বিমা চুক্তির অপরিহার্য শর্তাবলি কি কি?
বিমা চুক্তির অপরিহার্য শর্তাবলি (Essential conditions of insurance contract) কি কি?
নিচে বিমাচুক্তির অত্যাবশ্যকীয় শর্তগুলো বর্ণনা করা হলঃ- বিমাযোগ্য স্বার্থ (Insurable interest)
- চূড়ান্ত সদ্বিশ্বাস (Utmost good faith)
- ক্ষতিপূরণের শর্ত (Principles of indemnity)
- প্রতিদান (Consideration)
- সময় (Time)
- গুরুত্বপূর্ণ তথ্যের প্রকাশ
- গুরুত্বপূর্ণ ঘটনা
- নিকটতম কারণ
- চুক্তি সম্পাদনে যোগ্যতা
- মনোনয়ন
বিমাযোগ্য স্বার্থ (Insurable interest)
বিমার বিষয়বস্তুতে বিমাগ্রহীতার যে স্বার্থ থাকে তাকে বিমাযোগ্য স্বার্থ বলে৷ কোন বিষয়বস্তুতে বিমাগ্রহীতার বিমাযোগ্য স্বার্থ না থাকলে সে উক্ত বিষয়বস্তু বিমাকৃত করতে পারবে না৷ বিমাযোগ্য স্বার্থ অবশ্য আর্থিক হতে হবে৷ স্ত্রীর জীবনের ওপর স্বামীর এবং স্বামীর জীবনের ওপর স্ত্রীর বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান৷একের অবর্তমানে অন্যের আর্থিক ক্ষতি হতে পারে৷ এজন্য একে অন্যের জীবনবিমা করতে পারে৷ নৌ বিমা অগ্নিবিমার ক্ষেত্রেও বিমার বিষয়বস্তুতে বিমাগ্রহীতার বিমাযোগ্য স্বার্থ থাকতে হবে৷
চূড়ান্ত সদ্বিশ্বাস (Utmost good faith)
বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে চূড়ান্ত সদ্বিশ্বাস থাকতে হবে৷ পরিপূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে একে অন্যের নিকট বিমাচুক্তির শর্তাবলি ও বিষয়বস্তুর খুঁটিনাটি প্রকাশ করার পর বিমাচুক্তি কার্যকারী হবে অন্যথায় তা বাতিল (Void) বলে গণ্য হবে৷ বিমাগ্রহীতাকে বিমার বিষয়বস্তুর সবকিছু খুঁটিনাটি বিবরণ বিমাকারীর নিকট অবশ্যই প্রকাশ করতে হবে৷বিমা |
বিষয়বস্তু সম্পর্কিত কোন দরকারি সংবাদ সংবাদ গোপন রাখলে বিমাকারীর পক্ষে সঠিকরূপে প্রিমিয়াম নির্ধারণ করা সম্ভব হবে না৷ অথবা গোপন সংবাদটি পেলে বিমাকারী হয়ত বা এরূপ বিষয়বস্তু বিমাকৃত করত না৷
ক্ষতিপূরণের শর্ত (Principles of indemnity)
জীবন বিমা ছাড়া অন্যান্য বিমা ক্ষতিপূরণের চুক্তি৷ যেমন অগ্নিবিমা ও নৌ বিমার ক্ষেত্রে কোন বিশেষ ঘটনার ফলে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে বিমাকারীকে তা পূরণ করতে হয়৷ কিন্তু বিষয়বস্তুর কোন ক্ষতি না হলে বিমাকারীর কোন দায়িত্ব থাকে না৷ এক্ষেত্রে প্রাপ্ত প্রিমিয়ামের সবটাই বিমাকারীর লাভ৷কিন্তু জীবনবিমা ক্ষতিপূরণের চুক্তি নয়৷ এক্ষেত্রে বিমাকৃত টাকা বিমাগ্রহীতার মৃত্যুতে তার মনোনীত ব্যক্তির নিকট অথবা পলিসির মেয়াদান্তে লাভসহ বিমাকৃত টাকা বিমাগ্রহীতার নিকট বিমাকারীকে অবশ্যই পরিশোধ করতে হবে৷
প্রতিদান (Consideration)
প্রতিদান ছাড়া কোন সম্মতি চুক্তি হতে পারে না৷ বিমাচুক্তির প্রতিদান হিসেবে তাই বিমাগ্রহীতা বিমাকারীকে নির্ধারিত প্রিমিয়াম পরিশোধ করবে৷সময় (Time)
ঝুঁকি আরম্ভ ও সমাপ্তির সময় উল্লেখ বিমাচুক্তির একটি মূল্যবান শর্ত৷ নৌ বিমা ও অগ্নিবিমার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য বিষয়বস্তু বিমা করা হয়৷ সময় শেষ হলে চুক্তির অবসান ঘটে৷ এমনকি নৌ বিমার অভিযাত্রা বিমাপত্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট জাহাজের নির্দিষ্ট সমুদ্রযাত্রা শেষ হলে বিমাচুক্তির অবসান ঘটে৷গুরুত্বপূর্ণ তথ্যের প্রকাশ
বিষয়ে বিমা চুক্তি করা হয়েছে সে বিষয়ের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা প্রয়োজন৷ বিমাগ্রহীতা যদি কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রকাশ করে তবে চুক্তিটি বাতিল বলে গণ্য হবে৷নিকটতম কারণ
বিমা চুক্তিতে উভয় পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তিপত্রে যেসব কারণে দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ দেয়া হবে তাকে ক্ষতির নিকটতম কারণ বিবেচনা করে৷গুরুত্বপূর্ণ ঘটনা
বিমা চুক্তি অনুযায়ী ঘটনা ঘটা বা না ঘটনা উপর বিমা চুক্তি নির্ভরশীল৷ একাধিক ঘটনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনাটি বিবেচনা করে বিমার ক্ষতিপূরণ দেওয়া হবে৷