কেয়ার লেবেল কোড (Care label code) কি?
পোশাক বা অন্য যেকোনো কাপড় পরিধান বা ব্যবহারকালে তা ময়লাযুক্ত হয়ে যায়৷ উন্তু ময়লাযুক্ত পোশাককে পুনরায় ব্যবহার উপযোগী করতে বিভিন্ন পরিচর্যা তথা ধৌত করতে হয়৷ এ পরিচর্যা সঠিকভাবে সম্পন্ন করার জন্য কিছু নিয়মাবলি বা ইন্সট্রাকশন সাংকেতিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়৷ যাকে কেয়ার কোড বলে (Care code) বলে৷লেবেলে পোশাক সম্বন্ধে কিছু তথ্য থাকে যেমন পোশাকটির সাইজ আশের ধরন পরিচর্যা সংক্রান্ত তথ্য কোন দেশের তৈরি কোন কোম্পানির তৈর ট্রেড মার্ক ইত্যাদি৷ উল্লিখিত সমস্ত তথ্যই অথবা আংশিক তথ্য সংযোজন করা থাকে৷ এটি বায়ারের চাহিদা বা নির্দিশের উপর নির্ভর করে৷ বিভিন্ন ধরনের লেবেলের ধরন ও দাম বিভিন্ন থাকে৷
কেয়ার লেবেল কোড |
সাধারণত দামি পোশাকে দামি লেবেল এবং কমদামি পোশাকে কমদামি লেবেল লাগানো থাকে৷ সবচেয়ে দামি লেবেল সাধারণত চিকন তাঁতে (Narrow loom) জ্যাকার্ডের সাহায্যে তথ্যসমূহ বুনন করে তৈরি করা হয়৷ এ ধরনের লেবেলের কর্তিত প্রান্তসমূহ ভাঁজ করে ভিতরের দিকে প্লেইন অথবা জিগজ্যাগ মেশিন দ্বারা পোশাকের সাথে লাগানো থাকে৷
সবচেয়ে কমদামি লেবেল সাধারণত চওড়া ও থার্মোপ্লাস্টিক ফাইবার বিশিষ্ট বুনন কাপড়ের উপর প্রিন্ট (Print) করে তৈরি করা হয়৷ চিকন ও লম্বা টেপ আকারে কারখানায় (Factory) এগুলো সংগ্রহ করা হয়৷ এ লেবেলের প্রান্ত বিট সিল করা থাকে৷ পোশাক পরিধান করার সময় গায়ে কাঁটার ন্যায় বিঁধতে না পারে তা জন্য প্রান্ত ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়া হয়৷
একটি পোশাকে একটি বা একাধিক লেবেলে থাকতে পারে এবং বিভিন্ন স্থানে লেবেলে লাগানো থাকে৷ লেবেল নিম্নলিখিত প্রকারের হতে পারে৷ বস্তুত তথ্যের ভিত্তিতে এই প্রকারভেদ হয় যেমন প্রধান লেবেল (কোম্পানি ও দেশেও নাম) সাইজ লেবেল কেয়ার লেবেল (ধৌত ও ইস্ত্রি) মূল্য লেবেল কম্পাজিশন লেবেল (Composition label)।