স্কাওয়ারিং এর প্রয়োজনীয়তা?

স্কাওয়ারিং মেশিন
স্কাওয়ারিং মেশিন

স্কাওয়ারিং এর প্রয়োজনীয়তা (Explain the Necessity of Scouring) লেখ?

স্কাওয়ারিং টেক্সটাইল ওয়েট প্রসেসিং অতীব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া৷ স্কাওয়ারিং না করা হলে টেক্সটাইল দ্রব্যের অপদ্রব্য যেমন তেল চর্বি ও মোম ইত্যাদি দূর করা যায় না৷ ফলে দ্রব্যের পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি পায় না৷ 

সেজন্য প্রক্রিয়াসমূহ সুচারুরূপে সম্পন্ন করার জন্য স্কাওয়ারিং এর প্রয়োজনীয়তা অপরিসীম৷ নিচে স্কাওয়ারিং এর প্রয়োজনীয়তা উল্লেখ করা হলঃ
  • টেক্সটাইল দ্রব্য হতে প্রাকৃতিক এবং কার্য চলাকালীন সৃষ্ট অপদ্রব্য যেমন তেল চর্বি মোম ও অন্যান্য অপদ্রব্য ইত্যাদি দূর করা৷
  • টেক্সটাইল দ্রব্যের পানি পছন্দ করা বৈশিষ্ট্য (Hydrophilic) দান করা৷
  • টেক্সটাইল দ্রব্যের ভৌত ও রাসায়নিক গুণাবলি অপরিবর্তিত রেখে তার শোষণ ক্ষমতা বৃদ্ধি করা৷
  • ব্লিচিং প্রক্রিয়ার সাহায্যে প্রাকৃতিক রং (Natural colour) দূর করার ক্ষেত্রে কাপড়কে উপযোগী করে তোলা৷
  • অ্যালকালি সহযোগে কাপড়কে পরিস্কার করা৷
  • সেলুলোজের কোন ক্ষতি না করে নন সেলুলোজিক (Non - cellulosic) পদার্থ দূর করা৷
  • কাপড়কে প্রাকৃতিকভাবে সমভাবে পরিস্কার করা যাতে পরবর্তী প্রক্রিয়াগুলোতে কেমিক্যালের সাশ্রয় হয় উৎপাদন খরচ কমাতে সহায়তা করা৷
  • পরবর্তী ব্লিচিং ডাইং প্রিন্টিং ও ফিনিশিং এর জন্য কাপড়ের উপযোগী করে তোলা৷ অর্থাৎ স্কাওয়ারিং করা হলে কাপড়ের ড্রাইং প্রিন্টিং এর কাজ ভালভাবে সম্পন্ন করা যায়৷
Next Post Previous Post