ভ্যাটিং কি?
যে পদ্ধতিতে অদ্রবণীয় ভ্যাট ডাইকে বিভিন্নভাবে দ্রবণীয় (Soluble) আকার রূপান্তরিত করা হয় তাকে ভ্যাটিং (Vatting) বলে৷ ভ্যাট ডাই পানিতে অদ্রবণীয়৷ একে দ্রবীভূত করার জন্য ডাইগুলোকে প্রথমে বিজারিত করে লিউকো যৌগে পরিণত করা হয় যা পরবর্তীতে অ্যালকালি সহযোগে পানিতে অদ্রবণীয় হয়৷ভ্যাটিং |
এ ডাইকে রিডিসিং এজেন্ট (Na2 S2 O4) দ্বারা ট্রিটমেন্ট করলে লিউকো কম্পাউন্ড এ পরিণত হয় যা অ্যালকালি এর উপস্থিতিতে পানিতে দ্রবণীয় অর্থাৎ ভ্যাট ডাইকে সোডিয়াম সল্ট অব লিউকো কম্পাউন্ডে পরিণত করাকেই ভ্যাটিং বলে।
যা সেলুলোজের সাথে বিক্রিয়া করে এবং ডাইং এর পর দ্রব্যকে বাতাসে অনাবৃত রাখলে ডাই অক্সিডাইজ করে ফাইবারের মধ্যে পুনর্বার অদ্রবণীয় কালারে পরিণত হয়৷
Na2 S2 O4 + H2O 2 NaHSO3 + 2 [H]
> C= O [H] > C - OH NaoH > C- ONa
রিডিউসিং দ্রবণীয় (অদ্রবণীয়) সোডিয়াম সল্ট অব
লিউকো ভ্যাট লিউকো ভ্যাট
গতানুগতিক ভ্যাট ডাইং পদ্ধতির চেয়ে আধুনিক ভ্যাট ডাইং পদ্ধতির সুবিধাঃ
- প্রয়োজন অনুযায়ী যে কোন সময় Reduced bath তৈরি করা যায়৷
- এখানে Wastage of indigo বেশি হয় না৷
- Reaction products এর কারণে যে কোন ধরনের interference (বাধা) থেকে মুক্ত৷
- Old process এর জন্য lime deposite remove করার জন্য acid souring এর প্রয়োজন হয়৷ কিন্তু Modern process এ ইহার প্রয়োজন পড়ে না৷
- ইহা একটি দ্রুত প্রক্রিয়া এবং এখানে Perfect Standardisation সম্ভব৷