ব্যাক সুইং মেশিন এর কাজ

ব্যাক সুইং মেশিন কি?

নিটিং থেকে কাপড় যদি ওপেন অবস্থায় পাওয়া যায়। সেক্ষেত্রে কাপড়কে হিট সেট করে ওপেন করতে হয়। তার জন্য সমস্যা হচ্ছে কাপড়কে ওপেন অবস্থায় ডাইং করা যায় না। আর তাই তাকে টিউব করে নিতে হয়। 
ব্যাক সুইং মেশিন এর কাজ
সুইং মেশিন

যেন তা মেশিনে জড়িয়ে না যায়, আরএই মেশিন ওপেন কাপড়কে সেলাই করে টিউব কাপড়  বানায়। টিউব বানানোর সময় কাপড়ের ফেস কে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। যেন মেশিনের ঘষায় কাপড় হেয়ারি না হয়ে যায় । 
Next Post Previous Post