পে স্লিপ অর্থ কি | পে স্লিপ দেখতে চাইলে কী করবো

পে স্লিপ অর্থ কি?

pay slip অর্থ হল বেতনের সঙ্গে দেওয়া বেতনের যাবতীয় হিসেব।

পে স্লিপ দেখতে চাইলে কী করবো?

সর্বপ্রথম হচ্ছে পে স্লিপ দেখতে চাওয়া অবৈধ। এক্ষেত্রে আপনিও কিন্তু অধিকার রাখেন কোম্পানি ট্যাক্স দেয় কি না, লাইসেন্স সঠিক আছে কি না? ইত্যাদি দেখতে চাওয়ার আবদার করতে পারেন।  কিন্তু তারা আপনাকে কখনো তা দেখাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে আপনার কোম্পানির পে স্লিপ তাদের কেন দেখাতে হবে? 
পে স্লিপ
পে স্লিপ

আর বর্তমান ইন্ডাস্ট্রিতে বেতন কাঠামো কেমন হবে, কে ঠিক ভাল কাজ করছে, কে কেমন বেতন পাচ্ছে, এগুলো খোঁজ খবর রাখা হচ্ছে এইচ আর এর কাজ। তাই তাদের যদি আপনার কথা বিশ্বাস নাই হয়, তাহলে সে খবর নিয়ে তারা নিজেরাই জানুক। আপনি আপনার পে স্লিপ কখনো দেখাবেন না। 
Next Post Previous Post