খর পানিতে সাবান অপচয়ের কারণ কি?
খর পানিতে সাবান অপচয়ের কারণ কি?
সাবান হল প্রধানত স্টিয়ারিক এসিড (C17 H35 COOH) এর সোডিয়াম লবণ যা পানিতে দ্রবীভূত হয়ে ফেনা উৎপন্ন করে এবং উৎপন্ন ফেনা কাপড়ের ময়লা দূর করে৷ কর পানির মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ও ফেরাস লবণ বর্তমান থাকায় তাদের সাথে সোডিয়াম স্টিয়ারেট বিক্রিয়া করে অদ্রবণীয় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রভৃতির স্টিয়ারেটের অদ্রাব্য অধঃক্ষেপ উৎপন্ন করে৷খর পানিতে সাবান অপচয় |
উৎপন্ন অধঃক্ষেপগুলো এক প্রকার পিচ্ছিল পদার্থরূপে পানি হতে পৃথক হয়ে যায়৷ ফলে সাবান ক্ষয় হতে থাকে কিন্তু কোন ফেনা উৎপন্ন হয় না৷ এভাবে যতক্ষণ পর্যন্ত ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি লবণ অদ্রাব্য অধঃক্ষেপে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত সাবান ফেনা উৎপন্ন করতে পারে না৷ ফলে সাবানের অপচয় হতে থাকে৷
2C17 H35 COONa + CaCl2 = 2NaCl + (C17 H35 COO)2Ca