Tfpia কি?

TFPIA এর পূর্ণরুপ কি?

TFPIA এর পূর্ণরুপ হল (Textile Fibre Product identification Acts)।

Tfpia কি?

Tfpia হল টেক্সটাইল ফাইবার পণ্য সনাক্তকরণ আইন, যা টেক্সটাইল লেবেলিং নামেও পরিচিত। সাধারণত ব্র্যান্ডগুলোকে পরিচয় করার জন্য টেক্সটাইল পণ্যগুলোর সাথে একটি লেবেল সংযুক্ত করতে প্রয়োজন পণ্যের প্রতিটি ফাইবারের ওজন অনুসারে প্রডাক্টের নাম ও শতকরা হার।
TFPIA
TFPIA

আর যে নামটির অধীনে প্রস্তুতকারক বা অন্য দায়িত্বশীল পক্ষ ব্যবসা করে কিংবা আরএন নম্বর ও সেই দেশের নাম যেখানে পণ্যটি প্রক্রিয়া করা হয়েছে।

Tfpia কাকে বলে?

টেক্সটাইল ফাইবারের পণ্য সনাক্তকরণ আইনকে Tfpia বলে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন