পরিসর (Range) কি?
তথ্যসারির সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের পার্থক্যকে পরিসর বা ব্যাপ্তি বলে৷ অর্থাৎ তথ্যসারির সর্বোচ্চ মান হতে যদি সর্বনিম্ন মান বিয়োগ করা হয়, তবে তখন পরিসর পাওয়া যাবে৷যদি সাধারণ সিরিজের সর্বনিম্ন মান হলোঃ Xmin ও সর্বোচ্চ মান হলো Xmax হয়।
তবে পরিসর R= Xmax – Xmin
অন্যভাবে R=| min – Xmax |
পরিসর |
আবার গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে সর্বপ্রথম শ্রেণির নিম্নসীমা এবং সর্বশেষ শ্রেণির উচ্চসীমার পার্থক্য হল পরিসর৷ সর্বপ্রথম শ্রেণির নিম্নসীমা I1 এবং সর্বশেষ শ্রেণির উচ্চসীমা I2 হলে R= I2-I1 বা R=| I1-I2 | = I2 - I1|।
পরিসর নির্ণয়ের সূত্র লেখ?
অবিন্যস্ত রাশি তথ্য মালার ক্ষেত্রে যেমনঃপরিসর R= (বৃহত্তম মান–ক্ষুদ্রতম মান)
যেমন নিচে উপাত্ত হতে পরিসর নির্ণয় করা হলঃ ২১,১৩,৫০,৪২,৯,৫০,৫৪
প্রদত্ত তথ্যের ক্ষুদ্রতম মান = ৯
প্রদত্ত তথ্যের বৃহত্তম মান = ৫৪
পরিসর R= (বৃহত্তম মান–ক্ষুদ্রতম মান)
= ৫৪–৯
=৪৫
অনলাইনে টাকা আয় করতে চাইলে বেকার আইটি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেনঃ