হয়।আর এগুলো হল সেই পণ্য যা ব্যক্তি বা গৃহস্থরা ব্যক্তিগত ব্যবহারের জন্য ক্রয় করে থাকেন। কনজুমার প্রোডাক্ট হল উৎপাদন ও নির্মাণের চূড়ান্ত ফলাফল। যা একজন ভোক্তা বিপণীর তাক বা শেল্ফে দেখবেন।