শিল্প বিরোধ আইন কি?
শিল্প বিরোধ আইন (Industrial disput act) কি?
শিল্প সংগঠনে প্রত্যক্ষভাবে জড়িত দুটি পক্ষ মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিক সম্প্রদায়৷ এ দুটি পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিকল্পে যে আইন প্রণীত তাই শিল্প বিরোধ আইন৷শিল্প বিরোধ আইন |
বর্তমানে বাংলাদেশে ১৯৬৯ সালের শিল্প সম্পর্ক অধ্যাদেশ কিছুটা পরিমার্জিত ও সংশোধিত আকারে চালু রয়েছে৷