ডিসাইজিং কি?

ডিসাইজিং কি?

ওভেন কাপড়ের জন্য দুই সেট সুতা লাগে। এর একটি হল টানা সুতা অপরটি হল পড়েন সুতা। লুমে কাপড় বুননের পূর্বের টানা সুতাগুলোকে শক্ত করার জন্য, সুতার গায়ের ফাইবার গুলো দূর করার জন্য এবং প্রসেসের অন্যান্য সুবিধার জন্য সাইজিং করা হয়। লুমে কাপড় বুননের পর কাপড়গুলোকে গ্রে অবস্থা থেকে ফিনিশিং অবস্থায় নেওয়া হয়। 

অর্থাৎ কাপড়কে ব্যবহার উপযোগী করার জন্য কতগুলো ওয়েট প্রসেসিং করা হয়। যেমনঃ স্কাওয়ারিং, ব্লিচিং, ডাইং প্রিন্টিং এবং ফিনিশিং। কিন্তু কাপড়ের সাইজিং দ্রব্যাদি থাকলে বর্ণিত প্রসেসগুলোতে নানা ধরনের অসুবিধার সৃষ্টি হয়। আর এ অসুবিধাগুলো দূর করার জন্য কাপড় হতে সাইজিং দ্রব্যাদি দূর করার প্রয়োজন হয়। 
ডিসাইজিং
ডিসাইজিং

কাপড় হাতে সাইজিং দ্রব্যাদি দূর করার প্রক্রিয়াকে ডিসাইজিং বলে। ইহা ওয়েট প্রসেস এর সর্বপ্রথম রাসায়নিক প্রক্রিয়া। আর এ ডিসাইজিং পরীক্ষা যথাযথভাবে করা হলে পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন করা সহজ হবে এবং কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। সুতরাং ডিসাইজিং দ্বারা এককথায় সাইজিং দ্রব্যাদি দূর করা বুঝায়।সাইজিং দ্রব্যাদি মধ্যে বেশিরভাগ দ্রব্যই স্টার্চ। 

প্রকৃতপক্ষে ডিসাইজিং দ্বারা মূলত এ স্টার্চ জাতীয় দ্রব্যকে দুর করা হয়। অন্যান্য রাসায়নিক দ্রব্য যেমনঃ মোম ও চর্বি ইত্যাদি পরবর্তী স্কাওয়ারিং প্রসেসের মাধ্যমে দূর করা হয়। অতএব যে রাসায়নিক পদ্ধতির মাধ্যমে বুননকৃত কাপড় হতে স্টার্চ জাতীয় পদার্থ দূর করা হয় এবং কাপড়ের পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করা যায়, তাকে ডিসাইজিং বলে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন