হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং |
হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং এর সুবিধা (Describe the advantages of hydrogen peroxide bleaching) কি কি?
- অন্যান্য ব্লিচিং প্রসেস তথা হাইপোক্লোরাইড ব্লিচিং এর চেয়ে হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং এর সুবিধা অনেক বেশি৷
- হাইড্রোজেন পারঅক্সাইড ফাইবারের প্রোটিনের সাথে বিক্রিয়া করে না সে জন্য ব্লিচিং করার পূর্বে অনেক ক্ষেত্রে ফাইবারকে অ্যালকালি বয়েলিং এর প্রয়োজন হয় না৷
- হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং সাধারণত অ্যালকালি দ্রবণে হয়ে থাকে এবং এতে কাপড়ের বয়েলিং তাপমাত্রা বিদ্যমান থাকে৷
- তাই ব্লিচিং করা হলে স্কাওয়ারিং ও ব্লিচিং একই সঙ্গে হয়ে যায়৷
- কটনে বেশি ইমপিউরিটস না থাকলে একে স্কাওয়ারিং করার খুব প্রয়োজন হয় না৷
- এ সকল ইমপিউরিটিস হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং দ্রবণের স্থিতিশীলতা বৃদ্ধি করতে সহায়তা করে ফলে হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙ্গে যায় না এবং ভাল ব্লিচিং হয়৷
- এখানে ইমপিউরিটিস স্টাবিলাইজার হিসাবে কাজ করে৷
- হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা ব্লিচ করা কাপড়ের ওজন কম পরিমাণ হ্রাস পায়৷
- অথচ কটনকে স্কাওয়ারিং করে হাইপোক্লোরাইড ব্লিচ করলে এর ওজন বেশি হ্রাস পায়৷
- হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা ব্লিচ কাপড়ের টেনসাইল স্ট্রেংথ (Tensile strength) বেশি থাকে৷
- অপরদিকে হাইপোক্লোরাইড ব্লিচিং এর সময় প্রতিটিতে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না বলে দ্রব্যের শক্তি কমে যায়৷
- তাই হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা ব্লিচ করা উত্তম৷
- হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং এর আরও একটি সুবিধা এই যে এর দ্বারা কাপড় অতিরিক্ত ব্লিচিং (Over bleaching) হলেও কাপড় ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে না৷