লিজিং দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি অভিনব পদ্ধতি। একটি প্রতিষ্ঠানে যদি ব্যয় বহুল মেশিন, যন্ত্রপাতি ও যানবাহন ইত্যাদির প্রয়োজন হয়, তখন সেগুলো সরাসরি ক্রয় করতে হয়। অথবা সরাসরি ক্রয় না করে লিজের মাধ্যমে লিজিং কোম্পানি থেকে ভাড়া নিয়েও ব্যবহার করা যায়।
লিজিং |
সেক্ষেত্রে কোম্পানি মেশিনের মালিকানা পায় না। মেশিনটির মালিক লিজিং কোম্পানি। লিজ নেওয়ার জন্য লিজিং কোম্পানিকে নির্দিষ্ট হারে ভাড়া সুদের মতো প্রদানের বিনিময়ে লিজকৃত সম্পত্তি ব্যবহার করার অধিকার অর্জিত হয়।
ধরা যাক, একটি ব্যবসা প্রতিষ্ঠানে একটি ফটোকপি মেশিন ক্রয় না করে তিন বছরের জন্য একটি লিজিং কোম্পানি হতে ভাড়া প্রদানের ভিত্তিতে লিজ নেয় এবং মেয়াদান্তে ফটোকপি মেশিনটি আবার লিজিং কোম্পানির কাছে ফেরত দেয়। অর্থাৎ লিজিং এর ফলে সম্পত্তির মালিকানা লিজিং কোম্পানির কাছে থাকে।
লিজিং এর ফলে প্রতিষ্ঠানটিকে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার প্রয়োজন হয় না। অথবা সঞ্চিত তহবিল ব্যবহারের প্রয়োজন হয় না। আর এই কারণে লিজিং একটি দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস।
নতুন অথবা ছোট প্রতিষ্টান যাদের মূলধনের পরিমাণ কম থাকে সেসব প্রতিষ্ঠানের লিজিং এর মাধ্যমে ব্যয়বহুল মেশিন ইত্যাদি ব্যবহার করতে পারে। লিজিং কম্পানি লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণ করে থাকে।